ETV Bharat / sitara

শুভ জন্মদিন: দুষ্টু-মিষ্টি হাসি নিয়ে এভাবেই প্রাণবন্ত থেকো বরুণ - Varun's Birthday

নেপোটিজমের গাল মন্দই হোক বা ছবি ফ্লপের খোঁচা সদাহাস্য বরুণ শান্ত মেজাজেই সামলেছেন সবকিছুকে। তাঁর ওপর নাতাশা দলালের সঙ্গে বিয়ে। গ্ল্যামারের আলোয় চোখ ধাঁধিয়ে যায়নি বরুণের ছোটবেলা প্রেয়সীকেই জীবনসঙ্গিনী বানিয়েছেন তিনি। এই সবমিলিয়ে বলিউডের চকোলেট বয় সবার অজান্তে মহিলা ভক্তদের একেবারে মনের মানুষ হয়ে উঠেছেন। রীতিমতো তাঁক লাগানো সোশাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা।

Varun Dhawan
Varun Dhawan, 34th Birthj
author img

By

Published : Apr 24, 2021, 5:06 PM IST

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের অন্যতম বরুণ ধাওয়ান। 'স্টার কিড' হলেও রিল লাইফের বাইরে কখনই উগ্র রূপে দেখা যায়নি পরিচালক ডেভিড ধাওয়ানের ছোট ছেলেকে। দুষ্ট-মিষ্টি হাসি ও সহজ সরল ব্য়বহারে খুব তাড়াতাড়ি ভক্তদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন বরুণ।

বরুণ ধবন
বলিউডের চকোলেট বয় বরুণ

নেপোটিজমের গাল মন্দই হোক বা ছবি ফ্লপের খোঁচা, সদাহাস্য বরুণ শান্ত মেজাজেই সামলেছেন সবকিছু। তাঁর ওপর নাতাশা দলালের সঙ্গে বিয়ে। গ্ল্যামারের আলোয় চোখ ধাঁধিয়ে যায়নি বরুণের ছোটবেলার প্রেয়সীকেই জীবনসঙ্গিনী বানিয়েছেন তিনি। এই সবমিলিয়ে বলিউডের চকোলেট বয় সবার অজান্তে মহিলা ভক্তদের একেবারে মনের মতো হয়ে উঠেছেন। রীতিমতো তাক লাগানো সোশাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা।

বরুণ ধবন
নাতাশার সঙ্গে আবেগঘন মুহূর্তে বরুণ

ছবি হিট হোক বা ফ্লপ নতুন কাজের খামতি নেই বরুণের। কুলি নম্বর ওয়ান বক্স অফিসে মুখ থুবড়ে পরলেও ছবির প্রেক্ষাপট ও অপটু বুনুনিকেই দায় করে দর্শক ও সমালোচকরা। ক্লিন চিট পান বরুণ। উল্টে অভিনেতার নাঁচ ও সহ অভিনেতা সারার সঙ্গে তাঁর খুঁনসুটি বেশ উপভোগ করেন দর্শক।

Varun's Birthday
আন্তর্জাতিক নারী দিবসে মনের মানুষকে নিয়ে সেলফি বরুণের

টুইটার ও ফেসবুকে বরুণের ভক্তদের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। তবে এই পরিসংখ্যানকেও ছাপিয়েছে গেছে ইনস্টাগ্রামে তাঁর অনুগামীদের সংখ্যা, তা এখন পৌঁছেছে ৩৫কোটিতে।

বরুণ ধবন
টুইটার ও ফেসবুকে ১০ কোটি ছাড়িয়েছে বরুণের ভক্তদের সংখ্যা

এত কথা যাকে নিয়ে আজ তাঁর ৩৩তম জন্মদিন। তবে করোনাকালে আড়ম্বর হীন ও নিভৃতে কাছের মানুষদের সঙ্গে তাঁর বিশেষ দিনটি কাটাবেন বরুণ। ইটিভি ভারতের পক্ষ থেকে অভিনেতার জন্য রইল অনেক শুভেচ্ছা।

