ETV Bharat / sitara

এপ্রিলেই শুরু শুটিং, হোটেল ম্যানেজারের চরিত্রে হৃতিক - হৃতিক রোশনের খবর

'দ্য নাইট ম্যানেজার'-এর হিন্দি রিমেকে হৃতিক রোশন । এপ্রিলেই শুরু হবে শুটিং ।

Hrithik Roshan The new manager
Hrithik Roshan The new manager
author img

By

Published : Jan 30, 2021, 12:35 PM IST

মুম্বই : 1993 সালে ব্রিটিশ লেখক জন লে ক্যার একটি উপন্যাস লেখেন 'দ্য নাইট ম্যানেজার' । একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার, যে কিনা আসলে এক গুপ্তচর । এক অস্ত্র পাচারকারীকে ফাঁদে ফেলার জন্য সরকার থেকে তাকে নিয়োগ করা হয়েছে । এমনই একটি টানটান প্লটে ম্যানেজার রূপে দেখা যাবে হৃতিক রোশনকে ।

এপ্রিল থেকেই শুরু হবে এই স্পাই থ্রিলারের শুটিং । আপাতত মুম্বইয়ের দৃশ্যগুলো শুট করা হবে । বিদেশে যাতায়াত করা আর একটু সহজ হলে একাধিক ইন্টারন্যাশনাল লোকেশন জুড়ে শুটিং হবে ।

শোনা যাচ্ছে, ডিজ়নি হটস্টারে 'দ্য নাইট ম্যানেজার'-এর প্রিমিয়ার হবে । অর্থাৎ সিনেমা হলে রিলিজ় না করে ওটিটি-তেই মুক্তি পাবে ছবিটি । তবে এই খবরের কোনও কনফার্মেশন পাওয়া যায়নি এখনও ।

2016 সালে সুজ়ান বিয়ার 'দ্য নাইট ম্যানেজার' উপন্যাসটি অবলম্বনে একটি সিরিজ় তৈরি করেছিলেন । সেখানে টম হিডলস্টন হোটেলের ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন ।

সন্দীপ মোদি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন বাণিজয় আসিয়া । এর আগে হটস্টারের অরিজিনাল সিরিজ় 'আর্যা'-তে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন সন্দীপ ।

মুম্বই : 1993 সালে ব্রিটিশ লেখক জন লে ক্যার একটি উপন্যাস লেখেন 'দ্য নাইট ম্যানেজার' । একটি বিলাসবহুল হোটেলের ম্যানেজার, যে কিনা আসলে এক গুপ্তচর । এক অস্ত্র পাচারকারীকে ফাঁদে ফেলার জন্য সরকার থেকে তাকে নিয়োগ করা হয়েছে । এমনই একটি টানটান প্লটে ম্যানেজার রূপে দেখা যাবে হৃতিক রোশনকে ।

এপ্রিল থেকেই শুরু হবে এই স্পাই থ্রিলারের শুটিং । আপাতত মুম্বইয়ের দৃশ্যগুলো শুট করা হবে । বিদেশে যাতায়াত করা আর একটু সহজ হলে একাধিক ইন্টারন্যাশনাল লোকেশন জুড়ে শুটিং হবে ।

শোনা যাচ্ছে, ডিজ়নি হটস্টারে 'দ্য নাইট ম্যানেজার'-এর প্রিমিয়ার হবে । অর্থাৎ সিনেমা হলে রিলিজ় না করে ওটিটি-তেই মুক্তি পাবে ছবিটি । তবে এই খবরের কোনও কনফার্মেশন পাওয়া যায়নি এখনও ।

2016 সালে সুজ়ান বিয়ার 'দ্য নাইট ম্যানেজার' উপন্যাসটি অবলম্বনে একটি সিরিজ় তৈরি করেছিলেন । সেখানে টম হিডলস্টন হোটেলের ম্যানেজারের চরিত্রে অভিনয় করেছিলেন ।

সন্দীপ মোদি পরিচালিত এই ছবিটি প্রযোজনা করছেন বাণিজয় আসিয়া । এর আগে হটস্টারের অরিজিনাল সিরিজ় 'আর্যা'-তে সহ পরিচালক হিসেবে কাজ করেছেন সন্দীপ ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.