ETV Bharat / sitara

বাড়ি ফিরলেন রেমো ডিসুজ়া - রেমো ডিসুজ়া

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রেমো ডিসুজ়া । নিজেই সোশাল মিডিয়ায় খবরটি শেয়ার করেছেন রেমো ।

Remo discharged from hospital
Remo discharged from hospital
author img

By

Published : Dec 19, 2020, 10:24 AM IST

মুম্বই : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রেমো ডিসুজ়া । এই খবর শুনে ভেঙে পড়েছিলেন বি-টাউনের সদস্যরা । সবাই এই কোরিওগ্রাফার-ডিরেক্টরের আরোগ্য কামনা করতে থাকেন । সবার ভালোবাসায় বাড়ি ফিরলেন রেমো ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । 'ওয়েলকাম হোম' লেখা বেলুনের মধ্যে দিয়ে বেরিয়ে আসছেন রেমো, ঠিক যেন হিরোর মতো । অসুস্থতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি, তিনি ফের নিজের শক্ত পায়ে দাঁড়িয়েছেন ।

ক্যাপশনে রেমো লিখেছেন, "আপনাদের এত ভালোবাসা, প্রার্থনা আর আশীর্বাদের জন্য ধন্যবাদ । আমি ফিরে এসেছি ।" রেমোর প্রত্যাবর্তনে টেরেন্স লুইস, মোহন শক্তি, গুরু রন্ধাওয়া, ভারতী সিংয়ের মতো একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন ।

দেখে নিন তাঁর ভিডিয়ো...

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি ছিলেন রেমো ডিসুজ়া । বেশ কয়েকদিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

মুম্বই : হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভরতি হয়েছিলেন রেমো ডিসুজ়া । এই খবর শুনে ভেঙে পড়েছিলেন বি-টাউনের সদস্যরা । সবাই এই কোরিওগ্রাফার-ডিরেক্টরের আরোগ্য কামনা করতে থাকেন । সবার ভালোবাসায় বাড়ি ফিরলেন রেমো ।

সোশাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি । 'ওয়েলকাম হোম' লেখা বেলুনের মধ্যে দিয়ে বেরিয়ে আসছেন রেমো, ঠিক যেন হিরোর মতো । অসুস্থতা তাঁকে দমিয়ে রাখতে পারেনি, তিনি ফের নিজের শক্ত পায়ে দাঁড়িয়েছেন ।

ক্যাপশনে রেমো লিখেছেন, "আপনাদের এত ভালোবাসা, প্রার্থনা আর আশীর্বাদের জন্য ধন্যবাদ । আমি ফিরে এসেছি ।" রেমোর প্রত্যাবর্তনে টেরেন্স লুইস, মোহন শক্তি, গুরু রন্ধাওয়া, ভারতী সিংয়ের মতো একাধিক তারকা শুভেচ্ছা জানিয়েছেন ।

দেখে নিন তাঁর ভিডিয়ো...

হৃদরোগে আক্রান্ত হয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভরতি ছিলেন রেমো ডিসুজ়া । বেশ কয়েকদিন আইসিইউ-তে চিকিৎসাধীন ছিলেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.