ETV Bharat / sitara

দ্বিতীয় বিবাহবার্ষিকীতে স্ত্রীর জন্য গান হিমেশের - হিমেশ রেশমিয়া

দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রীর জন্য একটি গান কম্পোজ় করলেন হিমেশ রেশমিয়া । গানের নাম 'আশনা'। তবে গানটি সোনিয়া শুনলেও তা এখনও মুক্তি পায়নি দর্শকদের জন্য । খুব তাড়াতাড়ি তা মুক্তি পাবে বলে জানানো হয়েছে ।

asd
asd
author img

By

Published : May 12, 2020, 9:32 AM IST

মুম্বই : দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রীর জন্য একটি গান কম্পোজ় করলেন হিমেশ রেশমিয়া । গানের নাম 'আশনা'। এটি একটি রোম্যান্টিক গান ।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সোনিয়া কাপুর । 2018 সালে সোনিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন হিমেশ । গতকাল ছিল তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী । আর সেই উপলক্ষ্যে স্ত্রীর জন্য একটি নতুন রোম্যান্টিক গান কম্পোজ় করলেন হিমেশ ।

এই গান সোনিয়ার খুবই পছন্দ হয়েছে বলে জানিয়েছেন হিমেশ । তিনি বলেন, "সোনিয়ার গানটি খুবই পছন্দ হয়েছে । এতে আমার খুব ভালো লাগছে । এটা খুবই স্পেশাল । আর সোনিয়ার গানের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে । গান ভালো না হলে ও সমালোচনাও করে । আমার বাকি গানগুলোও খুব তাড়াতাড়ি সামনে আসবে । তবে এই গানটি স্পেশাল দিনের কথা মাথায় রেখেই তৈরি করেছিলাম ।"

তবে হিমেশের নতুন গান সোনিয়া শুনে নিলেও তা এখনও মুক্তি পায়নি দর্শকদের জন্য । তবে খুব তাড়াতাড়ি তা মুক্তি পাবে বলে জানানো হয়েছে ।

গানের পাশাপাশি একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন হিমেশ । শেষবার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে অভিনয় করেন তিনি । সেখানে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । এছাড়া 'দা এক্সপোজ়'-এর সিকুয়েল ও 'নমস্তে রোম' ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

মুম্বই : দ্বিতীয় বিবাহবার্ষিকীর দিন স্ত্রীর জন্য একটি গান কম্পোজ় করলেন হিমেশ রেশমিয়া । গানের নাম 'আশনা'। এটি একটি রোম্যান্টিক গান ।

হিন্দি টেলিভিশনের জনপ্রিয় মুখ সোনিয়া কাপুর । 2018 সালে সোনিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন হিমেশ । গতকাল ছিল তাঁদের দ্বিতীয় বিবাহবার্ষিকী । আর সেই উপলক্ষ্যে স্ত্রীর জন্য একটি নতুন রোম্যান্টিক গান কম্পোজ় করলেন হিমেশ ।

এই গান সোনিয়ার খুবই পছন্দ হয়েছে বলে জানিয়েছেন হিমেশ । তিনি বলেন, "সোনিয়ার গানটি খুবই পছন্দ হয়েছে । এতে আমার খুব ভালো লাগছে । এটা খুবই স্পেশাল । আর সোনিয়ার গানের প্রতি একটা আলাদা ভালোবাসা রয়েছে । গান ভালো না হলে ও সমালোচনাও করে । আমার বাকি গানগুলোও খুব তাড়াতাড়ি সামনে আসবে । তবে এই গানটি স্পেশাল দিনের কথা মাথায় রেখেই তৈরি করেছিলাম ।"

তবে হিমেশের নতুন গান সোনিয়া শুনে নিলেও তা এখনও মুক্তি পায়নি দর্শকদের জন্য । তবে খুব তাড়াতাড়ি তা মুক্তি পাবে বলে জানানো হয়েছে ।

গানের পাশাপাশি একাধিক সিনেমায় অভিনয়ও করেছেন হিমেশ । শেষবার 'হ্যাপি হার্ডি অ্যান্ড হীর' ছবিতে অভিনয় করেন তিনি । সেখানে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে । এছাড়া 'দা এক্সপোজ়'-এর সিকুয়েল ও 'নমস্তে রোম' ছবি রয়েছে তাঁর ঝুলিতে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.