ETV Bharat / sitara

বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য হৃতিকের বার্তা - হৃতিক রোশনের খবর

মানবিক হৃতিক রোশন । বিশেষভাবে সক্ষম বাচ্চাদের জন্য লিখলেন আবেগপ্রবণ বার্তা । সাহায্যকারী সংস্থার পাশে দাঁড়ালেন ।

hrithik roshan on specially abled community
hrithik roshan on specially abled community
author img

By

Published : Oct 14, 2020, 9:08 AM IST

মুম্বই : উদান ফাউন্ডেশন, একটি সংস্থা, যেখানে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সাহায্যার্থে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় । উঠে আসা টাকা থেকে সেই সমস্ত ছেলেমেয়েদের চিকিৎসা করানো হয় । এই ফাউন্ডেশনের পাশে দাঁড়ালেন হৃতিক রোশন ।

"ইম্পারফেকশন আর মানবজীবনের আনন্দকে সেলিব্রেট করছে উদান ফাউন্ডেশন । সমস্ত প্রতিকূলতাকে জয় করে ঘুরে দাঁড়ানোর উদাহরণ তৈরি করছে ওরা ।", লিখেছেন অভিনেতা ।

উদান-কে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি । দেখে নিন হৃতিকের পোস্ট...

hrithik roshan on specially abled community
.

2017 সালে 'কাবিল' ছবিতে এক অন্ধের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক । তারপর থেকেই যেন এই মানুষগুলোর প্রতি একটু বেশি সহমর্মিতা তৈরি হয়েছে তাঁর । তাঁদের সমর্থন করার কোনও সুযোগ পেলে ছাড়েন না অভিনেতা ।

মুম্বই : উদান ফাউন্ডেশন, একটি সংস্থা, যেখানে বিশেষভাবে সক্ষম বাচ্চাদের সাহায্যার্থে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় । উঠে আসা টাকা থেকে সেই সমস্ত ছেলেমেয়েদের চিকিৎসা করানো হয় । এই ফাউন্ডেশনের পাশে দাঁড়ালেন হৃতিক রোশন ।

"ইম্পারফেকশন আর মানবজীবনের আনন্দকে সেলিব্রেট করছে উদান ফাউন্ডেশন । সমস্ত প্রতিকূলতাকে জয় করে ঘুরে দাঁড়ানোর উদাহরণ তৈরি করছে ওরা ।", লিখেছেন অভিনেতা ।

উদান-কে শুভেচ্ছাও জানিয়েছেন তিনি । দেখে নিন হৃতিকের পোস্ট...

hrithik roshan on specially abled community
.

2017 সালে 'কাবিল' ছবিতে এক অন্ধের চরিত্রে অভিনয় করেছিলেন হৃতিক । তারপর থেকেই যেন এই মানুষগুলোর প্রতি একটু বেশি সহমর্মিতা তৈরি হয়েছে তাঁর । তাঁদের সমর্থন করার কোনও সুযোগ পেলে ছাড়েন না অভিনেতা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.