ETV Bharat / sitara

রাজ কাপুরের স্মৃতি রক্ষায় গোদরেজকে বিশেষ আর্জি IFTDA-র

author img

By

Published : May 6, 2019, 10:57 PM IST

Updated : May 6, 2019, 11:23 PM IST

গোদরেজ প্রপার্টিজ় কিনে নিয়েছে আর.কে.স্টুডিয়ো। সেখানে রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের সঙ্গে থাকবে রিটেল শপ। তবে এত কিছুর মাঝেও কোথাও যাতে লেজেন্ডারি রাজ কাপুরের স্মৃতি বেঁচে থাকতে পারে তাই জন্য গোদরেজকে বিশেষ আর্জি জানাল IFTDA। তারা অনুরোধ করল যেন একটু জায়গা বাঁচিয়ে একটা মিউজ়িয়াম তৈরি করার কথা ভাবে গোদরেজ।

আর.কে.স্টুডিয়ো

IFTDA অর্থাৎ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, তাদের একটি অফিশিয়াল স্টেটমেন্টে জানিয়েছে, "পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এটা আমাদের বিনীত অনুরোধ গোদরেজকে...আমরা চাই মোটামুটি ৩৩০০০ স্কোয়ার মিটার জায়গা বাঁচিয়ে ওরা যেন রাজ কাপুরকে নিয়ে একটি মিউজ়িয়াম তৈরি করে।"

পরবর্তী প্রজন্মের কাছে রাজ কাপুরের গুরুত্ব বোঝাতে এটা একটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করে IFTDA। সেই স্টেটমেন্টে তারা এটাও জানিয়েছে যে, "এই কালজয়ী জিনিয়াসকে যেন একটু শ্রদ্ধা জানানো যায়। তার কাজ, তার উদারতাকে যেন একটু সম্মান জানানো যায়। আমরা চাই ওরা একটু ভাবুক আমাদের এই প্রস্তাবটা নিয়ে।"

আরও পড়ুন : বিক্রি হয়ে গেল আরকে স্টুডিয়ো, ভেঙে হবে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স

এই মিউজ়িয়াম তৈরি করতে যাবতীয় সাহায্য করবে IFTDA, সেই স্টেটমেন্টেই বলেছে তারা। তারা চায় যেন একটি আন্তর্জাতিক মানের মিউজ়িয়াম তৈরি হয় আর.কে. স্টুডিয়োর নতুন নির্মাণ পরিকল্পনায়।

IFTDA অর্থাৎ ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টেলিভিশন ডিরেক্টর্স অ্যাসোসিয়েশন, তাদের একটি অফিশিয়াল স্টেটমেন্টে জানিয়েছে, "পুরো ফিল্ম ইন্ডাস্ট্রির পক্ষ থেকে এটা আমাদের বিনীত অনুরোধ গোদরেজকে...আমরা চাই মোটামুটি ৩৩০০০ স্কোয়ার মিটার জায়গা বাঁচিয়ে ওরা যেন রাজ কাপুরকে নিয়ে একটি মিউজ়িয়াম তৈরি করে।"

পরবর্তী প্রজন্মের কাছে রাজ কাপুরের গুরুত্ব বোঝাতে এটা একটা প্রয়োজনীয় পদক্ষেপ বলে মনে করে IFTDA। সেই স্টেটমেন্টে তারা এটাও জানিয়েছে যে, "এই কালজয়ী জিনিয়াসকে যেন একটু শ্রদ্ধা জানানো যায়। তার কাজ, তার উদারতাকে যেন একটু সম্মান জানানো যায়। আমরা চাই ওরা একটু ভাবুক আমাদের এই প্রস্তাবটা নিয়ে।"

আরও পড়ুন : বিক্রি হয়ে গেল আরকে স্টুডিয়ো, ভেঙে হবে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স

এই মিউজ়িয়াম তৈরি করতে যাবতীয় সাহায্য করবে IFTDA, সেই স্টেটমেন্টেই বলেছে তারা। তারা চায় যেন একটি আন্তর্জাতিক মানের মিউজ়িয়াম তৈরি হয় আর.কে. স্টুডিয়োর নতুন নির্মাণ পরিকল্পনায়।

Intro:রত্নাকরীর দেওয়া শরবত পান করে কি হতে চলেছে তারার

অমিত চক্রবর্তী, কলকাতা: সম্প্রতি চ্যানেলের তরফ থেকে নিশির ডাক ধারাবাহিকের নতুন যে প্রোমোটি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছ, নিশির গুরু রত্নাকারী মায়ের কাছে তারা পৌঁছে গেছে। সেখানে গিয়ে রত্নাকারী মায়ের মন্ত্র জপে তারা কে বশ করে রাখা হয়েছে। এবং তাকে একটা শরবত পান করার জন্য দেওয়া হয়। কি লুকিয়ে রয়েছে এই শরবতে, আর কিভাবে তারা রত্নাকারী মায়ের কাছে পৌঁছাতে পারল সেটা একটা রহস্য।তবে এবার গল্পে আসতে চলেছে একটা নতুন মোড় তার কারণ, এতদিন নিশি শ্রীময়ী ও রুদ্রর, সংসারে রূপ বদল করে প্রবেশ করেছিল যেখানে সে নিজেকে পলাশের স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছিল। কিন্তু এবার তার আসল পরিচয় পলাশ জেনে ফেলেছে শ্রীময়ী মতন। এবং পলাশ যে কোনভাবেই তাকে অঘোরনাথ তান্ত্রিক ও তার গুরু রত্নাকারী মায়ের কাছ থেকে মুক্তি দিতে চায়।কিন্তু অন্যদিকে নিশি যেকোন মূল্যেই অমরত্ব লাভ করতে তারা কে অঘোরনাথ তান্ত্রিক এর কাছে পৌঁছে যে চায় আর সব মিলিয়ে পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে, নিশি যাকে এতদিন তার স্বামী হিসেবে পরিচয় দিয়েছিল সেই পলাশ কে মেরে ফেলতে চলেছে। ধারাবাহিকের শুরুর দিন থেকে না থাকলেও নিশির স্বামী হিসেবে সিদ্ধার্থ শংকর রায় ওরফে পলাশ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করতে পেরেছিলেন। তবে এবার তার চরিত্রের সমাপ্তি ঘটছে। গল্প আর কোন কোন দিকে মোড় নিতে পারে,সেটা জানতে ইটিভি ভারত পৌছে গেছিল নিশির ডাক ধারাবাহিকের শুটিং ফ্লোরে যেখানে গিয়ে আমরা কথা বলেছিলাম ধারাবাহিকের প্রধান চারজন চরিত্রের সঙ্গে।


Body:


Conclusion:
Last Updated : May 6, 2019, 11:23 PM IST

For All Latest Updates

TAGGED:

Mega serial
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.