ETV Bharat / sitara

'গুলাবো সিতাবো'-তে দেওয়াল ভাঙতে গিয়ে নাজেহাল আয়ুষ্মান - Ayushmann in Gulabo Sitabo

'গুলাবো সিতাবো'-র একটি দৃশ্যে লাথি মেরে দেওয়াল ভাঙতে দেখা যায় আয়ুষ্মানকে । যদিও তা মোটেই সহজ ছিল না তাঁর কাছে । তার জন্য একাধিকবার টেক দিতে হয় তাঁকে । সম্প্রতি অ্যামাজ়ন প্রাইমের তরফে প্রকাশ করা হয়েছে সেই ভিডিয়ো ।

sdf
sdf
author img

By

Published : Jun 5, 2020, 10:02 PM IST

মুম্বই : আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি 'গুলাবো সিতাবো'। বাড়ি মালিকের সঙ্গে ভাড়াটিয়ার সম্পর্কই ফুটে উঠবে ছবিতে । এখানে মির্জা নামে এক বাড়ি মালিকের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ । লখনউতে একটি পুরোনো বাড়ির মালিক সে । আর সেই বাড়িতে ভাড়া থাকতে যান আয়ুষ্মান ।

ছবিতে বাড়ি মালিকের সঙ্গে ভাড়াটিয়ার সম্পর্ক একেবারেই ভালো নয় । আসলে বাড়িটি বেচতে চায় মির্জা । কিন্তু, ভাড়াটিয়ারা তা আটকানোর চেষ্টা করে । এভাবেই এগোবে ছবির গল্প । ট্রেলারেই ফুটে উঠেছে ছবিতে অমিতাভের সঙ্গে আয়ুষ্মানের সম্পর্ক ।

মির্জাকে শান্তি থাকতে দেয় না তার ভাড়াটিয়ারা । যে বিষয়গুলো সে পছন্দ করে না তাই তারা করে । আর সেই তালিকায় রয়েছেন আয়ুষ্মানও । সারাক্ষণ মির্জাকে অপদস্ত করেন তিনি । ছবির একটি দৃশ্যে আয়ুষ্মানকে ঘরের দেওয়াল ভাঙতে দেখা যাবে । যদিও সেই দেওয়াল লাথি মেরে ভাঙা একেবারেই সহজ ছিল না তাঁর কাছে । একাধিকবার সেই দৃশ্যের জন্য টেক দিতে হয় তাঁকে । অবশেষে সেই দেওয়াল ভাঙতে সফল হন তিনি ।

সম্প্রতি অ্যামাজ়ন প্রাইমের তরফে সেই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে দাঁত মাজতে মাজতে আয়ুষ্মানকে দেওয়ালে লাথি মারতে দেখা যায় । কিন্তু, একাধিকবার লাথি মারার ফলেও তা ভাঙেনি । এরপর কলাকুশলীদের তরফে দেওয়াল কিছুটা আলগা করে রাখা হয় । যার ফলে লাথি মারতেই তা ভেঙে পড়ে যায় । আর এভাবেই ওই দৃশ্যের শুট করেন পরিচালক সুজিত সরকার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ থাকায় তা রিলিজ় করা সম্ভব হয়নি । অবশেষে ডিজিটালে মুক্তি পেতে চলেছে ছবিটি । 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো'।

মুম্বই : আয়ুষ্মান খুরানা ও অমিতাভ বচ্চন অভিনীত ছবি 'গুলাবো সিতাবো'। বাড়ি মালিকের সঙ্গে ভাড়াটিয়ার সম্পর্কই ফুটে উঠবে ছবিতে । এখানে মির্জা নামে এক বাড়ি মালিকের চরিত্রে অভিনয় করছেন অমিতাভ । লখনউতে একটি পুরোনো বাড়ির মালিক সে । আর সেই বাড়িতে ভাড়া থাকতে যান আয়ুষ্মান ।

ছবিতে বাড়ি মালিকের সঙ্গে ভাড়াটিয়ার সম্পর্ক একেবারেই ভালো নয় । আসলে বাড়িটি বেচতে চায় মির্জা । কিন্তু, ভাড়াটিয়ারা তা আটকানোর চেষ্টা করে । এভাবেই এগোবে ছবির গল্প । ট্রেলারেই ফুটে উঠেছে ছবিতে অমিতাভের সঙ্গে আয়ুষ্মানের সম্পর্ক ।

মির্জাকে শান্তি থাকতে দেয় না তার ভাড়াটিয়ারা । যে বিষয়গুলো সে পছন্দ করে না তাই তারা করে । আর সেই তালিকায় রয়েছেন আয়ুষ্মানও । সারাক্ষণ মির্জাকে অপদস্ত করেন তিনি । ছবির একটি দৃশ্যে আয়ুষ্মানকে ঘরের দেওয়াল ভাঙতে দেখা যাবে । যদিও সেই দেওয়াল লাথি মেরে ভাঙা একেবারেই সহজ ছিল না তাঁর কাছে । একাধিকবার সেই দৃশ্যের জন্য টেক দিতে হয় তাঁকে । অবশেষে সেই দেওয়াল ভাঙতে সফল হন তিনি ।

সম্প্রতি অ্যামাজ়ন প্রাইমের তরফে সেই ভিডিয়ো প্রকাশ্যে আনা হয়েছে । যেখানে দাঁত মাজতে মাজতে আয়ুষ্মানকে দেওয়ালে লাথি মারতে দেখা যায় । কিন্তু, একাধিকবার লাথি মারার ফলেও তা ভাঙেনি । এরপর কলাকুশলীদের তরফে দেওয়াল কিছুটা আলগা করে রাখা হয় । যার ফলে লাথি মারতেই তা ভেঙে পড়ে যায় । আর এভাবেই ওই দৃশ্যের শুট করেন পরিচালক সুজিত সরকার ।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

প্রথমে সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির । কিন্তু, লকডাউনের জেরে হল বন্ধ থাকায় তা রিলিজ় করা সম্ভব হয়নি । অবশেষে ডিজিটালে মুক্তি পেতে চলেছে ছবিটি । 12 জুন অ্যামাজ়ন প্রাইমে মুক্তি পাবে 'গুলাবো সিতাবো'।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.