ETV Bharat / sitara

আমিরের পরিবর্তে এবার হৃতিক ? - হৃতিক রোশনের বিক্রম বেধা

আমির খানের পরিবর্তে এবার হৃতিক রোশন অভিনয় করতে চলেছেন তামিল হিট 'বিক্রম বেধা'-র রিমেকে । আর সইফ আলি খান তো আগে থেকেই ছিলেন ।

aamir khan exit from vikram vedha
aamir khan exit from vikram vedha
author img

By

Published : Dec 25, 2020, 6:17 PM IST

মুম্বই : হিট তামিল ফিল্ম 'বিক্রম বেধা' । পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন আর.মাধবন এবং গ্যাংস্টার বেধার চরিত্রে ছিলেন বিজয় সেতুপতি । সেই 'বিক্রম বেধা' এবার হিন্দি ভাষায় হতে চলেছে । এই খবর কয়েকমাস আগের । তবে সাম্প্রতিক খবর হল এই ছবির কাস্টে যুক্ত হয়েছেন হৃতিক রোশন ।

শোনা যাচ্ছে যে গ্যাংস্টারের চরিত্রটিতে অভিনয় করবেন হৃতিক । এই চরিত্রে আগে আমির খানের অভিনয় করার কথা ছিল । তবে নির্মাতাদের সঙ্গে কিছু ক্রিয়েটিভ সিদ্ধান্তে দ্বিমত হওয়ায় নাকি ছবিটি ছেড়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির । আর তাঁর জায়গায় হৃতিকের আগমন । আর পুলিশের চরিত্রে সেই শুরু থেকেই রয়েছেন সইফ আলি খান ।

পুরাণের বিক্রম আর বেতালের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছিল 'বিক্রম বেধা' । বর্তমান পরিস্থিতির মোড়কে সেই একই সুতোয় বোনা হয়েছিল পুরো ছবিটি । অসাধারণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছিলেন মাধবন ও সেতুপতি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'বিক্রম বেধা'-র হিন্দি রিমেকটি তৈরি করছেন পুষ্কর-গায়ত্রী । তামিল ছবিটিও এই পরিচালকদ্বয়ই পরিচালনা করেছিলেন । 2020 সালের মার্চ মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কাস্টিং চূড়ান্ত না হওয়ায় বদল হয় পরিকল্পনা ।

মুম্বই : হিট তামিল ফিল্ম 'বিক্রম বেধা' । পুলিশ অফিসার বিক্রমের চরিত্রে অভিনয় করেছিলেন আর.মাধবন এবং গ্যাংস্টার বেধার চরিত্রে ছিলেন বিজয় সেতুপতি । সেই 'বিক্রম বেধা' এবার হিন্দি ভাষায় হতে চলেছে । এই খবর কয়েকমাস আগের । তবে সাম্প্রতিক খবর হল এই ছবির কাস্টে যুক্ত হয়েছেন হৃতিক রোশন ।

শোনা যাচ্ছে যে গ্যাংস্টারের চরিত্রটিতে অভিনয় করবেন হৃতিক । এই চরিত্রে আগে আমির খানের অভিনয় করার কথা ছিল । তবে নির্মাতাদের সঙ্গে কিছু ক্রিয়েটিভ সিদ্ধান্তে দ্বিমত হওয়ায় নাকি ছবিটি ছেড়েছেন মিস্টার পারফেকশনিস্ট আমির । আর তাঁর জায়গায় হৃতিকের আগমন । আর পুলিশের চরিত্রে সেই শুরু থেকেই রয়েছেন সইফ আলি খান ।

পুরাণের বিক্রম আর বেতালের কাহিনি অবলম্বনে তৈরি হয়েছিল 'বিক্রম বেধা' । বর্তমান পরিস্থিতির মোড়কে সেই একই সুতোয় বোনা হয়েছিল পুরো ছবিটি । অসাধারণ অভিনয় করে সবার মন কেড়ে নিয়েছিলেন মাধবন ও সেতুপতি ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

'বিক্রম বেধা'-র হিন্দি রিমেকটি তৈরি করছেন পুষ্কর-গায়ত্রী । তামিল ছবিটিও এই পরিচালকদ্বয়ই পরিচালনা করেছিলেন । 2020 সালের মার্চ মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কাস্টিং চূড়ান্ত না হওয়ায় বদল হয় পরিকল্পনা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.