মুম্বই : বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা হৃতিক রোশন । মাঝেমধ্যেই দারুণ সব ছবি দিয়ে ফ্যানেদের তাক লাগিয়ে দেন তিনি । তবে এবার নিজের ছবি দেখে নিজেই তাজ্জব হৃতিক ।
অভিনেতার সাম্প্রতিক ফোটোশুট । সেখানে সাদা শার্ট পরে কাঁধে কালো কোট ঝুলিয়ে দাঁড়িয়ে রয়েছেন রোশন । তির্যক দৃষ্টিতে অনেক কিছুই বলে যাচ্ছেন তিনি । হালকা দাড়ি আর মসৃণ কাটা চুলে গ্ল্যামার যেন ঝরে পড়ছে ।
ছবিটি শেয়ার করে হৃতিক লিখেছেন, "তোমার সঙ্গে শুট করার অভিজ্ঞতা দারুণ অভিনাশ গোয়ারিকর । তুমি অতুলনীয় । আমায় যা দেখতে তার থেকে অনেক বেশি কুল হয়ে উঠি তোমার ক্যামেরায় ।"
অভিনাশ গোয়ারিকর হলেন এক সেলেব্রিটি ফোটোগ্রাফার । অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর, কিয়ারা আদবানীর মতো তাবড় সেলেব্রিটিদের ছবি তুলে থাকেন তিনি ।
দেখে নিন অভিনাশের ক্যামেরার হৃতিকের কুল অবতার...
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">