দিল্লি : হৃতিক রোশন তার পরবর্তী ছবি 'সুপার ৩০'-র নতুন গান 'কোয়েশ্চেন মার্ক' প্রকাশ্যে আনলেন । গানটির ভিডিয়োতে 30 জন ছাত্রছাত্রীর সঙ্গে অভিনেতাকে 3D এফেক্টের মধ্যে দেখা যাবে ।
টুইটারে গানটি শেয়ার করে হৃতিক লিখেছেন, "আক্ষরিক অর্থে প্রতিটি প্রশ্নকে শব্দ দেওয়া হয়েছে । কেবল অভিনয় নয়, মজার গান গাওয়াতেও আনন্দ আছে ।"
-
'पूछो' तोह जाने! कैसे मिलेगा हर अगर का जवाब, #QuestionMark करेगा अब सबका हिसाब!
— Hrithik Roshan (@iHrithik) July 8, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
Giving a voice to every question quite literally! Had a ball of a time not just filming but singing the super fun song. #Super30 https://t.co/pUPU0xD44l
">'पूछो' तोह जाने! कैसे मिलेगा हर अगर का जवाब, #QuestionMark करेगा अब सबका हिसाब!
— Hrithik Roshan (@iHrithik) July 8, 2019
Giving a voice to every question quite literally! Had a ball of a time not just filming but singing the super fun song. #Super30 https://t.co/pUPU0xD44l'पूछो' तोह जाने! कैसे मिलेगा हर अगर का जवाब, #QuestionMark करेगा अब सबका हिसाब!
— Hrithik Roshan (@iHrithik) July 8, 2019
Giving a voice to every question quite literally! Had a ball of a time not just filming but singing the super fun song. #Super30 https://t.co/pUPU0xD44l
ভিডিয়োতে দেখা যাচ্ছে, ছাত্রছাত্রীদের অঙ্ক শেখানোর সময় বাস্তব ঘটনাকে তুলে ধরে জীবনে প্রশ্ন চিহ্নের কী গুরুত্ব তার উল্লেখ করছেন হৃতিক । এছাড়াও গানে দেখা যাচ্ছে, রোজের কাজের মধ্যেও দেওয়ালে অঙ্কের সূত্র লিখে বিভিন্ন গাণিতিক তত্ত্ব অনুশীলন করছে ছাত্ররা ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
'কোয়েশ্চেন মার্ক' গানটি কম্পোজ় ও প্রোডিউস করেছেন অজয়-অতুল । গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য । এর আগে ছবির আরও তিনটি গান 'জুগরাফিয়া' 'প্যায়সা' 'বসন্তি নো ডান্স' দর্শকদের মন কেড়েছে ।
'সুপার ৩০'-তে হৃতিক ছাড়াও মুখ্য চরিত্রে রয়েছেন মৃণাল ঠাকুর, পঙ্কজ ত্রিপাঠী, জনি লিভার ও অমিত সাধ ।
বিকাশ বহল পরিচালিত ছবিটি 12 জুলাই দেশজুড়ে মুক্তি পাবে ।