ETV Bharat / sitara

370 ধারা প্রত্যাহারের কারণে ভারতীয় ছবিতে নিষেধাজ্ঞা জারি পাকিস্তানে ! - cinema

আজ সাংবাদিক বৈঠকে পাকিস্তানে ভারতীয় ছবিকে বন্ধ করার কথা জানালেন রাজনীতিবিদ ফিরদৌস আশিক আওয়ান ।

ভারতীয় ছবি
author img

By

Published : Aug 8, 2019, 5:19 PM IST

Updated : Aug 8, 2019, 6:33 PM IST

ইসলামাবাদ : পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ হতে চলেছে । আজ পার্লামেন্ট হাউসের সামনে একটি সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজনীতিবিদ ফিরদৌস আশিক আওয়ান ।

তিনি বলেন, "পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলিতে দেখানো হবে না কোনও ভারতীয় ছবি ।" ফিরদৌস আশিক আওয়ান পাকিস্তানের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দা প্রাইম মিনিস্টার পদে রয়েছেন ।

ভারত সরকারের 370 ধারা প্রত্যাহারের জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ফিরদৌস । 370 ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল । অভ্যন্তরীণ প্রশাসনের উপর একটি আলাদা সংবিধান, রাষ্ট্রিয় পতাকা ও স্বায়ত্তশাসন রাখার অনুমতি দিয়েছিল ।

ভারতীয় ছবির উপর নিষাধাজ্ঞা পাকিস্তানে এই প্রথম নয় । সেন্সরশিপের কারণে নিয়মিত বহু ভারতীয় ছবির মুক্তি বাতিলের পাশাপাশি, দুই দেশের রাজনৈতিক পরিবেশের মধ্যে উত্তেজনা তৈরি করে বিশেষত বলিউডের ছবিগুলিকে বন্ধ করা হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি বহু হিন্দি ছবিকে বিভিন্ন কারণে পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে । 'রাজ়ি', 'আইয়ারি' ও 'পরমাণু : দা স্টোরি অফ পোখরান' ছবিগুলিকে বন্ধ করার কারণ হিসেবে পাকিস্তানের মনে হয়েছিল ছবিগুলিতে রাজনৈতিকভাবে আপত্তিকর কন্টেন্ট রয়েছে । 'মুল্ক'-র উপর নিষেধাজ্ঞা জারির কারণ হিসেবে পাকিস্তানের সেন্সর বোর্ড কারণ দেখিয়েছিল যে, ছবিতে ভারতের মুসলিমদেরকে যেভাবে দেখানো হয়েছে তা ঠিক নয় । কোনও সঠিক কারণ ছাড়াই পাকিস্তানে 'প্যাড ম্যান', 'ভির দি ওয়েডিং' ও 'পরি'-কে বন্ধ করা হয়েছিল ।

আজ পার্লামেন্ট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আওয়ান দাবি করেন, তাঁর সরকার কাশ্মীর ইশুকে আন্তর্জাতিকভাবে হাইলাইট করতে অনেক প্রচেষ্টা করেছে । ছবি ছাড়াও অন্যান্য ভারতীয় কালচারাল কন্টেন্টের উপরও পাকিস্তানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

ইসলামাবাদ : পাকিস্তানে ভারতীয় সিনেমা বন্ধ হতে চলেছে । আজ পার্লামেন্ট হাউসের সামনে একটি সাংবাদিক বৈঠকে এমনই জানালেন রাজনীতিবিদ ফিরদৌস আশিক আওয়ান ।

তিনি বলেন, "পাকিস্তানের প্রেক্ষাগৃহগুলিতে দেখানো হবে না কোনও ভারতীয় ছবি ।" ফিরদৌস আশিক আওয়ান পাকিস্তানের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিংয়ের স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দা প্রাইম মিনিস্টার পদে রয়েছেন ।

ভারত সরকারের 370 ধারা প্রত্যাহারের জন্যই এই পদক্ষেপ বলে জানিয়েছেন ফিরদৌস । 370 ধারা জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দিয়েছিল । অভ্যন্তরীণ প্রশাসনের উপর একটি আলাদা সংবিধান, রাষ্ট্রিয় পতাকা ও স্বায়ত্তশাসন রাখার অনুমতি দিয়েছিল ।

ভারতীয় ছবির উপর নিষাধাজ্ঞা পাকিস্তানে এই প্রথম নয় । সেন্সরশিপের কারণে নিয়মিত বহু ভারতীয় ছবির মুক্তি বাতিলের পাশাপাশি, দুই দেশের রাজনৈতিক পরিবেশের মধ্যে উত্তেজনা তৈরি করে বিশেষত বলিউডের ছবিগুলিকে বন্ধ করা হয়েছে ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

সম্প্রতি বহু হিন্দি ছবিকে বিভিন্ন কারণে পাকিস্তানে বন্ধ করে দেওয়া হয়েছে । 'রাজ়ি', 'আইয়ারি' ও 'পরমাণু : দা স্টোরি অফ পোখরান' ছবিগুলিকে বন্ধ করার কারণ হিসেবে পাকিস্তানের মনে হয়েছিল ছবিগুলিতে রাজনৈতিকভাবে আপত্তিকর কন্টেন্ট রয়েছে । 'মুল্ক'-র উপর নিষেধাজ্ঞা জারির কারণ হিসেবে পাকিস্তানের সেন্সর বোর্ড কারণ দেখিয়েছিল যে, ছবিতে ভারতের মুসলিমদেরকে যেভাবে দেখানো হয়েছে তা ঠিক নয় । কোনও সঠিক কারণ ছাড়াই পাকিস্তানে 'প্যাড ম্যান', 'ভির দি ওয়েডিং' ও 'পরি'-কে বন্ধ করা হয়েছিল ।

আজ পার্লামেন্ট হাউসের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় আওয়ান দাবি করেন, তাঁর সরকার কাশ্মীর ইশুকে আন্তর্জাতিকভাবে হাইলাইট করতে অনেক প্রচেষ্টা করেছে । ছবি ছাড়াও অন্যান্য ভারতীয় কালচারাল কন্টেন্টের উপরও পাকিস্তানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

Intro:Body:

Indian cinema ban in Pakistan


Conclusion:
Last Updated : Aug 8, 2019, 6:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.