ETV Bharat / sitara

বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির সঙ্গে দেখা করলেন হৃতিক - tax free

বিহারে গিয়ে হৃতিক রোশন দেখা করলেন উপমুখ্যমন্ত্রী সুশীল মোদি ও গণিতবিদ আনন্দ কুমারের সঙ্গে । ছবিটিকে করমুক্ত করায় জানালেন ধন্যবাদও ।

বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদির সঙ্গে দেখা করলেন হৃতিক
author img

By

Published : Jul 17, 2019, 2:39 PM IST

পটনা : অভিনেতা হৃতিক রোশন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদির সঙ্গে দেখা করলেন । বিহারে 'সুপার ৩০'-কে করমুক্ত করায় জানালেন ধন্যবাদও । অন্যদিকে, ছবির সফলতার জন্য হৃতিককে অভিনন্দন জানালেন সুশীল মোদি ।

সুশীল মোদির সঙ্গে দেখা করার কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন হৃতিক । ক্য়াপশনে লেখেন, "সুশীল জি আপনার সঙ্গে দেখা করে আমি অনেক অনুপ্রেরণা পেলাম । দেখা করার জন্য ধন্যবাদ ।" 'সুপার ৩০'-কে করমুক্ত করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিকে ধন্যবাদ জানালেন বলিউডের 'কৃষ' ।

  • सुशील जी, आपसे मिलकर मुझे बहुत प्रेरणा मिली। इस मुलाकात के लिए धन्यवाद 🙏🏻 pic.twitter.com/8KhQSD97yM

    — Hrithik Roshan (@iHrithik) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদিও 'সুপার ৩০'-এ ভালো অভিনয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন হৃতিককে । সুশীল বলেন, "আনন্দ কুমার শিক্ষার ক্ষেত্রে নিজের যোগদান দিয়ে বিহারের গৌরবকে বাড়িয়েছেন । কোনও ব্যক্তির জীবদ্দশায় তাঁকে নিয়ে ছবি বানানো খুব কমই দেখা যায় ।"

আনন্দ কুমার ও তাঁর সংস্থা 'সুপার ৩০'-র উপর বানানো ছবি দুঃস্থ ছাত্রছাত্রীদের IIT-র মতো প্রতিষ্ঠানে পড়ার জন্য অনুপ্রেরণা জোগাবে । 'সুপার ৩০' ছবিটি 12 জুলাই মুক্তি পেয়েছে ।

পটনা : অভিনেতা হৃতিক রোশন বিহারের উপ মুখ্যমন্ত্রী সুশীল মোদির সঙ্গে দেখা করলেন । বিহারে 'সুপার ৩০'-কে করমুক্ত করায় জানালেন ধন্যবাদও । অন্যদিকে, ছবির সফলতার জন্য হৃতিককে অভিনন্দন জানালেন সুশীল মোদি ।

সুশীল মোদির সঙ্গে দেখা করার কয়েকটি ছবি টুইটারে শেয়ার করেছেন হৃতিক । ক্য়াপশনে লেখেন, "সুশীল জি আপনার সঙ্গে দেখা করে আমি অনেক অনুপ্রেরণা পেলাম । দেখা করার জন্য ধন্যবাদ ।" 'সুপার ৩০'-কে করমুক্ত করার জন্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও উপমুখ্যমন্ত্রী সুশীল মোদিকে ধন্যবাদ জানালেন বলিউডের 'কৃষ' ।

  • सुशील जी, आपसे मिलकर मुझे बहुत प्रेरणा मिली। इस मुलाकात के लिए धन्यवाद 🙏🏻 pic.twitter.com/8KhQSD97yM

    — Hrithik Roshan (@iHrithik) July 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

মোদিও 'সুপার ৩০'-এ ভালো অভিনয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন হৃতিককে । সুশীল বলেন, "আনন্দ কুমার শিক্ষার ক্ষেত্রে নিজের যোগদান দিয়ে বিহারের গৌরবকে বাড়িয়েছেন । কোনও ব্যক্তির জীবদ্দশায় তাঁকে নিয়ে ছবি বানানো খুব কমই দেখা যায় ।"

আনন্দ কুমার ও তাঁর সংস্থা 'সুপার ৩০'-র উপর বানানো ছবি দুঃস্থ ছাত্রছাত্রীদের IIT-র মতো প্রতিষ্ঠানে পড়ার জন্য অনুপ্রেরণা জোগাবে । 'সুপার ৩০' ছবিটি 12 জুলাই মুক্তি পেয়েছে ।

Intro:Body:

hrithik roshan


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.