ETV Bharat / sitara

দাদু-দিদার ভূমিকায় - হেমা মালিনীর খবর

তবে অনস্ক্রিনে নয়, ফের একবার অফস্ক্রিন দাদু-দিদার ভূমিকায় ধর্মেন্দ্র ও হেমা মালিনী । তাঁদের ছোটো মেয়ে অহনার কোল আলো করে এল জমজ কন্যা সন্তান ।

Hema Malini and Dharmendra grandparent
Hema Malini and Dharmendra grandparent
author img

By

Published : Nov 28, 2020, 4:28 PM IST

মুম্বই : হেমা মালিনী আর ধর্মেন্দ্রর পরিবারে খুশির হাওয়া । এই কঠিন সময়ের মধ্যেও তাঁরা সেলিব্রেট করার কারণ খুঁজে পেলেন । কী সেই কারণ ? তাঁদের ছোটো মেয়ে অহনার কোল আলো করে এল জমজ কন্যা সন্তান ।

অহনা এবং তাঁর স্বামী বৈভবের দুই কন্যার নামও ঠিক হয়ে গেছে ইতিমধ্যে..অস্ত্রৈ ও অসিয়া । তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে, ড্যারিয়েন । তিন সন্তানকে নিয়ে এখন ভরন্ত সংসার অহনার ।

আর সন্তানের এই খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছেন ধর্মেন্দ্র-হেমাও । টুইট করে হেমা লিখেছেন, "আমাদের ছোটো মেয়ে অহনা ও বৈভবের দুই কন্যা সন্তান হয়েছে । এই খবর জানাতে পেরে আমাদের খুব ভালো লাগছে ।"

দেখে নিন হেমার টুইট...

অহনার দিদি এষা দেওল তখতানি এই খবর শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ।

মুম্বই : হেমা মালিনী আর ধর্মেন্দ্রর পরিবারে খুশির হাওয়া । এই কঠিন সময়ের মধ্যেও তাঁরা সেলিব্রেট করার কারণ খুঁজে পেলেন । কী সেই কারণ ? তাঁদের ছোটো মেয়ে অহনার কোল আলো করে এল জমজ কন্যা সন্তান ।

অহনা এবং তাঁর স্বামী বৈভবের দুই কন্যার নামও ঠিক হয়ে গেছে ইতিমধ্যে..অস্ত্রৈ ও অসিয়া । তাঁদের এক পুত্রসন্তানও রয়েছে, ড্যারিয়েন । তিন সন্তানকে নিয়ে এখন ভরন্ত সংসার অহনার ।

আর সন্তানের এই খুশিতে উজ্জ্বল হয়ে উঠেছেন ধর্মেন্দ্র-হেমাও । টুইট করে হেমা লিখেছেন, "আমাদের ছোটো মেয়ে অহনা ও বৈভবের দুই কন্যা সন্তান হয়েছে । এই খবর জানাতে পেরে আমাদের খুব ভালো লাগছে ।"

দেখে নিন হেমার টুইট...

অহনার দিদি এষা দেওল তখতানি এই খবর শেয়ার করেছেন তাঁর সোশাল মিডিয়া অ্যাকাউন্টে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.