মুম্বই : 'মিশন মঙ্গল' ছবিতে একাধিক তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল তাপসী পান্নুকে । আর এই ছবিতে কাজ করে গর্বিত বোধ করেন তিনি ।
মঙ্গলযান পাঠানোকে কেন্দ্র করে তৈরি করা হয়েছিল ছবিটি । আর সেই মিশনের সঙ্গে যুক্ত ছিলেন বেশিরভাগ মহিলা বিজ্ঞানী । সেই সব বিজ্ঞানীর চরিত্রে তাপসী ছাড়াও অভিনয় করতে দেখা যায় অক্ষয় কুমার, সোনাক্ষী সিনহা, বিদ্যা বালান, কীর্তি কুলাহারি, নিত্যা মেনন ও শরমন জোশিকে ।
'মিশন মঙ্গল' ছবিতে অভিনয়ের অভিজ্ঞতার কথা সম্প্রতি ফ্যানদের সঙ্গে শেয়ার করে নেন তাপসী । ছবির মুখ্য চরিত্রে থাকা মহিলা চরিত্রগুলির সঙ্গে তোলা একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন অভিনেত্রী । যদিও ছবির মধ্যমণি অবশ্য অক্ষয় কুমার ।
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
ছবির ক্যাপশনে তাপসী লেখেন, "মিশন মঙ্গলের শুটিং শুরুর প্রথম কয়েক দিনের মধ্যে...আমার মনে আছে আমরা সবাই একে অপরের সঙ্গে কাজ করতে পেরে কতটা উচ্ছ্বসিত ছিলাম । এই সেটে সবাই খুব খুশি ছিলেন । প্রত্যেকে এমন কিছু তৈরি করতে চেয়েছিলেন যার মাধ্যমে আমরা গর্ববোধ করতে পারি ।"
এই ছবিটি করতে কেন রাজি হয়েছিলেন সেই কথাও পোস্টে জানান করেন তাপসী । লেখেন, "মনে আছে মূলত দুটো কারণে ছবিটি করতে রাজি হয়েছিলাম আমি । প্রথম কারণ হল, আমি এই গল্পের অংশ হতে চেয়েছিলাম । যা বছরের পর বছর ধরে মানুষের মনে থাকবে । দ্বিতীয় কারণ হল, এই সব অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চেয়েছিলাম । কারণ জানতাম এঁদের মধ্যে প্রতিটা মুহূর্তকে উদযাপন করার মতো শক্তি রয়েছে ।" 2019-এ মুক্তি পায় 'মিশন মঙ্গল'। বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় ছবিটি ।
শেষবার অনুভব সিনহার 'থাপ্পড়' ছবিতে দেখা গিয়েছিল তাপসীকে । বক্স অফিসে ভালোই ভালোই ব্যবসা করে ছবিটি । এখন বেশ কয়েকটি ছবি রয়েছে তাঁর হাতে । তার মধ্যে 'হাসিন দিলরুবা', 'রেশমি রকেট' ও 'শাবাস মিঠু' অন্যতম ।