গোন্দিয়া : মহারাষ্ট্র পুলিশের হাতে গ্রেপ্তার বিজয় রাজ । বিজয়ের বিরুদ্ধে উঠেছে তাঁরই কোনও মহিলা কর্মীকে শ্লীলতাহানি করার অভিযোগ ।
কয়েকদিন আগে অভিযোগকারিনী মুম্বই পুলিশে অফিশিয়াল অভিযোগ দায়ের করেন । তারপরেই গোন্দিয়া জেলার রামপুর পুলিশ গ্রেপ্তার করে বিজয়কে ।
আজই স্থানীয় কোর্টে পেশ করা হবে অভিনেতাকে । তবে এই বিষয়ে বেশি কিছু জানা যাচ্ছে না । বিজয় যে হোটেলে রয়েছেন, সেখানে কোনও মিডিয়াকেও ঢুকতে দেওয়া হচ্ছে না ।
বিদ্যা বালানের 'শেরানি' ছবিতে অভিনয় করছেন বিজয় রাজ । সেই ফিল্মের জন্য মধ্যপ্রদেশের বালাঘাটে ছিলেন তিনি । পুরো প্রোডাকশন টিমের সঙ্গে এক বিলাসবহুল হোটেলে উঠেছিলেন তিনি । আর সেখানেই আসে এই দুঃসংবাদ ।
'ডেলি বেলি','সুরমা', 'গালি বয়', 'ড্রিম গার্ল'-র মতো বহু ছবিতে অভিনয় করেছেন বিজয় । সুঅভিনেতা হিসেবে তাঁর বিশেষ কদর রয়েছে ইন্ডাস্ট্রিতে ।