ETV Bharat / sitara

"ছবিটা তৈরি হয়ে গেলেই তা রিলিজ় করতে ইচ্ছে করে" - ayushmann khurrana

আসলে ছবি তৈরি হয়ে যাওয়ার পরই তা আটকে না রেখে রিলিজ় করে দিতে চান সুজিত সরকার । সেই কারণে হলের ভরসায় না থেকে ডিজিটালেই 'গুলাবো সিতাবো' রিলিজ় করতে চলেছেন পরিচালক ।

sdf
dsf
author img

By

Published : May 14, 2020, 12:05 PM IST

মুম্বই : লকডাউনের জেরে বন্ধ সিনেমা হল । হল কবে খুলবে সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারছেন না । এই পরিস্থিতিতে ডিজিটালে মুক্তি পেতে চলেছে সুজিত সরকারের আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। আসলে ছবি তৈরি হয়ে যাওয়ার পরই তা আটকে না রেখে রিলিজ় করে দিতে চান তিনি । সেই কারণে হলের ভরসায় না থেকে ডিজিটালেই ছবিটি রিলিজ় করতে চলেছেন পরিচালক ।

এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা । ভাড়াটিয়া ও বাড়ির মালিকের সম্পর্ক তুলে ধরা হয়েছে ছবিতে । এটা খুব সাধারণ একটা ফ্যামিলি ড্রামা । এ বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি । তাই বেশি অপেক্ষা না করে ছবিটি ডিজিটালে রিলিজ় করার কথা চিন্তা করেন নির্মাতারা ।

এ প্রসঙ্গে সুজিত বলেন, "আমরা অনেক দিন আগেই ছবিটি তৈরি করে ফেলেছি । এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল । আমার একটা বাজে অভ্যাস আছে । ছবিটা তৈরি হয়ে গেলেই সেটাকে রিলিজ় করতে ইচ্ছে করে । মনে হয় দর্শকরা এবার সেটা দেখুন । এদিকে তার মধ্যেই কোরোনা থাবা বসায় দেশে । তারপরই রণি লাহিড়ির সঙ্গে আমার ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কথা হয় । সে আমার মত জানতে চায় । আমার চাহিদা একটাই । সেটা হল যত সংখ্যক বেশি দর্শকের কাছে পৌঁছানো । আর ডিজিাটলে রিলিজ় করার ফলে আমরা 200টি দেশে পৌঁছে যেতে পারছি । তবে এর আগে কখনও ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করিনি । এটা নতুন অভিজ্ঞতা । জানি না সিনেমা হল কবে খুলবে । তবে হলের সঙ্গে পাল্লা দিতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি । আর এটাই আমাদের ভবিষ্যৎ ।"

তবে ছবিটির ডিজিটাল মুক্তি সম্পর্কে অমিতাভ ও আয়ুষ্মান কী বলেছিলেন ? এই প্রশ্ন করা হয়েছিল সুজিতকে । উত্তরে তিনি বলেন, "তাঁদের এই বিষয়ে কোনও সমস্যা নেই । আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি । আর আমার মনে হয়ে এর মাধ্যমে আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারব । এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলির টেকনিকাল কোয়ালিটিও খুবই ভালো । তাই সবার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো'।

মুম্বই : লকডাউনের জেরে বন্ধ সিনেমা হল । হল কবে খুলবে সে বিষয়ে নিশ্চিতভাবে কেউ কিছুই বলতে পারছেন না । এই পরিস্থিতিতে ডিজিটালে মুক্তি পেতে চলেছে সুজিত সরকারের আপকামিং ছবি 'গুলাবো সিতাবো'। আসলে ছবি তৈরি হয়ে যাওয়ার পরই তা আটকে না রেখে রিলিজ় করে দিতে চান তিনি । সেই কারণে হলের ভরসায় না থেকে ডিজিটালেই ছবিটি রিলিজ় করতে চলেছেন পরিচালক ।

এই ছবিতে অভিনয় করেছেন অমিতাভ বচ্চন ও আয়ুষ্মান খুরানা । ভাড়াটিয়া ও বাড়ির মালিকের সম্পর্ক তুলে ধরা হয়েছে ছবিতে । এটা খুব সাধারণ একটা ফ্যামিলি ড্রামা । এ বছরের এপ্রিলে মুক্তি পাওয়ার কথা ছিল ছবিটি । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ হয়ে যাওয়ায় তা আর সম্ভব হয়নি । তাই বেশি অপেক্ষা না করে ছবিটি ডিজিটালে রিলিজ় করার কথা চিন্তা করেন নির্মাতারা ।

এ প্রসঙ্গে সুজিত বলেন, "আমরা অনেক দিন আগেই ছবিটি তৈরি করে ফেলেছি । এপ্রিলেই মুক্তি পাওয়ার কথা ছিল । আমার একটা বাজে অভ্যাস আছে । ছবিটা তৈরি হয়ে গেলেই সেটাকে রিলিজ় করতে ইচ্ছে করে । মনে হয় দর্শকরা এবার সেটা দেখুন । এদিকে তার মধ্যেই কোরোনা থাবা বসায় দেশে । তারপরই রণি লাহিড়ির সঙ্গে আমার ডিজিটাল প্ল্যাটফর্ম নিয়ে কথা হয় । সে আমার মত জানতে চায় । আমার চাহিদা একটাই । সেটা হল যত সংখ্যক বেশি দর্শকের কাছে পৌঁছানো । আর ডিজিাটলে রিলিজ় করার ফলে আমরা 200টি দেশে পৌঁছে যেতে পারছি । তবে এর আগে কখনও ডিজিটাল প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করিনি । এটা নতুন অভিজ্ঞতা । জানি না সিনেমা হল কবে খুলবে । তবে হলের সঙ্গে পাল্লা দিতে চলেছে ডিজিটাল প্ল্যাটফর্মগুলি । আর এটাই আমাদের ভবিষ্যৎ ।"

তবে ছবিটির ডিজিটাল মুক্তি সম্পর্কে অমিতাভ ও আয়ুষ্মান কী বলেছিলেন ? এই প্রশ্ন করা হয়েছিল সুজিতকে । উত্তরে তিনি বলেন, "তাঁদের এই বিষয়ে কোনও সমস্যা নেই । আমরা এই বিষয় নিয়ে আলোচনা করি । আর আমার মনে হয়ে এর মাধ্যমে আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছতে পারব । এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলির টেকনিকাল কোয়ালিটিও খুবই ভালো । তাই সবার সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।"

12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.