মুম্বই : যে কোনও লুকে, যে কোনও পোশাকেই হৃতিক রোশনকে দারুণ লাগে । এশিয়ার সেক্সিয়েস্ট ম্যান-এর খেতাব তো আর এমনি এমনি পাননি তিনি ! তবে তাঁর দাঁড়িওয়ালা লুকটা বেশ পছন্দ অনুরাগীদের । হয়তো হৃতিক নিজেও খুব পছন্দ করেন তাঁর সোনালী বর্ণের ঘন দাড়ি, তাঁর 'সল্ট অ্যান্ড পেপার লুক' ।
তাই দাড়ি কাটার আগে একটি ছবি তুলে সোশাল মিডিয়ায় স্মৃতি করে রাখলেন অভিনেতা । ক্যাপশনে লিখলেন, "দাড়িটা চলে যাওয়ার আগে..."
তবে তিনি যেই লুকেই থাকেন, ফ্যানেরা তাতেই মুগ্ধ হয়ে যান । এই ছবির নিচেও অনেকে কমেন্ট করেছেন, তিনি নাকি বিশ্বের সেরা সুদর্শন পুরুষ । কেউ কেউ আবার হার্ট ইমোজিতে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স । কেউ কেউ আবার দাড়ি কাটার জন্য দুঃখপ্রকাশ করেছেন ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
হৃতিকের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি 'ওয়ার' । তাঁকে এরপর কোন ছবিতে দেখা যাবে সেটা পরিষ্কার নয় । ফ্যানেরা রয়েছেন অধীর অপেক্ষায় ।