ETV Bharat / sitara

"কোন পৃথিবীতে এই দানবরা এক অল্পবয়সির জীবন নষ্ট করার কথা ভাবতে পারে"

author img

By

Published : Oct 1, 2020, 9:09 PM IST

একের পর ধর্ষণের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে । বলরামপুরের ঘটনায় সোশাল মিডিয়ায় সরব হলেন অনুষ্কা শর্মা ।

asd
asd

মুম্বই : হাথরসের পর বলরামপুর । একের পর ধর্ষণের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে । বলরামপুরের ঘটনায় সোশাল মিডিয়ায় সরব হলেন অনুষ্কা শর্মা ।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন অনুষ্কা । লেখেন, ’’রেশ কাটতে না কাটতেই আমরা আবার একটি নৃশংস ধর্ষণের কথা শুনলাম । কোন পৃথিবীতে এই দানবরা এক অল্পবয়সির জীবন নষ্ট করার কথা ভাবতে পারে । এটা আমার বোধগম্যের বাইরে । খুবই হতাশাজনক ! এ ধরনের মানুষের মনে কি কোনও ভয় থাকে । আমরা কীভাবে একটি সমাজ হিসেবে তাদের মধ্যে ভয় তৈরি করব এবং আমাদের মহিলাদের রক্ষা করব ? #নোমারসিফররেপিস্ট # বলরামপুর ।"

asd
অনুষ্কার পোস্ট

হাথরসে যুবতিকে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ । এরই মধ্যে সামনে আসে বলরামপুরের ঘটনা । এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে বলরামপুর জেলা পুলিশের একাংশের বিরুদ্ধে । তবে ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তৎপর হয় প্রশাসন । নির্যাতিতার পরিবারকে সরকারের তরফে 6 লাখ 18 হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় ।

ইতিমধ্যেই শাহিদ ও সাহিল নামে দুই অভিযুক্তকে গ্রপ্তার করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি ঘটনাস্থান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক দল ।

মুম্বই : হাথরসের পর বলরামপুর । একের পর ধর্ষণের ঘটনা ঘটছে উত্তরপ্রদেশে । বলরামপুরের ঘটনায় সোশাল মিডিয়ায় সরব হলেন অনুষ্কা শর্মা ।

ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট করেন অনুষ্কা । লেখেন, ’’রেশ কাটতে না কাটতেই আমরা আবার একটি নৃশংস ধর্ষণের কথা শুনলাম । কোন পৃথিবীতে এই দানবরা এক অল্পবয়সির জীবন নষ্ট করার কথা ভাবতে পারে । এটা আমার বোধগম্যের বাইরে । খুবই হতাশাজনক ! এ ধরনের মানুষের মনে কি কোনও ভয় থাকে । আমরা কীভাবে একটি সমাজ হিসেবে তাদের মধ্যে ভয় তৈরি করব এবং আমাদের মহিলাদের রক্ষা করব ? #নোমারসিফররেপিস্ট # বলরামপুর ।"

asd
অনুষ্কার পোস্ট

হাথরসে যুবতিকে গণধর্ষণের ঘটনায় উত্তাল গোটা দেশ । এরই মধ্যে সামনে আসে বলরামপুরের ঘটনা । এদিকে এই ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগ ওঠে বলরামপুর জেলা পুলিশের একাংশের বিরুদ্ধে । তবে ঘটনাটি সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই তৎপর হয় প্রশাসন । নির্যাতিতার পরিবারকে সরকারের তরফে 6 লাখ 18 হাজার টাকা ক্ষতিপূরণ হিসেবে দেওয়া হয় ।

ইতিমধ্যেই শাহিদ ও সাহিল নামে দুই অভিযুক্তকে গ্রপ্তার করা হয়েছে । তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ । পাশাপাশি ঘটনাস্থান থেকে বেশ কিছু নমুনাও সংগ্রহ করেছে ফরেনসিক দল ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.