মুম্বই : আইকনিক কমেডি ছবি 'হেরা ফেরি'। দর্শকদের মন কেড়ে নিয়েছিল ওই ছবি । আর এবার রণবীর সিংয়ের সঙ্গে 'হেরা ফেরি'-র রিমেকে অভিনয় করতে চান বলে জানিয়েছেন অর্জুন কাপুর ।
সোশাল মিডিয়ায় ফ্যানদের সঙ্গে কথা বলছিলেন অর্জুন । সেখানেই 'গুন্ডে' সহ অভিনেতা রণবীরের সঙ্গে কোন সিনেমার রিমেকে কাজ করতে চান তা জানতে চাওয়া হয়েছিল তাঁর কাছে । তার উত্তরে তিনি বলেন, "রণবীর ও পরেশ রাওয়ালের সঙ্গে আমি 'হেরা ফেরি' ছবিটি করতে চাই । এছাড়া 'ম্যায় খিলাড়ি তু আনাড়ি' ছবির রিমেকেও রণবীরের সঙ্গে অভিনয় করতে চাই ।"
20 বছর আগে মুক্তি পায় প্রিয়দর্শনের 'হেরা ফেরি'। অভিনয় করেছিলেন অক্ষয় কুমার, সুনীল শেট্টি ও পরেশ রাওয়াল । ছবির বিষয়বস্তু, চরিত্রদের বেঁচে থাকার লড়াই হাস্য কৌতুকের মাধ্যমে তুলে ধরা হয়েছিল ছবিতে । যা মন ছুঁয়ে যায় দর্শকদের ।
কাকা এবং অভিনেতা অনিল কাপুরকে দেখেই অভিনয় করার অনুপ্রেরণা পেয়েছিলেন বলে জানিয়েছেন অর্জুন । অর্জুন বলেন, "আমি সারাক্ষণ তাঁর সামনে ঘুর ঘুর করতাম । তার থেকেই অভিনয়ের অনুপ্রেরণা পেয়েছি ।" যদি কখনও সুপারহিরোর সিনেমা করতে হয় তাহলে 'উলভেরিন' করতে চান তিনি ।
ক্যারিয়ারের শুরুর দিকে খুবই মোটা ছিলেন অর্জুন । তারপর অভিনয়ের আসার জন্য শরীর চর্চা শুরু করেন তিনি । ভাত ও মিষ্টি খাওয়া পুরোপুরি বন্ধ করে দেন । এর পাশাপাশি ওয়ার্ক আউটও করতেন তিনি ।