ETV Bharat / sitara

"মনে বেঁচে থাকবে মামু", সুশান্তের মৃত্যুর পর বলছে ভাগ্নে

author img

By

Published : Jun 17, 2020, 2:34 PM IST

শ্বেতা লেখেন, "যখন আমি নির্বান্যকে বললাম মামু আর নেই, তখন সে আমায় বলে 'কিন্তু, সে তোমার মনের মধ্যে বেঁচে থাকবে'। এই কথা তিনবার বলে সে । যখন একটা 5 বছরের ছেলে এই কথা বলতে পারে তাহলে আমাদের কতটা বেশি স্ট্রং হতে হবে ভাবুন...।"

েো্
েো্

মুম্বই : মামাকে খুবই ভালোবাসত 5 বছরের ছেলেটা । জন্মের পর থেকে মামার সঙ্গে একাধিক সুন্দর মুহূর্ত কাটিয়েছে সে । যদিও মামার মৃত্যুতে একটুও ভেঙে পড়তে দেখা যায়নি তাকে । কারণ ওই একরত্তি জানে যে তার 'মামু' সারাজীবন বেঁচে থাকবে তার মনের মধ্যে ।

রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে সুশান্ত আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

প্রথমে সুশান্তের মৃত্যুর খবর পাননি তাঁর পরিবারের সদস্যরা । এরপর টিভি খুলে খবরটি দেখতে পান তাঁরা । প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কেউই । এদিকে এই খবর দেখার পর থেকেই অসুস্থবোধ করতে শুরু করেন তাঁর বাবা কে কে সিং । বার বার অচৈতন্যও হয়ে পড়েন তিনি । খবর দেওয়া হয় অভিনেতার অ্যামেরিকা নিবাসী দিদি শ্বেতা সিং কৃতিকেও ।

ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তিনিও । এরপর 'মামু'-র মৃত্যুর কথা ছেলে নির্বান্যকেও জানান শ্বেতা । তবে ছেলের কথা শুনে অবাক হয়ে যান তিনি । 5 বছরের একটা বাচ্চা ছেলে যে কীভাবে এই ধরনের ইতিবাচক কথা বলতে পারে তা ভাবতেই পারেননি ।

আর ছেলের সেই কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেন শ্বেতা । লেখেন, "যখন আমি নির্বান্যকে বললাম মামু আর নেই, তখন সে আমায় বলে 'কিন্তু, সে তোমার মনের মধ্যে বেঁচে থাকবে'। এই কথা তিনবার বলে সে । যখন একটা 5 বছরের ছেলে এই কথা বলতে পারে তাহলে আমাদের কতটা বেশি স্ট্রং হতে হবে ভাবুন...।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কোনও ভুল পদক্ষেপ না করার জন্যও ভাইয়ের ফ্যানদের কাছে অনুরোধ করেছেন শ্বেতা । লেখেন, "সুশান্তের ভক্তরা মনকে শক্ত করুন । আপনাদের মনে বেঁচে থাকবে সে । দয়া করে এমন কিছু করবেন না যা তার আত্মাকে কষ্ট দেয় । মন শক্ত করুন !"

এদিকে ভাইয়ের মৃত্যুর পর অ্যামেরিকা থেকে দেশে ফেরার টিকিট পাচ্ছিলেন না শ্বেতা । তারপর অনেক কষ্ট করে সেই টিকিট জোগাড় করেন তিনি । যদিও দেশে ফিরে সাতদিন কোয়ারানটিনে থাকতে হবে তাঁকে । তা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন ।

মুম্বই : মামাকে খুবই ভালোবাসত 5 বছরের ছেলেটা । জন্মের পর থেকে মামার সঙ্গে একাধিক সুন্দর মুহূর্ত কাটিয়েছে সে । যদিও মামার মৃত্যুতে একটুও ভেঙে পড়তে দেখা যায়নি তাকে । কারণ ওই একরত্তি জানে যে তার 'মামু' সারাজীবন বেঁচে থাকবে তার মনের মধ্যে ।

রবিবার সকালে বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্তের ঝুলন্ত দেহ । ঘনিষ্ঠদের দাবি, কয়েক মাস ধরে অবসাদে ভুগছিলেন তিনি । তবে কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি তাঁর ফ্ল্যাট থেকে । ঠিক কী কারণে সুশান্ত আত্মঘাতী হন, তা জানা যায়নি এখনও পর্যন্ত । বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ ।

প্রথমে সুশান্তের মৃত্যুর খবর পাননি তাঁর পরিবারের সদস্যরা । এরপর টিভি খুলে খবরটি দেখতে পান তাঁরা । প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না কেউই । এদিকে এই খবর দেখার পর থেকেই অসুস্থবোধ করতে শুরু করেন তাঁর বাবা কে কে সিং । বার বার অচৈতন্যও হয়ে পড়েন তিনি । খবর দেওয়া হয় অভিনেতার অ্যামেরিকা নিবাসী দিদি শ্বেতা সিং কৃতিকেও ।

ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ভেঙে পড়েন তিনিও । এরপর 'মামু'-র মৃত্যুর কথা ছেলে নির্বান্যকেও জানান শ্বেতা । তবে ছেলের কথা শুনে অবাক হয়ে যান তিনি । 5 বছরের একটা বাচ্চা ছেলে যে কীভাবে এই ধরনের ইতিবাচক কথা বলতে পারে তা ভাবতেই পারেননি ।

আর ছেলের সেই কথা সোশাল মিডিয়ায় পোস্ট করেন শ্বেতা । লেখেন, "যখন আমি নির্বান্যকে বললাম মামু আর নেই, তখন সে আমায় বলে 'কিন্তু, সে তোমার মনের মধ্যে বেঁচে থাকবে'। এই কথা তিনবার বলে সে । যখন একটা 5 বছরের ছেলে এই কথা বলতে পারে তাহলে আমাদের কতটা বেশি স্ট্রং হতে হবে ভাবুন...।"

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

কোনও ভুল পদক্ষেপ না করার জন্যও ভাইয়ের ফ্যানদের কাছে অনুরোধ করেছেন শ্বেতা । লেখেন, "সুশান্তের ভক্তরা মনকে শক্ত করুন । আপনাদের মনে বেঁচে থাকবে সে । দয়া করে এমন কিছু করবেন না যা তার আত্মাকে কষ্ট দেয় । মন শক্ত করুন !"

এদিকে ভাইয়ের মৃত্যুর পর অ্যামেরিকা থেকে দেশে ফেরার টিকিট পাচ্ছিলেন না শ্বেতা । তারপর অনেক কষ্ট করে সেই টিকিট জোগাড় করেন তিনি । যদিও দেশে ফিরে সাতদিন কোয়ারানটিনে থাকতে হবে তাঁকে । তা নিয়ে খুবই চিন্তিত রয়েছেন ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.