ETV Bharat / sitara

দিল্লি পুলিশের থেকে কন্ডোম বেশি নিরাপত্তা দেয়, মনে করেন হনসল মেহতা - হনসল মেহতার খবর

দিল্লি পুলিশের আচরণ ও কর্মক্ষমতা আজ প্রশ্নের মুখে । সোশাল মিডিয়ায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অজস্র মন্তব্য ভেসে আসছে । এবার পরিচালক হনসল মেহতাও একহাত নিলেন দিল্লি পুলিশের বিরুদ্ধে ।

Hansal Mehta on Delhi Police
Hansal Mehta on Delhi Police
author img

By

Published : Jan 9, 2020, 11:42 PM IST

মুম্বই : পপুলার এক কন্ডোম ব্র্যান্ড তাদের ট্যাগলাইনে এক মজাদার অথচ উইটি লাইন প্রচার করছে । আর কন্ডোম ব্র্যান্ডের সেই ট্যাগলাইনটি নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন হনসল ।

ট্যাগলাইন বলছে, সেই কন্ডোম দিল্লি পুলিশের থেকে বেশি নিরাপত্তা দেয় । হনসল এই লাইনের সঙ্গে সহমত পোষণ করে লিখেছেন, "আমি এই ব্র্যান্ডকে বেছে নিলাম । এটা আপনাকে সুরক্ষিত ও আনন্দে রাখবে ।"

JNU-তে পড়ুয়াদের উপর হওয়া হামলাই দিল্লি পুলিশের অকর্মন্যতাকে নগ্ন করেছে । ছাত্রদের SOS অ্যালার্ট সত্ত্বেও পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি । এই নিয়ে তুমুল সমালোচনা চলছে দেশজুড়ে ।

হনসল মেহতা সবসময়েই সামাজিক সমস্যাকে অ্যাড্রেস করে ছবি বানান । তাঁর 'সিটিলাইটস' বা 'শহিদ'-এর মতো ছবি সিনেমা দুনিয়াকে আরও সমৃদ্ধ করেছে । দিল্লি পুলিশের এই ব্যর্থতায় তিনি যে তাঁর মতপ্রকাশ করবেন, সেটাই স্বাভাবিক ।

মুম্বই : পপুলার এক কন্ডোম ব্র্যান্ড তাদের ট্যাগলাইনে এক মজাদার অথচ উইটি লাইন প্রচার করছে । আর কন্ডোম ব্র্যান্ডের সেই ট্যাগলাইনটি নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন হনসল ।

ট্যাগলাইন বলছে, সেই কন্ডোম দিল্লি পুলিশের থেকে বেশি নিরাপত্তা দেয় । হনসল এই লাইনের সঙ্গে সহমত পোষণ করে লিখেছেন, "আমি এই ব্র্যান্ডকে বেছে নিলাম । এটা আপনাকে সুরক্ষিত ও আনন্দে রাখবে ।"

JNU-তে পড়ুয়াদের উপর হওয়া হামলাই দিল্লি পুলিশের অকর্মন্যতাকে নগ্ন করেছে । ছাত্রদের SOS অ্যালার্ট সত্ত্বেও পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি । এই নিয়ে তুমুল সমালোচনা চলছে দেশজুড়ে ।

হনসল মেহতা সবসময়েই সামাজিক সমস্যাকে অ্যাড্রেস করে ছবি বানান । তাঁর 'সিটিলাইটস' বা 'শহিদ'-এর মতো ছবি সিনেমা দুনিয়াকে আরও সমৃদ্ধ করেছে । দিল্লি পুলিশের এই ব্যর্থতায় তিনি যে তাঁর মতপ্রকাশ করবেন, সেটাই স্বাভাবিক ।

Intro:Body:

দিল্লি পুলিশের থেকে কন্ডোম বেশি নিরাপত্তা দেয়, মনে করেন হনসল মেহতা



দিল্লি পুলিশের আচরণ ও কর্মক্ষমতা আজ প্রশ্নের মুখে । সোশাল মিডিয়ায় দিল্লি পুলিশের বিরুদ্ধে অজস্র মন্তব্য ভেসে আসছে । এবার পরিচালক হনসল মেহতাও একহাত নিলেন দিল্লি পুলিশের বিরুদ্ধে ।



মুম্বই : পপুলার এক কন্ডোম ব্র্যান্ড তাদের ট্যাগলাইনে এক মজাদার অথচ উইটি লাইন প্রচার করছে । আর কন্ডোম ব্র্যান্ডের সেই ট্যাগলাইনটি নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করলেন হনসল ।



ট্যাগলাইন বলছে, সেই কন্ডোম দিল্লি পুলিশের থেকে বেশি নিরাপত্তা দেয় । হনসল এই লাইনের সঙ্গে সহমত পোষণ করে লিখেছেন, "আমি এই ব্র্যান্ডকে বেছে নিলাম । এটা আপনাকে সুরক্ষিত ও আনন্দে রাখবে ।"



JNU-তে পড়ুয়াদের উপর হওয়া হামলাই দিল্লি পুলিশের অকর্মন্যতাকে নগ্ন করেছে । ছাত্রদের SOS অ্যালার্ট সত্ত্বেও পুলিশ তাদের প্রোটেকশন দিতে পারেনি । এই নিয়ে তুমুল সমালোচনা চলছে দেশজুড়ে ।



হনসল মেহতা সবসময়েই সামাজিক সমস্যাকে অ্যাড্রেস করে ছবি বানান । তাঁর 'সিটিলাইটস' বা 'শহিদ'-এর মতো ছবি সিনেমা দুনিয়াকে আরও সমৃদ্ধ করেছে । দিল্লি পুলিশের এই ব্যর্থতায় তিনি যে তাঁর মতপ্রকাশ করবেন, সেটাই স্বাভাবিক । 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.