মুম্বই : বিলাসবহুল লাইফস্টাইলের দিক থেকে রেস লাগাতে পারেন বলিতারকারা । কেউ দামি বাড়ি কিনছেন তো কেউ দামি গাড়ি । কেউ লক্ষ টাকার ব্যাগ কিনছেন তো কেউ গয়না । বছরের যে কোনও সময় এমনটা চলতেই থাকে বি-টাউনে ।
সম্প্রতি শোনা গেল যে, হৃতিক নাকি 100 কোটি টাকার একটি অ্যাপার্টমেন্ট কিনেছেন । জুহু-ভারসোভা লিঙ্ক রোডের একটি আবাসনে 14,15 আর 16 তলা জুড়ে নাকি তাঁর অ্যাপার্টমেন্ট ।
আরব সাগরের মুখোমুখি প্রায় আটত্রিশ হাজার স্কোয়ার ফিটের সেই অ্যাপার্টমেন্ট । রয়েছে 6500 স্কোয়ার ফিটের ছাদ । বাড়ির সঙ্গে 10 টি গাড়ি রাখার পার্কিং স্পটও কিনে ফেলেছেন অভিনেতা ।
- View this post on Instagram
. Couldn’t ask for a better view. . Or a more suited book . . #Coexist #doglovers
">
এছাড়াও হৃতিকের একাধিক বাড়ি রয়েছে । কোনওটা কেনা তো কোনওটা ভাড়া নেওয়া । শোনা যায় যে, হৃতিক বেশিরভাগ সময় যে বাড়িতে থাকেন তাঁর ছেলেদের নিয়ে, সেটি নাকি তিন হাজার স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট । সেখানে রয়েছে বিলিয়ার্ড বোর্ড, ফুটবল টেবিল, একটি চকোলেট ভেন্ডিং মেশিন সহ আরও অনেক ইন্টারেস্টিং ব্যাপার ।