ETV Bharat / sitara

হৃতিকের নতুন ফ্ল্যাটের ভাড়া শুনলে চোখ কপালে উঠবে ! - হৃতিক রোশনের খবর

জুহুতে সদ্য একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হৃতিক রোশন । জুহুর ইস্কন মন্দিরের কাছে নাকি সেই ফ্ল্যাট । বিলাসবহুল সেই ফ্ল্যাটের মাসিক ভাড়া জানেন ?

Hrithik roshan new flat
Hrithik roshan new flat
author img

By

Published : Jul 2, 2020, 9:02 AM IST

মুম্বই : জুহুতে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হৃতিক রোশন । এরকম খবর তো মাঝেমধ্যেই শোনা যায় । তবে নতুনত্ব কী ? নতুনত্ব ফ্ল্যাটের ভাড়ায় । এক বিশাল অঙ্কের মাসিক ভাড়া দিচ্ছেন হৃত্বিক এই ফ্ল্যাটের জন্য ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, প্রতি মাসে 8.25 লক্ষ টাকা ভাড়া গুনছেন হৃতিক । মোট পাঁচ বছরের জন্য তিনি ভাড়া নিয়েছেন এই ফ্ল্যাট, 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ, 2025 পর্যন্ত ।

Hrithik roshan new flat
.

সেই সংবাদমাধ্যম সূত্রে এটাও জানা যাচ্ছে যে, চুক্তি অনুযায়ী তিন বছর পর আরও বাড়বে ভাড়া । তখন হৃতিককে 9 লক্ষ টাকা দিতে হবে এই ফ্ল্যাটের জন্য ।

হৃতিকের সঙ্গে নাকি এই একই বিল্ডিংয়ে থাকেন অক্ষয় কুমার । কারণ জনতা কারফিউয়ের দিন দুই তারকাকে একসঙ্গে দেখা গেছিল ।

Hrithik roshan new flat
.

এখন কী কাজ করার কথা রয়েছে হৃতিকের ? শোনা যাচ্ছে 'কৃষ 4' নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়েছে । এছাড়াও দীপিকা পাড়ুকোন প্রযোজিত মহাভারত অবলম্বনে তৈরি ছবিতে কৃষ্ণের ভূমিকায় থাকবেন হৃতিক । তবে কোনওটাই নিশ্চিত খবর নয়...

মুম্বই : জুহুতে নতুন ফ্ল্যাট ভাড়া নিয়েছেন হৃতিক রোশন । এরকম খবর তো মাঝেমধ্যেই শোনা যায় । তবে নতুনত্ব কী ? নতুনত্ব ফ্ল্যাটের ভাড়ায় । এক বিশাল অঙ্কের মাসিক ভাড়া দিচ্ছেন হৃত্বিক এই ফ্ল্যাটের জন্য ।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে যে, প্রতি মাসে 8.25 লক্ষ টাকা ভাড়া গুনছেন হৃতিক । মোট পাঁচ বছরের জন্য তিনি ভাড়া নিয়েছেন এই ফ্ল্যাট, 1 এপ্রিল 2020 থেকে 31 মার্চ, 2025 পর্যন্ত ।

Hrithik roshan new flat
.

সেই সংবাদমাধ্যম সূত্রে এটাও জানা যাচ্ছে যে, চুক্তি অনুযায়ী তিন বছর পর আরও বাড়বে ভাড়া । তখন হৃতিককে 9 লক্ষ টাকা দিতে হবে এই ফ্ল্যাটের জন্য ।

হৃতিকের সঙ্গে নাকি এই একই বিল্ডিংয়ে থাকেন অক্ষয় কুমার । কারণ জনতা কারফিউয়ের দিন দুই তারকাকে একসঙ্গে দেখা গেছিল ।

Hrithik roshan new flat
.

এখন কী কাজ করার কথা রয়েছে হৃতিকের ? শোনা যাচ্ছে 'কৃষ 4' নিয়ে ইতিমধ্যেই কথাবার্তা শুরু হয়েছে । এছাড়াও দীপিকা পাড়ুকোন প্রযোজিত মহাভারত অবলম্বনে তৈরি ছবিতে কৃষ্ণের ভূমিকায় থাকবেন হৃতিক । তবে কোনওটাই নিশ্চিত খবর নয়...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.