ETV Bharat / sitara

লকডাউনের মধ্যে কী করে শেষ হল 'আর্য্যা'-র কাজ ? - সুস্মিতা সেনের খবর

লকডাউনের মধ্যে কীভাবে কাজ শেষ হল 'আর্য্যা'-র ? অভিজ্ঞতা শেয়ার করলেন লিড চরিত্র সুস্মিতা সেন, সিকন্দর খের ও চন্দ্রচূড় সিং ।

Aarya Shooting amid lockdown
Aarya Shooting amid lockdown
author img

By

Published : Jun 10, 2020, 11:19 AM IST

মুম্বই : সামনেই মুক্তি পেতে চলেছে সুস্মিতা সেন অভিনীত 'আর্য্যা' । লকডাউন চলাকালীনই শেষ হয়েছে সিরিজ়ের পোস্ট প্রোডাকশনের কাজ । কী করে সম্ভব হল সেটা ? সুস্মিতা, সিকন্দর ও চন্দ্রচূড় শেয়ার করলেন অভিজ্ঞতা ।

অভিনেত্রী বললেন, "এই প্রথমবার আমরা এরকম কিছু একটা করছিলাম । ডাব করার নতুন নতুন আইডিয়া ভাবতে হচ্ছিল আমাদের । আমি আমার ক্লোজ়েটে একটা জায়গা আবিষ্কার করেছিলাম । জামাকাপড়ের মধ্যে নিজে দাঁড়িয়ে ল্যাপটপটা উপরে রেখে ডাব করতাম আমি । যতটা সম্ভব সাউন্ডপ্রুফ করে ডাব করতাম ।"

একই অভিজ্ঞতা অভিনেতা চন্দ্রচূড়ের । তিনিও শেয়ার ক্লোজ়েটে দাঁড়িয়ে ঘামতে ঘামতে কোনওরকমে ডাব করতেন নিজের অংশটুকু ।

Aarya Shooting amid lockdown
.

আরও খারাপ অবস্থা হয়েছিল সিকন্দর খেরের । তিনি বললেন, "আমার জানলার বাইরে একটা কোকিল থাকে । আমি যেই ডাবিং শুরু করতাম কোকিলটা ডাকতে শুরু করত । ওর টাইমটেবিলের উপর নির্ভর করে আমায় ডাবিং শিডিউল তৈরি করতে হত ।"

অনেক রক্ত জল করে তৈরি হয় এক একটা প্রোজেক্ট । রাম মাধবনী পরিচালিত এই সিরিজ়ও তার ব্যতিক্রম নয় । দর্শকের ভালো লাগবে ক্রাইম থ্রিলার, আশা 'আর্য্যা'-র কলাকুশলীদের ।

মুম্বই : সামনেই মুক্তি পেতে চলেছে সুস্মিতা সেন অভিনীত 'আর্য্যা' । লকডাউন চলাকালীনই শেষ হয়েছে সিরিজ়ের পোস্ট প্রোডাকশনের কাজ । কী করে সম্ভব হল সেটা ? সুস্মিতা, সিকন্দর ও চন্দ্রচূড় শেয়ার করলেন অভিজ্ঞতা ।

অভিনেত্রী বললেন, "এই প্রথমবার আমরা এরকম কিছু একটা করছিলাম । ডাব করার নতুন নতুন আইডিয়া ভাবতে হচ্ছিল আমাদের । আমি আমার ক্লোজ়েটে একটা জায়গা আবিষ্কার করেছিলাম । জামাকাপড়ের মধ্যে নিজে দাঁড়িয়ে ল্যাপটপটা উপরে রেখে ডাব করতাম আমি । যতটা সম্ভব সাউন্ডপ্রুফ করে ডাব করতাম ।"

একই অভিজ্ঞতা অভিনেতা চন্দ্রচূড়ের । তিনিও শেয়ার ক্লোজ়েটে দাঁড়িয়ে ঘামতে ঘামতে কোনওরকমে ডাব করতেন নিজের অংশটুকু ।

Aarya Shooting amid lockdown
.

আরও খারাপ অবস্থা হয়েছিল সিকন্দর খেরের । তিনি বললেন, "আমার জানলার বাইরে একটা কোকিল থাকে । আমি যেই ডাবিং শুরু করতাম কোকিলটা ডাকতে শুরু করত । ওর টাইমটেবিলের উপর নির্ভর করে আমায় ডাবিং শিডিউল তৈরি করতে হত ।"

অনেক রক্ত জল করে তৈরি হয় এক একটা প্রোজেক্ট । রাম মাধবনী পরিচালিত এই সিরিজ়ও তার ব্যতিক্রম নয় । দর্শকের ভালো লাগবে ক্রাইম থ্রিলার, আশা 'আর্য্যা'-র কলাকুশলীদের ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.