ETV Bharat / sitara

ভারতীয় সেনাকে স্যালুট বলিউডের - bollywood actor expresses sorrow

ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ ভারতীয় সেনার তিন জন ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে জখম 17 জন জওয়ানেরও মৃত্যু হয়েছে ৷

sdf
sdf
author img

By

Published : Jun 17, 2020, 7:32 AM IST

মুম্বই : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ হন ভারতীয় সেনার তিনজন ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও শহিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ।

অনুপম খের : ভারতীয় সেনার জয় । জয় হিন্দ ।

  • भारतीय सेना की जय। जय हिन्द।🇮🇳

    — Anupam Kher (@AnupamPKher) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতাভ বচ্চন : দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দেন জওয়ানরা । ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানদের স্যালুট । জয় হিন্দ

  • T 3565 - .... ज़रा आँख में भर लो पानी ; जो शहीद हुए हैं उनकी , ज़रा याद करो क़ुर्बानी .. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳they sacrificed their lives to protect our country , to keep us safe and secure. SALUTE Indian Army Officers and Jawans ! JAI HIND

    — Amitabh Bachchan (@SrBachchan) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তুষার কাপুর : শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি ।

হৃত্বিক রোশন : লাদাখে জওয়ানদের শহিদ হওয়া ও যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তা জানতে পেরে খুবই খারাপ লাগছে । শহিদের প্রতি শ্রদ্ধা জানাই । তাঁদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা ।

  • It leaves me with a heavy heart to know of the lives lost in Ladakh & the unrest we are faced with. Our defence stands tall on ground. My highest respect to the martyred in the line of duty. Condolences & prayers for their families. May the departed & living find peace 🙏🏻

    — Hrithik Roshan (@iHrithik) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : গালওয়ান ভ্যালিতে শহিদ একাধিক জওয়ান । এই ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করছি । তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • Deeply saddened by the death of our bravehearts in #GalwanValley. We will forever be indebted to them for their invaluable service to the nation.
    My heartfelt condolences to their families 🙏🏻 pic.twitter.com/tGOGTU61X6

    — Akshay Kumar (@akshaykumar) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিকি কৌশল : গালওয়ান ভ্যালিতে বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য জওয়ানদের স্যালুট জানাই । শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • I salute our bravehearts who fought courageously at the Galwan Valley and made the supreme sacrifice for the honour of our nation. My heartfelt condolences to their families. Jai Hind.

    — Vicky Kaushal (@vickykaushal09) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বরুণ ধাওয়ান : সাহসী জওয়ানদের শহিদ হওয়ার কথা শুনে খুবই খারাপ লাগছে । এই আত্মত্যাগের জন্য তাঁদের কাছে সব সময় ঋণী থাকব আমরা । জয় হিন্দ

  • Heartbroken about the death of our brave soldiers. #GalwanValley. Our defence stands it’s ground. We are forever indebted to the sacrifice of our brave soldiers. #jaihind

    — Varun Dhawan (@Varun_dvn) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ৷ যার জেরে শহিদ হন ভারতীয় সেনার তিন জন ৷ সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, "গালওয়ান ভ্যালিতে সেনা প্রত্যাহারের সময় গতরাতে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে ভারতের একজন আধিকারিক ও দু'জন জওয়ান শহিদ হন ৷" পরে অবশ্য সেনার তরফে জানানো হয়, কমপক্ষে 20 জন সেনা ভারতীয় শহিদ হয়েছেন । নিখোঁজ আরও 10 জন । জখম হয়েছেন একাধিক সেনা ।

মুম্বই : লাদাখে ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় গালওয়ান ভ্যালিতে দু'পক্ষের সংঘর্ষকে ঘিরে শহিদ হন ভারতীয় সেনার তিনজন ৷ গুরুতর জখম হয়েছিলেন 17 জন ৷ ভারতীয় সেনার তরফে জানানো হয়েছে, অতিরিক্ত ঠান্ডার কারণে ওই জখম 17 জনের মৃত্যু হয়েছে ৷ যদিও শহিদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা ৷ এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন বলিউডের একাধিক তারকা ।

