মুম্বই : কয়েকদিন আগে মুম্বইকে 'পাকিস্তান অধিকৃত কাশ্মীর'-এর সঙ্গে তুলনা করেছিলেন কঙ্গনা রানাওয়াত । তারপর থেকেই একের পর এক হুমকি পাচ্ছেন তিনি । কারও মতে মুম্বইকে ভয় লাগলে উনি অন্য দেশে গিয়ে থাকতে পারেন । কেউ আবার তাঁকে মুম্বইতে ঢুকতে না দেওয়ার পক্ষে সরব হয়েছিলেন । এদিকে কঙ্গনাকে গতকাল গালিগালাজও করেন শিবসেনা নেতা সঞ্জয় রাউত । এধরনের মন্তব্যের পর আজ তাঁকে পালটা দেন কঙ্গনা ।
সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেন কঙ্গনা । সেখানে তিনি লেখেন, "সঞ্জয় রাউতজি আপনি আমাকে অসম্মান করেছেন । একজন মন্ত্রী হওয়ার ফলে আপনি ভালো করেই জানেন যে প্রতি ঘণ্টায় কতজন মহিলাকে ধর্ষণ করা হচ্ছে । কতজন মহিলাকে হেনস্থা করা হচ্ছে । তাঁদের শরীর কেটে অ্যাসিড ঢেলে দেওয়া হচ্ছে । গালিগালাজ করা হচ্ছে, তাঁদের অপমান করা হচ্ছে । জানেন এর জন্য কারা দায়ি ? এর জন্য দায়ি মানসিকতা । যে মানসিকতা গোটা বিশ্বের সামনে আপনি তুলে ধরেছেন, এর জন্যই মহিলাদের ভুগতে হচ্ছে । এর জন্য আপনাকে দেশের কোনও মহিলাই ক্ষমা করবেন না । যারা মহিলাদের উপর অত্যাচার করে তাদের আপনি শক্তি জুগিয়েছেন ।"
এরপর তিনি আরও বলেন, "আমির খানজি যখন বলেছিলেন এই দেশে থাকতে আমার ভয় লাগে তখন তো কেউ তাঁকে অসম্মান করেনি । নাসিরুদ্দিন শাহজিও বলেছিলেন, তখনও তাঁকে কেউ অসম্মান করেনি । আমি সব সময় মুম্বই পুলিশের প্রশংসা করেছি । আমার যে কোনও পুরোনো সাক্ষাৎকারে দেখে নিন । কিন্তু, পালগড়ে যে সাধুদের পিটিয়ে খুন করা হল তার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হল না । এদিকে সুশান্তের বাবার FIR নেওয়া হয়নি, আমার বয়ান নিতে চায়নি । তো যখন আমি এই প্রশাসনের নিন্দা করি সেটা আমার বাক স্বাধীনতা মাধ্যমে ।"
-
संजय जी मुझे अभिव्यक्ति की पूरी आज़ादी है
— Kangana Ranaut (@KanganaTeam) September 6, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
मुझे अपने देश में कहीं भी जाने की आज़ादी है ।
मैं आज़ाद हूँ । pic.twitter.com/773n8XDESI
">संजय जी मुझे अभिव्यक्ति की पूरी आज़ादी है
— Kangana Ranaut (@KanganaTeam) September 6, 2020
मुझे अपने देश में कहीं भी जाने की आज़ादी है ।
मैं आज़ाद हूँ । pic.twitter.com/773n8XDESIसंजय जी मुझे अभिव्यक्ति की पूरी आज़ादी है
— Kangana Ranaut (@KanganaTeam) September 6, 2020
मुझे अपने देश में कहीं भी जाने की आज़ादी है ।
मैं आज़ाद हूँ । pic.twitter.com/773n8XDESI
সবশেষে সঞ্জয় রাউতের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন কঙ্গনা । বলেন, "আমি মহারাষ্ট্র পুলিশের নিন্দা করি, সঞ্জয়জি আমি আপনারও নিন্দা করি । আপনি মহারাষ্ট্র নন । তো আপনি এটা বলতে পারেন না যে আমি মহারাষ্ট্রর নিন্দা করেছি । আমি 9 সেপ্টেম্বর মুম্বই যাচ্ছি । আপনার লোক বলেছে যে আমার মুখ ভেঙে দেবে । আমাকে মেরে ফেলবে । আপনারা করুন এটা । কারণ এই দেশের মাটি তৈরি হয়েছে বহু মানুষের ত্যাগের মাধ্যমে । 9 সেপ্টেম্বর দেখা হবে । জয় হিন্দ । জয় মহারাষ্ট্র ।"