মুম্বই : 'কুইন' কঙ্গনা রানাওয়াত তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সবসময় ভক্তদের অবাক করেন । এবার নতুনভাবে আরও শক্তিশালী অভিনয় দিয়ে তিনি পরদায় আসতে প্রস্তুত । অ্যামেরিকায় 'থালাইভি'-র চূড়ান্ত প্রস্তুতিই তার প্রমাণ ।
ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনার মেকআপে প্রস্থেটিক্সের ব্যবহার করা হবে । তাঁর শরীরে আঠা লাগানোর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা নিজে ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ।
ছবিগুলি দেখে মনে হচ্ছে, কঙ্গনা 'আয়রন লেডি' জয়ললিতার চরিত্রের জন্য প্রস্তুত । প্রস্থেটিক্স মেকআপের পাশাপাশি 'থালাইভি'-র জন্য ভরতনাট্যম ও তামিল শিখছেন অভিনেত্রী । ছবিটির শুটিং দিওয়ালির পর থেকে মাইসোরে শুরু হওয়ার কথা রয়েছে ।
মেকআপে প্রস্থেটিক্সের ব্যবাহারের আগে মেজ়ারমেন্টের জন্য কিছুদিন আগেই লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন কঙ্গনা । তাঁর দিদি রঙ্গোলি টুইট করেন, "এইভাবে প্রস্থেটিক্সের মাপ নেওয়া হয় । অভিনেতা হওয়া সহজ কাজ নয় । যেটা আমাদের দেখতে গিয়েই দমবন্ধ হয়ে আসছে, সেখানে কঙ্গনা কত শান্ত রয়েছে ।"
-
This is how measurements for prosthetics are taken, it’s not easy to be an actor, Kangana so calm even in something which is so suffocating for us to even watch 😰 pic.twitter.com/APQ9OSP2aT
— Rangoli Chandel (@Rangoli_A) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">This is how measurements for prosthetics are taken, it’s not easy to be an actor, Kangana so calm even in something which is so suffocating for us to even watch 😰 pic.twitter.com/APQ9OSP2aT
— Rangoli Chandel (@Rangoli_A) September 19, 2019This is how measurements for prosthetics are taken, it’s not easy to be an actor, Kangana so calm even in something which is so suffocating for us to even watch 😰 pic.twitter.com/APQ9OSP2aT
— Rangoli Chandel (@Rangoli_A) September 19, 2019
প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি কিছুদিন আগেই জানিয়েছেন, 'ব্লেড রানার', 'ক্যাপ্টেন মার্ভেল'-র মতো ছবিতে কাজ করা খ্যাতনামা হলিউড শিল্পী জেসন কোলিন্স এই বায়োপিকের জন্য কঙ্গনার লুকের উপর কাজ করবেন ।
ছবিটির পরিচালনা করছেন এ এল বিজয় ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন ইন্দুরি ও সৈলেশ আর সিং । ছবির গল্প লিখেছেন 'বাহুবলী'ও 'দা ডার্টি পিকচার'-র দুই লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ও রজত অরোরা ।
তামিল ও তেলুগুতে এই বায়োপিক-র নাম হবে 'থালাইভি' । হিন্দিতে ছবির নাম হবে 'জয়া' ।
14 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা । রাজনীতিতে আসার আগে তিনি অভিনেত্রী ছিলেন । 2016 সালে 68 বছর বয়সে মারা যান তিনি ।