ETV Bharat / sitara

ঋষি আমার ছেলের মতো ছিল : ধর্মেন্দ্র

author img

By

Published : May 1, 2020, 9:24 AM IST

ঋষি কাপুরের প্রয়াণে শোকাহত ধর্মেন্দ্র দেওল ।

dg
ddfg

মুম্বই : আগের দিন ইরফান খান । আর মাত্র 67 বছর বয়সেই ক্যানসারের কাছে মাথা নুইয়ে গতকাল ঋষি কাপুরকেও পাড়ি দিতে হয়েছে অন্য জগতে । বলিউডকে কাঁদিয়ে তাঁরা পাড়ি দিয়েছেন না ফেরার দুনিয়ায় । তাই বলিউডে এখন শুধুই বিষাদ ।

গতকাল ঋষি কাপুরের মৃত্যুর খবর জানা জানি হতে খুব বেশি সময় লাগেনি । যদিও খবরটা শোনার পর নিজের কানকে প্রথমে বিশ্বাস করতে চাননি অনেকেই । ভেবেছিলেন খবরটা হয়তো মিথ্যে । তবে এই খবর যে মিথ্যে নয় সেটা বোঝার পর বাক্য হারিয়ে ফেলেছিলেন একাধিক তারকা । ঋষির মৃত্যুতে শোকাহত ধর্মেন্দ্র দেওলও ।

টুইটারে শোকপ্রকাশ করে তিনি লেখেন, "একটার পর একটা দুঃখ, ঋষিও চলে গেল...ক্যানসারের সঙ্গে লড়াই করছিল সে । আমার ছেলের মতো ছিল । খুব খারাপ লাগছে ।"

  • सदमे के बाद सदमा, रिशी भी चला गया ..He fought a brave battle against cancer.
    He was like son to me.I am extremely sad and shattered.Pray for his family 🙏🏻#RishiKapoor pic.twitter.com/jKCD8sYioC

    — Dharmendra Deol (@aapkadharam) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্টের পাশাপাশি একটি ছবিও শেয়ার করেন তিনি । সেখানে হাসি হাসি মুখে ঋষি কাপুরকে তাঁর সামনে উবু হয়ে বসে থাকতে দেখা গিয়েছে ।

একাধিক সিনেমায় ঋষির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ধর্মেন্দ্র । তার মধ্যে 'সিতমগড়', 'কাতিলোঁ কে কাতিল' ও 'হাতিয়াড়' অন্যতম ।

দীর্ঘদিন লড়াই করেছেন ক্যানসারের সঙ্গে । মাঝে সুস্থ হয়ে অভিনয়ে ফিরেও এসেছিলেন । মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন । আর এবার একেবারেই হেরে গেলেন তিনি । 67 বছর বয়সেই মুম্বইয়ের এক হাসপাতালে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কা

মুম্বই : আগের দিন ইরফান খান । আর মাত্র 67 বছর বয়সেই ক্যানসারের কাছে মাথা নুইয়ে গতকাল ঋষি কাপুরকেও পাড়ি দিতে হয়েছে অন্য জগতে । বলিউডকে কাঁদিয়ে তাঁরা পাড়ি দিয়েছেন না ফেরার দুনিয়ায় । তাই বলিউডে এখন শুধুই বিষাদ ।

গতকাল ঋষি কাপুরের মৃত্যুর খবর জানা জানি হতে খুব বেশি সময় লাগেনি । যদিও খবরটা শোনার পর নিজের কানকে প্রথমে বিশ্বাস করতে চাননি অনেকেই । ভেবেছিলেন খবরটা হয়তো মিথ্যে । তবে এই খবর যে মিথ্যে নয় সেটা বোঝার পর বাক্য হারিয়ে ফেলেছিলেন একাধিক তারকা । ঋষির মৃত্যুতে শোকাহত ধর্মেন্দ্র দেওলও ।

টুইটারে শোকপ্রকাশ করে তিনি লেখেন, "একটার পর একটা দুঃখ, ঋষিও চলে গেল...ক্যানসারের সঙ্গে লড়াই করছিল সে । আমার ছেলের মতো ছিল । খুব খারাপ লাগছে ।"

  • सदमे के बाद सदमा, रिशी भी चला गया ..He fought a brave battle against cancer.
    He was like son to me.I am extremely sad and shattered.Pray for his family 🙏🏻#RishiKapoor pic.twitter.com/jKCD8sYioC

    — Dharmendra Deol (@aapkadharam) April 30, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

এই পোস্টের পাশাপাশি একটি ছবিও শেয়ার করেন তিনি । সেখানে হাসি হাসি মুখে ঋষি কাপুরকে তাঁর সামনে উবু হয়ে বসে থাকতে দেখা গিয়েছে ।

একাধিক সিনেমায় ঋষির সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন ধর্মেন্দ্র । তার মধ্যে 'সিতমগড়', 'কাতিলোঁ কে কাতিল' ও 'হাতিয়াড়' অন্যতম ।

দীর্ঘদিন লড়াই করেছেন ক্যানসারের সঙ্গে । মাঝে সুস্থ হয়ে অভিনয়ে ফিরেও এসেছিলেন । মাঝে মধ্যেই অসুস্থ হয়ে পড়তেন । আর এবার একেবারেই হেরে গেলেন তিনি । 67 বছর বয়সেই মুম্বইয়ের এক হাসপাতালে গতকাল শেষ নিশ্বাস ত্যাগ করেন ঋষি কা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.