ETV Bharat / sitara

'থালাইভি'-র জন্য নিজেকে কীভাবে তৈরি করছেন কঙ্গনা ?

'থালাইভি'-তে জয়ললিতার চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তুত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত । চরিত্রের জন্য প্রস্থেটিক্স মেকআপের কয়েকটি ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করলেন কঙ্গনার দিদি রঙ্গোলি চান্দেল ।

থালাইভি
author img

By

Published : Sep 20, 2019, 1:08 PM IST

মুম্বই : 'কুইন' কঙ্গনা রানাওয়াত তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সবসময় ভক্তদের অবাক করেন । এবার নতুনভাবে আরও শক্তিশালী অভিনয় দিয়ে তিনি পরদায় আসতে প্রস্তুত । অ্যামেরিকায় 'থালাইভি'-র চূড়ান্ত প্রস্তুতিই তার প্রমাণ ।

ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনার মেকআপে প্রস্থেটিক্সের ব্যবহার করা হবে । তাঁর শরীরে আঠা লাগানোর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা নিজে ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ।

ছবিগুলি দেখে মনে হচ্ছে, কঙ্গনা 'আয়রন লেডি' জয়ললিতার চরিত্রের জন্য প্রস্তুত । প্রস্থেটিক্স মেকআপের পাশাপাশি 'থালাইভি'-র জন্য ভরতনাট্যম ও তামিল শিখছেন অভিনেত্রী । ছবিটির শুটিং দিওয়ালির পর থেকে মাইসোরে শুরু হওয়ার কথা রয়েছে ।

মেকআপে প্রস্থেটিক্সের ব্যবাহারের আগে মেজ়ারমেন্টের জন্য কিছুদিন আগেই লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন কঙ্গনা । তাঁর দিদি রঙ্গোলি টুইট করেন, "এইভাবে প্রস্থেটিক্সের মাপ নেওয়া হয় । অভিনেতা হওয়া সহজ কাজ নয় । যেটা আমাদের দেখতে গিয়েই দমবন্ধ হয়ে আসছে, সেখানে কঙ্গনা কত শান্ত রয়েছে ।"

  • This is how measurements for prosthetics are taken, it’s not easy to be an actor, Kangana so calm even in something which is so suffocating for us to even watch 😰 pic.twitter.com/APQ9OSP2aT

    — Rangoli Chandel (@Rangoli_A) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি কিছুদিন আগেই জানিয়েছেন, 'ব্লেড রানার', 'ক্যাপ্টেন মার্ভেল'-র মতো ছবিতে কাজ করা খ্যাতনামা হলিউড শিল্পী জেসন কোলিন্স এই বায়োপিকের জন্য কঙ্গনার লুকের উপর কাজ করবেন ।

ছবিটির পরিচালনা করছেন এ এল বিজয় ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন ইন্দুরি ও সৈলেশ আর সিং । ছবির গল্প লিখেছেন 'বাহুবলী'ও 'দা ডার্টি পিকচার'-র দুই লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ও রজত অরোরা ।

তামিল ও তেলুগুতে এই বায়োপিক-র নাম হবে 'থালাইভি' । হিন্দিতে ছবির নাম হবে 'জয়া' ।

14 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা । রাজনীতিতে আসার আগে তিনি অভিনেত্রী ছিলেন । 2016 সালে 68 বছর বয়সে মারা যান তিনি ।

মুম্বই : 'কুইন' কঙ্গনা রানাওয়াত তাঁর পারফরম্যান্সের মাধ্যমে সবসময় ভক্তদের অবাক করেন । এবার নতুনভাবে আরও শক্তিশালী অভিনয় দিয়ে তিনি পরদায় আসতে প্রস্তুত । অ্যামেরিকায় 'থালাইভি'-র চূড়ান্ত প্রস্তুতিই তার প্রমাণ ।

ছবিতে অভিনয়ের জন্য কঙ্গনার মেকআপে প্রস্থেটিক্সের ব্যবহার করা হবে । তাঁর শরীরে আঠা লাগানোর ছবি সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন কঙ্গনা নিজে ও তাঁর দিদি রঙ্গোলি চান্দেল ।

ছবিগুলি দেখে মনে হচ্ছে, কঙ্গনা 'আয়রন লেডি' জয়ললিতার চরিত্রের জন্য প্রস্তুত । প্রস্থেটিক্স মেকআপের পাশাপাশি 'থালাইভি'-র জন্য ভরতনাট্যম ও তামিল শিখছেন অভিনেত্রী । ছবিটির শুটিং দিওয়ালির পর থেকে মাইসোরে শুরু হওয়ার কথা রয়েছে ।

মেকআপে প্রস্থেটিক্সের ব্যবাহারের আগে মেজ়ারমেন্টের জন্য কিছুদিন আগেই লস অ্যাঞ্জেলেসে গিয়েছেন কঙ্গনা । তাঁর দিদি রঙ্গোলি টুইট করেন, "এইভাবে প্রস্থেটিক্সের মাপ নেওয়া হয় । অভিনেতা হওয়া সহজ কাজ নয় । যেটা আমাদের দেখতে গিয়েই দমবন্ধ হয়ে আসছে, সেখানে কঙ্গনা কত শান্ত রয়েছে ।"

  • This is how measurements for prosthetics are taken, it’s not easy to be an actor, Kangana so calm even in something which is so suffocating for us to even watch 😰 pic.twitter.com/APQ9OSP2aT

    — Rangoli Chandel (@Rangoli_A) September 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

প্রযোজক বিষ্ণু বর্ধন ইন্দুরি কিছুদিন আগেই জানিয়েছেন, 'ব্লেড রানার', 'ক্যাপ্টেন মার্ভেল'-র মতো ছবিতে কাজ করা খ্যাতনামা হলিউড শিল্পী জেসন কোলিন্স এই বায়োপিকের জন্য কঙ্গনার লুকের উপর কাজ করবেন ।

ছবিটির পরিচালনা করছেন এ এল বিজয় ও প্রযোজনার দায়িত্বে রয়েছেন ইন্দুরি ও সৈলেশ আর সিং । ছবির গল্প লিখেছেন 'বাহুবলী'ও 'দা ডার্টি পিকচার'-র দুই লেখক কে ভি বিজয়েন্দ্র প্রসাদ ও রজত অরোরা ।

তামিল ও তেলুগুতে এই বায়োপিক-র নাম হবে 'থালাইভি' । হিন্দিতে ছবির নাম হবে 'জয়া' ।

14 বছরেরও বেশি সময় ধরে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ছিলেন জয়ললিতা । রাজনীতিতে আসার আগে তিনি অভিনেত্রী ছিলেন । 2016 সালে 68 বছর বয়সে মারা যান তিনি ।

Intro:Body:

Kangana Ranaut


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.