ETV Bharat / sitara

এই কারণেই ঘাড়ে ট্যাটু করা হয়ে ওঠেনি তাপসীর - tattoo on her neck

ট্যাটু খুবই পছন্দ তাপসীর । ইতিমধ্যেই তাঁর শরীরে দুটি ট্যাটু রয়েছে । তবে অভিনয় জগতে না থাকলে হয়তো এতদিনে নিজের ঘাড়ে তৃতীয় ট্যাটুও করে ফেলতেন । সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করে একথা বলেন তিনি ।

g
bvbv
author img

By

Published : Apr 1, 2020, 5:18 PM IST

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । আম জনতার পাশাপাশি গৃহবন্দী বলিউডের সব তারকাই । এই পরিস্থিতির মধ্যে ফ্যানদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই । আবার কেউ ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে সচেতন করছেন । কয়েকজন তারকা আবার ডুব দিচ্ছেন নিজেদের ফোনের গ্যালারিতে । সেখান থেকে বের করে নিয়ে আসছেন পুরোনো সব ছবি । সোশাল মিডিয়ায় একের পর এক সেগুলি পোস্ট করছেন তাঁরা । আর এই তালিকায় রয়েছেন তাপসী পান্নুও ।

সোশাল মিডিয়ায় এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে । নিজের নতুন ও পুরোনো ছবি শেয়ার করছেন অনেকেই । আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে দিয়েছেন তাপসীও । ইনস্টাগ্রামে নিজের পুরোনো একটি ছবি শেয়ার করেন তিনি । ছবিতে 'পিঙ্ক' সিনেমার জন্য ট্যাটুর ট্রায়াল দিচ্ছিলেন । 2016-তে মুক্তি পাওয়া এই ছবিতে মিনালের চরিত্রে অভিনয় করেন তিনি । আর সেই চরিত্রের সঙ্গে মানানসই ট্যাটু করতে হয়েছিল তাঁকে । সম্প্রতি তাঁর শেয়ার করা ছবিতে চলছিল তারই ট্রায়াল ।

ছবিটি শেয়ারের পাশাপাশি তাপসী লেখেন, "ট্যাটু ট্রায়াল দিচ্ছিলাম 'পিঙ্ক' সিনেমার জন্য । মিনাল চরিত্রর সঙ্গে মানানসই ট্যাটুর খোঁজ চলছিল । তারপরই এটিকে বেছে নেওয়া হয় । সবথেকে মজার বিষয় হল সিনেমা মুক্তির পর নাকি অনেক মহিলাই এই ট্যাটু করান । বেশ জনপ্রিয় হয়ে ওঠে ট্যাটুটি । আমারও ট্যাটু খুব ভালো লাগে । তবে সব ধরনের ট্যাটু ভালো লাগে না । যা আমার ব্যক্তিত্বর সঙ্গে মেলে তেমনই ট্যাটু করাতে চাই । আমার শরীরে ইতিমধ্যেই দুটি ট্যাটু রয়েছে । অভিনয় জগতে যদি না থাকতাম তাহলে হয়তো তৃতীয় ট্যাটুও করে ফেলতাম আমার ঘাড়ের পিছনে ।"

এর আগে নিজের ইনস্টাগ্রামে 'পিঙ্ক' সিনেমার দুই সহ অভিনেত্রী কীর্তি কুলহারি ও আন্দ্রিয়া তারিয়াংয়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেছিলেন তাপসী ।

কাজের দিক থেকে শেষবার 'থাপ্পড়' ছবিতে দেখা গিয়েছিলেন তাপসীকে । এছাড়া একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে । তার মধ্যে 'হাসিন দিলরুবা' অন্যতম ।

মুম্বই : কোরোনা আতঙ্কের জের । আম জনতার পাশাপাশি গৃহবন্দী বলিউডের সব তারকাই । এই পরিস্থিতির মধ্যে ফ্যানদের বাড়ি থেকে বের না হওয়ার পরামর্শ দিচ্ছেন অনেকেই । আবার কেউ ভিডিয়ো বার্তার মাধ্যমে সবাইকে সচেতন করছেন । কয়েকজন তারকা আবার ডুব দিচ্ছেন নিজেদের ফোনের গ্যালারিতে । সেখান থেকে বের করে নিয়ে আসছেন পুরোনো সব ছবি । সোশাল মিডিয়ায় একের পর এক সেগুলি পোস্ট করছেন তাঁরা । আর এই তালিকায় রয়েছেন তাপসী পান্নুও ।

সোশাল মিডিয়ায় এখন একটা নতুন ট্রেন্ড শুরু হয়েছে । নিজের নতুন ও পুরোনো ছবি শেয়ার করছেন অনেকেই । আর সেই ট্রেন্ডেই গা ভাসিয়ে দিয়েছেন তাপসীও । ইনস্টাগ্রামে নিজের পুরোনো একটি ছবি শেয়ার করেন তিনি । ছবিতে 'পিঙ্ক' সিনেমার জন্য ট্যাটুর ট্রায়াল দিচ্ছিলেন । 2016-তে মুক্তি পাওয়া এই ছবিতে মিনালের চরিত্রে অভিনয় করেন তিনি । আর সেই চরিত্রের সঙ্গে মানানসই ট্যাটু করতে হয়েছিল তাঁকে । সম্প্রতি তাঁর শেয়ার করা ছবিতে চলছিল তারই ট্রায়াল ।

ছবিটি শেয়ারের পাশাপাশি তাপসী লেখেন, "ট্যাটু ট্রায়াল দিচ্ছিলাম 'পিঙ্ক' সিনেমার জন্য । মিনাল চরিত্রর সঙ্গে মানানসই ট্যাটুর খোঁজ চলছিল । তারপরই এটিকে বেছে নেওয়া হয় । সবথেকে মজার বিষয় হল সিনেমা মুক্তির পর নাকি অনেক মহিলাই এই ট্যাটু করান । বেশ জনপ্রিয় হয়ে ওঠে ট্যাটুটি । আমারও ট্যাটু খুব ভালো লাগে । তবে সব ধরনের ট্যাটু ভালো লাগে না । যা আমার ব্যক্তিত্বর সঙ্গে মেলে তেমনই ট্যাটু করাতে চাই । আমার শরীরে ইতিমধ্যেই দুটি ট্যাটু রয়েছে । অভিনয় জগতে যদি না থাকতাম তাহলে হয়তো তৃতীয় ট্যাটুও করে ফেলতাম আমার ঘাড়ের পিছনে ।"

এর আগে নিজের ইনস্টাগ্রামে 'পিঙ্ক' সিনেমার দুই সহ অভিনেত্রী কীর্তি কুলহারি ও আন্দ্রিয়া তারিয়াংয়ের সঙ্গে তোলা একটি পুরোনো ছবি শেয়ার করেছিলেন তাপসী ।

কাজের দিক থেকে শেষবার 'থাপ্পড়' ছবিতে দেখা গিয়েছিলেন তাপসীকে । এছাড়া একাধিক সিনেমা রয়েছে তাঁর ঝুলিতে । তার মধ্যে 'হাসিন দিলরুবা' অন্যতম ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.