ETV Bharat / sitara

লকডাউনে সমুদ্র সৈকতকে মিস করছেন ইলিয়ানা - ileana misses the beach in lockdown

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন ইলিয়ানা । সেখানে সাদা সুইমসুট পরে ইয়টের উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "সমুদ্র সৈকতকে মিস করছি..."।

df
dfg
author img

By

Published : May 22, 2020, 11:46 AM IST

মুম্বই : লকডাউনের জেরে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাদ যাননি ইলিয়ানা ডিক্রুজ়ও । আর ঘরে বসে এখন সমুদ্র সৈকতকে খুবই মিস করছেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন ইলিয়ানা । সেখানে সাদা সুইমসুট পরে ইয়টের উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "সমুদ্র সৈকতকে মিস করছি..."।

এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতেও মেক্সিকোতে ঘুরতে যাওয়ার ভিডিয়ো পোস্ট করেন ইলিয়ানা । সমুদ্র সৈকতের পাশাপাশি ঘুরতে যাওয়াকেও যে তিনি মিস করছেন সেটা অবশ্য তাঁর ওই পোস্ট থেকেই স্পষ্ট ।

এর আগে মা সমীরা ডিক্রুজ়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন ইলিয়ানা । সেখানে ক্যামেরার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন তাঁরা ।

কাজের দিক থেকে 'দা বিগ বুল' ছবিতে দেখা যাবে ইলিয়ানাকে । সেখানে অজয় দেবগন ও অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । সব ঠিক থাকলে 23 অক্টোবর মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : লকডাউনের জেরে এখন গৃহবন্দী সবাই । হোম কোয়ারানটিনে রয়েছেন তারকারা । বাদ যাননি ইলিয়ানা ডিক্রুজ়ও । আর ঘরে বসে এখন সমুদ্র সৈকতকে খুবই মিস করছেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি পুরোনো ছবি পোস্ট করেন ইলিয়ানা । সেখানে সাদা সুইমসুট পরে ইয়টের উপর শুয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে । আর ছবির ক্যাপশনে লেখেন, "সমুদ্র সৈকতকে মিস করছি..."।

এছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতেও মেক্সিকোতে ঘুরতে যাওয়ার ভিডিয়ো পোস্ট করেন ইলিয়ানা । সমুদ্র সৈকতের পাশাপাশি ঘুরতে যাওয়াকেও যে তিনি মিস করছেন সেটা অবশ্য তাঁর ওই পোস্ট থেকেই স্পষ্ট ।

এর আগে মা সমীরা ডিক্রুজ়ের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করেছিলেন ইলিয়ানা । সেখানে ক্যামেরার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে একে অপরকে জড়িয়ে ধরেছিলেন তাঁরা ।

কাজের দিক থেকে 'দা বিগ বুল' ছবিতে দেখা যাবে ইলিয়ানাকে । সেখানে অজয় দেবগন ও অভিষেক বচ্চনের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন তিনি । সব ঠিক থাকলে 23 অক্টোবর মুক্তি পাবে ছবিটি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.