Varun's Birthday
'স্টার কিড' হলেও নেই তারকা সুলভ আচরণ

গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন বরুণ। এবছর যেন সুস্থ থাকেন তিনি। এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে মাল্টিস্টারার জুগজুগ জিও ও রণভূমির মতো বড় বাজেটের ছবি।

এবছরের শেষের দিকে ছবি দুটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবির সাফল্যের জন্য রইল আগাম শুভেচ্ছো।

বলিউডের নতুন প্রজন্মের তারকাদের অন্যতম বরুণ ধাওয়ান। 'স্টার কিড' হলেও রিল লাইফের বাইরে কখনই উগ্র রূপে দেখা যায়নি পরিচালক ডেভিড ধাওয়ানের ছোট ছেলেকে। দুষ্ট-মিষ্টি হাসি ও সহজ সরল ব্য়বহারে খুব তাড়াতাড়ি ভক্তদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন বরুণ।

বরুণ ধবন
বলিউডের চকোলেট বয় বরুণ

নেপোটিজমের গাল মন্দই হোক বা ছবি ফ্লপের খোঁচা, সদাহাস্য বরুণ শান্ত মেজাজেই সামলেছেন সবকিছু। তাঁর ওপর নাতাশা দলালের সঙ্গে বিয়ে। গ্ল্যামারের আলোয় চোখ ধাঁধিয়ে যায়নি বরুণের ছোটবেলার প্রেয়সীকেই জীবনসঙ্গিনী বানিয়েছেন তিনি। এই সবমিলিয়ে বলিউডের চকোলেট বয় সবার অজান্তে মহিলা ভক্তদের একেবারে মনের মতো হয়ে উঠেছেন। রীতিমতো তাক লাগানো সোশাল মিডিয়ায় তাঁর অনুগামীর সংখ্যা।

বরুণ ধবন
নাতাশার সঙ্গে আবেগঘন মুহূর্তে বরুণ

ছবি হিট হোক বা ফ্লপ নতুন কাজের খামতি নেই বরুণের। কুলি নম্বর ওয়ান বক্স অফিসে মুখ থুবড়ে পরলেও ছবির প্রেক্ষাপট ও অপটু বুনুনিকেই দায় করে দর্শক ও সমালোচকরা। ক্লিন চিট পান বরুণ। উল্টে অভিনেতার নাঁচ ও সহ অভিনেতা সারার সঙ্গে তাঁর খুঁনসুটি বেশ উপভোগ করেন দর্শক।

Varun's Birthday
আন্তর্জাতিক নারী দিবসে মনের মানুষকে নিয়ে সেলফি বরুণের

টুইটার ও ফেসবুকে বরুণের ভক্তদের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি। তবে এই পরিসংখ্যানকেও ছাপিয়েছে গেছে ইনস্টাগ্রামে তাঁর অনুগামীদের সংখ্যা, তা এখন পৌঁছেছে ৩৫কোটিতে।

বরুণ ধবন
টুইটার ও ফেসবুকে ১০ কোটি ছাড়িয়েছে বরুণের ভক্তদের সংখ্যা

এত কথা যাকে নিয়ে আজ তাঁর ৩৩তম জন্মদিন। তবে করোনাকালে আড়ম্বর হীন ও নিভৃতে কাছের মানুষদের সঙ্গে তাঁর বিশেষ দিনটি কাটাবেন বরুণ। ইটিভি ভারতের পক্ষ থেকে অভিনেতার জন্য রইল অনেক শুভেচ্ছা।

Varun's Birthday
'স্টার কিড' হলেও নেই তারকা সুলভ আচরণ

গতবছর করোনা আক্রান্ত হয়েছিলেন বরুণ। এবছর যেন সুস্থ থাকেন তিনি। এই মুহূর্তে অভিনেতার ঝুলিতে রয়েছে মাল্টিস্টারার জুগজুগ জিও ও রণভূমির মতো বড় বাজেটের ছবি।

এবছরের শেষের দিকে ছবি দুটি মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ছবির সাফল্যের জন্য রইল আগাম শুভেচ্ছো।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.