ETV Bharat / sitara

100 কোটির অ্যাপার্টমেন্ট কিনলেন হৃতিক ?

এমনই তো শোনা যাচ্ছে । এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, জুহু-ভারসোভা লিঙ্ক রোডের একটি আবাসনে তিনটি ফ্লোর জুড়ে এক আস্ত অ্যাপার্টমেন্ট কিনেছেন হৃতিক রোশন, যার আনুমানিক মূল্য 97.5 কোটি টাকা ।

hrithik roshan property
hrithik roshan property
author img

By

Published : Oct 25, 2020, 12:35 PM IST

মুম্বই : বিলাসবহুল লাইফস্টাইলের দিক থেকে রেস লাগাতে পারেন বলিতারকারা । কেউ দামি বাড়ি কিনছেন তো কেউ দামি গাড়ি । কেউ লক্ষ টাকার ব্যাগ কিনছেন তো কেউ গয়না । বছরের যে কোনও সময় এমনটা চলতেই থাকে বি-টাউনে ।

সম্প্রতি শোনা গেল যে, হৃতিক নাকি 100 কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন । জুহু-ভারসোভা লিঙ্ক রোডের একটি আবাসনে 14,15 আর 16 তলা জুড়ে নাকি তাঁর অ্যাপার্টমেন্ট ।

আরব সাগরের মুখোমুখি প্রায় আটত্রিশ হাজার স্কোয়ার ফিটের সেই অ্যাপার্টমেন্ট । রয়েছে 6500 স্কোয়ার ফিটের ছাদ । বাড়ির সঙ্গে 10 টি গাড়ি রাখার পার্কিং স্পটও কিনে ফেলেছেন অভিনেতা ।

এছাড়াও হৃতিকের একাধিক বাড়ি রয়েছে । কোনওটা কেনা তো কোনওটা ভাড়া নেওয়া । শোনা যায় যে, হৃতিক বেশিরভাগ সময় যে বাড়িতে থাকেন তাঁর ছেলেদের নিয়ে, সেটি নাকি তিন হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট । সেখানে রয়েছে বিলিয়ার্ড বোর্ড, ফুটবল টেবিল, একটি চকোলেট ভেন্ডিং মেশিন সহ আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার ।

মুম্বই : বিলাসবহুল লাইফস্টাইলের দিক থেকে রেস লাগাতে পারেন বলিতারকারা । কেউ দামি বাড়ি কিনছেন তো কেউ দামি গাড়ি । কেউ লক্ষ টাকার ব্যাগ কিনছেন তো কেউ গয়না । বছরের যে কোনও সময় এমনটা চলতেই থাকে বি-টাউনে ।

সম্প্রতি শোনা গেল যে, হৃতিক নাকি 100 কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন । জুহু-ভারসোভা লিঙ্ক রোডের একটি আবাসনে 14,15 আর 16 তলা জুড়ে নাকি তাঁর অ্যাপার্টমেন্ট ।

আরব সাগরের মুখোমুখি প্রায় আটত্রিশ হাজার স্কোয়ার ফিটের সেই অ্যাপার্টমেন্ট । রয়েছে 6500 স্কোয়ার ফিটের ছাদ । বাড়ির সঙ্গে 10 টি গাড়ি রাখার পার্কিং স্পটও কিনে ফেলেছেন অভিনেতা ।

এছাড়াও হৃতিকের একাধিক বাড়ি রয়েছে । কোনওটা কেনা তো কোনওটা ভাড়া নেওয়া । শোনা যায় যে, হৃতিক বেশিরভাগ সময় যে বাড়িতে থাকেন তাঁর ছেলেদের নিয়ে, সেটি নাকি তিন হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট । সেখানে রয়েছে বিলিয়ার্ড বোর্ড, ফুটবল টেবিল, একটি চকোলেট ভেন্ডিং মেশিন সহ আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.