ETV Bharat / sitara

প্রয়াত হাম আপকে হ্যায় কৌনের সঙ্গীত পরিচালক লক্ষ্মণ - বিজয় পাটিল

শোকস্তব্ধ সঙ্গীত জগত ৷ মারা গেলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক বিজয় পাটিল ৷

music composer laxman death
music composer laxman death
author img

By

Published : May 22, 2021, 1:30 PM IST

নাগপুর , 22 মে : নক্ষত্র পতন সঙ্গীত জগতে ৷ শনিবার মারা গেলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক বিজয় পাটিল ৷ যদিও ইন্ড্রাস্ট্রিতে তিনি লক্ষ্মণ নামেই বেশি পরিচিত ৷

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ শনিবার রাত 1টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে প্রায় দেড়শোটি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেন তিনি ৷ হিন্দি থেকে মারাঠি, ভোজপুরি সব ভাষাতেই রেখে গেছেন তাঁর সৃজনশীলতার ছোঁয়া ৷

আরও পড়ুন : মিস ইউনিভার্স জয়ের 27 বছর, আবেগে ভাসলেন সুস্মিতা

নয়ের দশক থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত আট থেকে আশি সকলের মন জয় করেন তিনি সঙ্গীতের বলে ৷ হাম আপকে হ্যায় কৌন, এজেন্ট বিনোদ, তারানা ইত্যাদি ছবির অসাধারণ গানগুলি তার উদাহরণ ৷

বিজয় পাটিলের ঝুলি থেকে উপচে পড়েছে ব্লক বাস্টার হিট গানের তালিকা ৷ যা দেখে বলাই যায় মৃত্যু হল সঙ্গীত জগতের এক মহীরূহের ৷ আগেই মারা গিয়েছেন তাঁর সঙ্গী রাম ৷

এবার মৃত্যু হল লক্ষ্মণের ৷ তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত ৷

নাগপুর , 22 মে : নক্ষত্র পতন সঙ্গীত জগতে ৷ শনিবার মারা গেলেন বিখ্যাত সঙ্গীত পরিচালক বিজয় পাটিল ৷ যদিও ইন্ড্রাস্ট্রিতে তিনি লক্ষ্মণ নামেই বেশি পরিচিত ৷

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল 79 বছর ৷ শনিবার রাত 1টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি ৷

দীর্ঘ চল্লিশ বছরের কর্মজীবনে প্রায় দেড়শোটি ছবিতে সঙ্গীত পরিচালনার কাজ করেন তিনি ৷ হিন্দি থেকে মারাঠি, ভোজপুরি সব ভাষাতেই রেখে গেছেন তাঁর সৃজনশীলতার ছোঁয়া ৷

আরও পড়ুন : মিস ইউনিভার্স জয়ের 27 বছর, আবেগে ভাসলেন সুস্মিতা

নয়ের দশক থেকে একবিংশ শতকের প্রথম দশক পর্যন্ত আট থেকে আশি সকলের মন জয় করেন তিনি সঙ্গীতের বলে ৷ হাম আপকে হ্যায় কৌন, এজেন্ট বিনোদ, তারানা ইত্যাদি ছবির অসাধারণ গানগুলি তার উদাহরণ ৷

বিজয় পাটিলের ঝুলি থেকে উপচে পড়েছে ব্লক বাস্টার হিট গানের তালিকা ৷ যা দেখে বলাই যায় মৃত্যু হল সঙ্গীত জগতের এক মহীরূহের ৷ আগেই মারা গিয়েছেন তাঁর সঙ্গী রাম ৷

এবার মৃত্যু হল লক্ষ্মণের ৷ তাঁর এই অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা সঙ্গীত জগত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.