ETV Bharat / sitara

IIFA অ্যাওয়ার্ডস 2019 : বাজিমাত 'রাজ়ি'-র, সেরা গায়ক অরিজিৎ - best actor

মুম্বইতে অনুষ্ঠিত হল IIFA অ্যাওয়ার্ডস 2019 । সেরার তালিকায় জায়গা দখল করে নিলেন আলিয়া ভাট, রণবীর সিং, অরিজিৎ সিং সহ আরও অনেকে । দেখে নিন IIFA অ্যাওয়ার্ডস 2019-র পুরো তালিকা ।

অ্যাওয়ার্ডস
author img

By

Published : Sep 19, 2019, 9:59 AM IST

মুম্বই : 20 তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের তারকারা । 'পদ্মাবত'-র জন্য সেরা অভিনেতা হিসেবে রণবীর সিং ও 'রাজ়ি'-র জন্য সেরা অভিনেত্রী হিসেবে আলিয়া ভাট পুরস্কার জিতে নিয়েছেন ।

'সঞ্জু'-তে সেরা সাপোর্টিং রোলের জন্য পুরস্কার অর্জন করেছেন অভিনেতা ভিকি কৌশল ।

এছাড়াও, বিশেষ পুরস্কার দেওয়া হয় 'চেন্নাই এক্সপ্রেস'-র জন্য দীপিকা পাদুকোন, 'বরফি'-র জন্য রণবীর কাপুর, '৩ ইডিয়টস'-র জন্য রাজকুমার হিরানী ও 'এ দিল হ্যায় মুশকিল'-র জন্য প্রীতমকে । পাশাপাশি লাস্ট 20 বছরের ক্যাটাগরিতে সেরা ছবির জন্য পুরস্কার পায় 'কহো না প্যায়ার হ্যায়' ।

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য পুরস্কার দেওয়া হয় কোরিওগ্রাফার সরোজ খানকে । তিনি ছাড়াও কমেডি মাস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদকে রূপোলী পর্দায় অসাধারণ কাজের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় ।

দেখে নিন বিজয়ীদের পুরো তালিকা :

  • সেরা ছবি - রাজ়ি
  • সেরা পরিচালক - শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)
  • সেরা অভিনেত্রী - আলিয়া ভাট (রাজ়ি)
  • সেরা অভিনেতা - রণবীর সিং (পদ্মাবত)
  • সাপোর্টিং রোলে সেরা অভিনেত্রী - অদিতি রাও হায়দারি (পদ্মাবত)
  • সাপোর্টিং রোলে সেরা অভিনেতা - ভিকি কৌশল (সঞ্জু)
  • সেরা ডেবিউ অভিনেতা - ইশান খট্টর (ধড়ক)
  • সেরা ডেবিউ অভিনেত্রী - সারা আলি খান (কেদারনাথ)
  • সেরা গল্প - শ্রীরাম রাঘবন, পূজা লাধা শ্রুতি, অরিজিৎ বিশ্বাস, যোগেশ চন্দেকর ও হেমন্ত রাও (অন্ধাধুন)
  • সেরা সংগীত পরিচালনা - অমাল মল্লিক, গুরু রান্ধোয়া, রোচক কোহলি, সৌরভ-ভৈভব ও জ্যাক নাইট (সোনু কে টিটু কি সুইটি)
  • সেরা লিরিক্স - অমিতাভ ভট্টাচার্য (ধড়ক)
  • সেরা প্লেব্যাক সিংগর (ফিমেল) - হর্ষদীপ কউর ও বিভা সরফ (রাজ়ির দিলবরো)
  • সেরা প্লেব্যাক সিংগর (মেল) - অরিজিৎ সিং (রাজ়ির এ বতন)

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় সরোজ খান ও সৈয়দ ইশতিয়ক আহমেদকে ।

মুম্বই : 20 তম ইন্টারন্যাশনাল ইন্ডিয়ান ফিল্ম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বি-টাউনের তারকারা । 'পদ্মাবত'-র জন্য সেরা অভিনেতা হিসেবে রণবীর সিং ও 'রাজ়ি'-র জন্য সেরা অভিনেত্রী হিসেবে আলিয়া ভাট পুরস্কার জিতে নিয়েছেন ।

'সঞ্জু'-তে সেরা সাপোর্টিং রোলের জন্য পুরস্কার অর্জন করেছেন অভিনেতা ভিকি কৌশল ।

এছাড়াও, বিশেষ পুরস্কার দেওয়া হয় 'চেন্নাই এক্সপ্রেস'-র জন্য দীপিকা পাদুকোন, 'বরফি'-র জন্য রণবীর কাপুর, '৩ ইডিয়টস'-র জন্য রাজকুমার হিরানী ও 'এ দিল হ্যায় মুশকিল'-র জন্য প্রীতমকে । পাশাপাশি লাস্ট 20 বছরের ক্যাটাগরিতে সেরা ছবির জন্য পুরস্কার পায় 'কহো না প্যায়ার হ্যায়' ।

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য পুরস্কার দেওয়া হয় কোরিওগ্রাফার সরোজ খানকে । তিনি ছাড়াও কমেডি মাস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদকে রূপোলী পর্দায় অসাধারণ কাজের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় ।

দেখে নিন বিজয়ীদের পুরো তালিকা :

  • সেরা ছবি - রাজ়ি
  • সেরা পরিচালক - শ্রীরাম রাঘবন (অন্ধাধুন)
  • সেরা অভিনেত্রী - আলিয়া ভাট (রাজ়ি)
  • সেরা অভিনেতা - রণবীর সিং (পদ্মাবত)
  • সাপোর্টিং রোলে সেরা অভিনেত্রী - অদিতি রাও হায়দারি (পদ্মাবত)
  • সাপোর্টিং রোলে সেরা অভিনেতা - ভিকি কৌশল (সঞ্জু)
  • সেরা ডেবিউ অভিনেতা - ইশান খট্টর (ধড়ক)
  • সেরা ডেবিউ অভিনেত্রী - সারা আলি খান (কেদারনাথ)
  • সেরা গল্প - শ্রীরাম রাঘবন, পূজা লাধা শ্রুতি, অরিজিৎ বিশ্বাস, যোগেশ চন্দেকর ও হেমন্ত রাও (অন্ধাধুন)
  • সেরা সংগীত পরিচালনা - অমাল মল্লিক, গুরু রান্ধোয়া, রোচক কোহলি, সৌরভ-ভৈভব ও জ্যাক নাইট (সোনু কে টিটু কি সুইটি)
  • সেরা লিরিক্স - অমিতাভ ভট্টাচার্য (ধড়ক)
  • সেরা প্লেব্যাক সিংগর (ফিমেল) - হর্ষদীপ কউর ও বিভা সরফ (রাজ়ির দিলবরো)
  • সেরা প্লেব্যাক সিংগর (মেল) - অরিজিৎ সিং (রাজ়ির এ বতন)

ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হয় সরোজ খান ও সৈয়দ ইশতিয়ক আহমেদকে ।

Intro:Body:

IIFA awards 2019


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.