অনুপম খের : ভারতীয় সেনার জয় । জয় হিন্দ ।

  • भारतीय सेना की जय। जय हिन्द।🇮🇳

    — Anupam Kher (@AnupamPKher) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অমিতাভ বচ্চন : দেশের সুরক্ষার জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করে দেন জওয়ানরা । ভারতীয় সেনা আধিকারিক ও জওয়ানদের স্যালুট । জয় হিন্দ

  • T 3565 - .... ज़रा आँख में भर लो पानी ; जो शहीद हुए हैं उनकी , ज़रा याद करो क़ुर्बानी .. 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳they sacrificed their lives to protect our country , to keep us safe and secure. SALUTE Indian Army Officers and Jawans ! JAI HIND

    — Amitabh Bachchan (@SrBachchan) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

তুষার কাপুর : শহিদ জওয়ানদের আত্মার শান্তি কামনা করি ।

হৃত্বিক রোশন : লাদাখে জওয়ানদের শহিদ হওয়া ও যে অশান্ত পরিবেশ তৈরি হয়েছে তা জানতে পেরে খুবই খারাপ লাগছে । শহিদের প্রতি শ্রদ্ধা জানাই । তাঁদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা ।

  • It leaves me with a heavy heart to know of the lives lost in Ladakh & the unrest we are faced with. Our defence stands tall on ground. My highest respect to the martyred in the line of duty. Condolences & prayers for their families. May the departed & living find peace 🙏🏻

    — Hrithik Roshan (@iHrithik) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

অক্ষয় কুমার : গালওয়ান ভ্যালিতে শহিদ একাধিক জওয়ান । এই ঘটনায় গভীরভাবে শোকপ্রকাশ করছি । তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • Deeply saddened by the death of our bravehearts in #GalwanValley. We will forever be indebted to them for their invaluable service to the nation.
    My heartfelt condolences to their families 🙏🏻 pic.twitter.com/tGOGTU61X6

    — Akshay Kumar (@akshaykumar) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ভিকি কৌশল : গালওয়ান ভ্যালিতে বীরত্বের সঙ্গে লড়াই করার জন্য জওয়ানদের স্যালুট জানাই । শহিদদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ।

  • I salute our bravehearts who fought courageously at the Galwan Valley and made the supreme sacrifice for the honour of our nation. My heartfelt condolences to their families. Jai Hind.

    — Vicky Kaushal (@vickykaushal09) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

বরুণ ধাওয়ান : সাহসী জওয়ানদের শহিদ হওয়ার কথা শুনে খুবই খারাপ লাগছে । এই আত্মত্যাগের জন্য তাঁদের কাছে সব সময় ঋণী থাকব আমরা । জয় হিন্দ

  • Heartbroken about the death of our brave soldiers. #GalwanValley. Our defence stands it’s ground. We are forever indebted to the sacrifice of our brave soldiers. #jaihind

    — Varun Dhawan (@Varun_dvn) June 16, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গতকাল লাদাখের ভারত-চিন নিয়ন্ত্রণরেখায় নতুন করে উত্তেজনা তৈরি হয় ৷ যার জেরে শহিদ হন ভারতীয় সেনার তিন জন ৷ সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, "গালওয়ান ভ্যালিতে সেনা প্রত্যাহারের সময় গতরাতে সংঘর্ষ বাধে ৷ সংঘর্ষে ভারতের একজন আধিকারিক ও দু'জন জওয়ান শহিদ হন ৷" পরে অবশ্য সেনার তরফে জানানো হয়, কমপক্ষে 20 জন সেনা ভারতীয় শহিদ হয়েছেন । নিখোঁজ আরও 10 জন । জখম হয়েছেন একাধিক সেনা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.