ETV Bharat / sitara

ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছলেন হৃতিক রোশন - হৃতিক রোশনের খবর

কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে সাইবার সেলে মামলা করেছিলেন হৃতিক রোশন । এবার সেই মামলায় নিজের বয়ান রেকর্ড করতে ক্রাইম ব্রাঞ্চের অফিসে পৌঁছলেন অভিনেতা ।

Hrithik Roshan on kangana ranaut case
Hrithik Roshan on kangana ranaut case
author img

By

Published : Feb 27, 2021, 12:09 PM IST

মুম্বই : মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসে হৃতিক রোশন । 2016 সালে ভুয়ো মেইল করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে সাইবার সেলে মামলা করেছিলেন অভিনেতা । আজ সেই মামলায় হৃতিকের বয়ান রেকর্ড করবেন ক্রাইম ব্রাঞ্চ অফিসাররা ।

2013 সালে 'কৃশ 3'-এ একসঙ্গে কাজ করার সময় নাকি মিথ্যে কথা বলে কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক । তিনি নাকি অভিনেত্রীকে একের পর এক মেইল করতেন সেই সময় । দাবি করেছিলেন কঙ্গনা ।

অভিনেত্রীর এমন দাবির পর হৃতিক সাইবার সেলের দ্বারস্থ হন এবং কঙ্গনার বিরুদ্ধে মামলা করেন । তাঁর বক্তব্য ছিল যে, কঙ্গনা নিজেই নিজেকে ভুয়ো মেইল পাঠিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন ।

  • Maharashtra: Actor Hrithik Roshan arrives at the office of Mumbai Police Commissioner. He has been summoned by Mumbai Police Crime Branch unit to record his statement in connection with 2016 complaint in fake email ID case. pic.twitter.com/T8qi4t1eMh

    — ANI (@ANI) February 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2016 সালে করা সেই মামলায় আজ ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে হাজিরা দিয়ে নিজের বয়ান রেকর্ড করবেন অভিনেতা । ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের পৌঁছে গেছেন হৃতিক ।

মুম্বই : মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ অফিসে হৃতিক রোশন । 2016 সালে ভুয়ো মেইল করার অভিযোগে কঙ্গনার বিরুদ্ধে সাইবার সেলে মামলা করেছিলেন অভিনেতা । আজ সেই মামলায় হৃতিকের বয়ান রেকর্ড করবেন ক্রাইম ব্রাঞ্চ অফিসাররা ।

2013 সালে 'কৃশ 3'-এ একসঙ্গে কাজ করার সময় নাকি মিথ্যে কথা বলে কঙ্গনার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন হৃতিক । তিনি নাকি অভিনেত্রীকে একের পর এক মেইল করতেন সেই সময় । দাবি করেছিলেন কঙ্গনা ।

অভিনেত্রীর এমন দাবির পর হৃতিক সাইবার সেলের দ্বারস্থ হন এবং কঙ্গনার বিরুদ্ধে মামলা করেন । তাঁর বক্তব্য ছিল যে, কঙ্গনা নিজেই নিজেকে ভুয়ো মেইল পাঠিয়ে তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন ।

  • Maharashtra: Actor Hrithik Roshan arrives at the office of Mumbai Police Commissioner. He has been summoned by Mumbai Police Crime Branch unit to record his statement in connection with 2016 complaint in fake email ID case. pic.twitter.com/T8qi4t1eMh

    — ANI (@ANI) February 27, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

2016 সালে করা সেই মামলায় আজ ক্রাইম ইন্টেলিজেন্স ইউনিটে হাজিরা দিয়ে নিজের বয়ান রেকর্ড করবেন অভিনেতা । ইতিমধ্যেই ক্রাইম ব্রাঞ্চের পৌঁছে গেছেন হৃতিক ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.