ETV Bharat / sitara

আরাধ্যার 9 বছর, ঈশ্বরকে ধন্যবাদ জানালেন ঐশ্বরিয়া - ঐশ্বরিয়া রাই বচ্চনের খবর

আজ আরাধ্যার 9 বছরের জন্মদিন । মাতৃত্বের এই অপার সুখ লাভ করে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন ঐশ্বরিয়া রাই বচ্চন ।

Aishwrya Rai bachchan on Aradhya's birthday
Aishwrya Rai bachchan on Aradhya's birthday
author img

By

Published : Nov 17, 2020, 4:22 PM IST

মুম্বই : আরাধ্যা আসার পর থেকে ঐশ্বরিয়ার জীবন একেবারে বদলে গেছে । অভিনেত্রীদের ব্যস্ত, গ্ল্যামারাস গতিময় জীবন থেকে আজ অনেকটাই সরে গেছেন তিনি । মা হওয়ার পর কাজ করেছেন হয়তো, তবে ঐশ্বরিয়ার জীবনের প্রধান প্রায়োরিটি এখন আরাধ্যাই, বাকি সব পিছনে ।

আজ আরাধ্যার 9 বছরের জন্মদিন । এই বিশেষ দিনে ঈশ্বরকে ধন্য়বাদ জানিয়েছেন ঐশ্বরিয়া । আজ ঈশ্বরের কৃপাতেই মাতৃত্বের অপার সুখ উপভোগ করছেন তিনি । আজ তাঁর প্রতিটা নিশ্বাস আরাধ্যার জন্য ।

অভিনেত্রী লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা,আমার জীবনের চূড়ান্ত প্রেম, আমার ডার্লিং, আমার পরী আরাধ্যাকে । আমি তোমায় ভালোবাসি, অসীম ও নিঃস্বর্তভাবে ।" ঐশ্বরিয়ার লেখা প্রতিটা শব্দ মনে গেঁথে গেছে নেটিজেনদের ।

দেখে নিন তাঁর পোস্ট...

মুম্বই : আরাধ্যা আসার পর থেকে ঐশ্বরিয়ার জীবন একেবারে বদলে গেছে । অভিনেত্রীদের ব্যস্ত, গ্ল্যামারাস গতিময় জীবন থেকে আজ অনেকটাই সরে গেছেন তিনি । মা হওয়ার পর কাজ করেছেন হয়তো, তবে ঐশ্বরিয়ার জীবনের প্রধান প্রায়োরিটি এখন আরাধ্যাই, বাকি সব পিছনে ।

আজ আরাধ্যার 9 বছরের জন্মদিন । এই বিশেষ দিনে ঈশ্বরকে ধন্য়বাদ জানিয়েছেন ঐশ্বরিয়া । আজ ঈশ্বরের কৃপাতেই মাতৃত্বের অপার সুখ উপভোগ করছেন তিনি । আজ তাঁর প্রতিটা নিশ্বাস আরাধ্যার জন্য ।

অভিনেত্রী লিখেছেন, "জন্মদিনের অনেক শুভেচ্ছা,আমার জীবনের চূড়ান্ত প্রেম, আমার ডার্লিং, আমার পরী আরাধ্যাকে । আমি তোমায় ভালোবাসি, অসীম ও নিঃস্বর্তভাবে ।" ঐশ্বরিয়ার লেখা প্রতিটা শব্দ মনে গেঁথে গেছে নেটিজেনদের ।

দেখে নিন তাঁর পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.