মুম্বই : বাবা রাকেশ রোশনের পরিচালনায় হৃতিকের 'ক্রিশ' ফ্র্যাঞ্চাইজ়ি বলিউডের অন্যতম বৃহৎ ফ্র্যাঞ্চাইজ়ি। এবার আসতে চলেছে 'ক্রিশ 4'। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে জানালেন ক্রিশ হৃতিক।
হৃতিক জানান, "এই ফ্র্যাঞ্চাইজ়ি আমাদের হৃদয়ের খুব কাছাকাছি। বাবা যখন অসুস্থ ছিলেন, তখন কিছুদিনের জন্য এই কাজ বন্ধ ছিল। কিন্তু, এখন বাবা সুস্থ। তাই আমরা এখন এই ছবির পরবর্তী ইনস্টলমেন্ট নিয়ে ভাবনাচিন্তা শুরু করেছি।"
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
গলার ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন রাকেশ রোশন। তবে আপাতত পুরোপুরি সুস্থ তিনি। 2013 সালে 'ক্রিশ 3' পরিচালনা করেন তিনি। ছবিটি সমালোচিত হলেও বক্স অফিসে বিপুল সাফল্য পায়। এখন দেখার 'ক্রিশ 4'-ও সেই উচ্চতা ধরে রাখতে পারে কিনা।
হৃতিক ও টাইগার শ্রফের 'ওয়ার' ছবিটি 250 কোটি টাকার ব্যবসা করেছে ইতিমধ্যেই। অ্যাকশনে ভরপুর এই ছবি এখনও অনেক মাইলস্টোন পেরোনোর অপেক্ষায়। আর এরই মধ্যে 'ক্রিশ 4'-এর খবর দর্শকের মধ্যে একটা আলাদা উত্তেজনা তৈরি করেছে।
- View this post on Instagram
. If he looks at you do not make eye contact. Just stay safe. . K.A.B.I.R
">