ETV Bharat / sitara

"চিন্টু আঙ্কেলের জন্য 'হাম তুম' আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে" - Hum Tum

16 বছর আগে মুক্তি পেয়েছিল 'হাম তুম'। অভিনয় করেছিলেন রানি মুখার্জি, সইফ আলি খান ও ঋষি কাপুর । ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা কেমন ছিল ? জানালেন রানি ।

sdf
gf
author img

By

Published : May 28, 2020, 1:01 PM IST

মুম্বই : 2004 সালে আজকের দিনে মুক্তি পেয়েছিল কুণাল কোহলি পরিচালিত ছবি 'হাম তুম'। অভিনয় করেছিলেন রানি মুখার্জি, সইফ আলি খান ও ঋষি কাপুর । কেমন ছিল ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা ? 16 বছর পর সেই স্মৃতিচারণা করলেন রানি ।

IANS-কে রানি বলেন, "চিন্টু আঙ্কেল (ঋষি কাপুর) এই ছবিতে অভিনয় করেছিলেন বলে সারাজীবন এই ছবি স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে । আমস্টারডামে শুটিংয়ের দিনগুলোর কথা এখনও পরিষ্কার মনে আছে আমার । চিন্টু আঙ্কেলের মৃত্যুর আগে যখন আমার সঙ্গে দেখা হয়েছিল তখনও 'হাম তুম'-এর শুটিং নিয়ে কথা বলেছিলাম । আমস্টারডামে শুটিংয়ের দিনগুলো নিয়েও কথা হয় । আর এটা এমন একটা প্রথম ছবি যেখানে সইফের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । এর আগে পর্যন্ত মুখ্য চরিত্রে দেখা যেত তাঁকে ।"

ঋষি কাপুরের বড় ভক্ত রানি । বলেন, "আমস্টারডামের যে বাড়িতে আমরা শুটিং করছিলাম সেখানে কাঠের মেঝে ছিল । আর চিন্টু আঙ্কেল ঘরের মধ্যে হাঁটার সঙ্গে সঙ্গেই আওয়াজ হচ্ছিল । সেই কারণে বার বার টেক নিতে হচ্ছিল তাঁকে । এতে খুবই বিরক্ত হয়ে যান তিনি । কারণ কোনও দৃশ্যর জন্য একবারও টেক নিতে হত না টিন্টু আঙ্কেলকে । আর সেখানে কাঠের আওয়াজের জন্য এতবার টেক নিচ্ছিলেন তিনি । শুটিং শেষে চিন্টু আঙ্কেলের সঙ্গে অনেক গল্প করতাম । তাঁর বড় ভক্ত আমি । তাই তাঁর মৃত্যুতে আমার খুবই ক্ষতি হয়েছে ।"

মুম্বই : 2004 সালে আজকের দিনে মুক্তি পেয়েছিল কুণাল কোহলি পরিচালিত ছবি 'হাম তুম'। অভিনয় করেছিলেন রানি মুখার্জি, সইফ আলি খান ও ঋষি কাপুর । কেমন ছিল ঋষি কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা ? 16 বছর পর সেই স্মৃতিচারণা করলেন রানি ।

IANS-কে রানি বলেন, "চিন্টু আঙ্কেল (ঋষি কাপুর) এই ছবিতে অভিনয় করেছিলেন বলে সারাজীবন এই ছবি স্মরণীয় হয়ে থাকবে আমার কাছে । আমস্টারডামে শুটিংয়ের দিনগুলোর কথা এখনও পরিষ্কার মনে আছে আমার । চিন্টু আঙ্কেলের মৃত্যুর আগে যখন আমার সঙ্গে দেখা হয়েছিল তখনও 'হাম তুম'-এর শুটিং নিয়ে কথা বলেছিলাম । আমস্টারডামে শুটিংয়ের দিনগুলো নিয়েও কথা হয় । আর এটা এমন একটা প্রথম ছবি যেখানে সইফের বাবার চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । এর আগে পর্যন্ত মুখ্য চরিত্রে দেখা যেত তাঁকে ।"

ঋষি কাপুরের বড় ভক্ত রানি । বলেন, "আমস্টারডামের যে বাড়িতে আমরা শুটিং করছিলাম সেখানে কাঠের মেঝে ছিল । আর চিন্টু আঙ্কেল ঘরের মধ্যে হাঁটার সঙ্গে সঙ্গেই আওয়াজ হচ্ছিল । সেই কারণে বার বার টেক নিতে হচ্ছিল তাঁকে । এতে খুবই বিরক্ত হয়ে যান তিনি । কারণ কোনও দৃশ্যর জন্য একবারও টেক নিতে হত না টিন্টু আঙ্কেলকে । আর সেখানে কাঠের আওয়াজের জন্য এতবার টেক নিচ্ছিলেন তিনি । শুটিং শেষে চিন্টু আঙ্কেলের সঙ্গে অনেক গল্প করতাম । তাঁর বড় ভক্ত আমি । তাই তাঁর মৃত্যুতে আমার খুবই ক্ষতি হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.