মুম্বই : আয়ুষ্মান খুরানার আপকামিং ছবি 'ডক্টর জি'। সেখানে একজন চিকিৎসকের চরিত্রে দেখা যাবে তাঁকে । এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করার কথা ছিল ম্রুণাল ঠাকুরের । কিন্তু, শুটিংয়ের তারিখ নিয়ে সমস্যা হওয়ায় এই ছবি থেকে বেরিয়ে গিয়েছেন তিনি । আর ম্রুণালের পরিবর্তে অর্থাৎ আয়ুষ্মানের হিরোইনের চরিত্রে অভিনয়ের জন্য ইচ্ছা প্রকাশ করেছেন গুলশন দেবাইয়া ।
এই ছবিতে আয়ুষ্মানের বিপরীতে অভিনয় করবেন বলে যথেষ্ট উচ্ছ্বসিত ছিলেন ম্রুণাল । কিন্তু, তারিখ নিয়ে সমস্যা হওয়ায় এই ছবি থেকে বেরিয়ে যান তিনি । সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই খবর । টুইটরে এই খবর শেয়ার করে গুলশন লেখেন, "তাহলে আমি আসতে পারি ? দেখা যাক আমি আয়ুষ্মানের হিরোইন হয়ে উঠতে পারি কি না ।"
মাঝে মধ্যেই সোশাল মিডিয়ায় মজা করতে দেখা যায় গুলশনকে । সম্প্রতি ড্রাগন ফ্রুটের নাম পরিবর্তন করার কথা বলেন গুজরাতের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি । এই ফলকে বাইরে থেকে পদ্মের মতো দেখতে হওয়ায় তার নাম পরিবর্তন করে কমলাম রাখার আবেদন জানিয়েছেন তিনি ।
এ প্রসঙ্গে একটি মজার টুইট করেন গুলশন । তিনি লেখেন, "বাহ বিষয়টা বেশ ভালো !! তাহলে কি আকারের দিক থেকে আমরা কলার নাম পরিবর্তন করতে পারি ? কলা নামটি সঠিক নয় ।"
যাই হোক 'ডক্টর জি' পরিচালনা করবেন অনুভূতি কাশ্যপ । সম্পর্কে অনুরাগ কাশ্যপের বোন তিনি । আর এই ছবির মাধ্যমেই পরিচালনায় হাতেখড়ি হবে অনুভূতির ।