মুম্বই : শিল্পীদের প্রতি সরকারের ব্যবহার দেখে খুবই কষ্ট পান ঋষি কাপুর। তাঁর মতে কোনও জায়গার নামকরণ রাজনীতিবিদদের নামে নয়, শিল্পীদের নামে হওয়া উচিত। IANS সূত্রে জানা যাচ্ছে এই খবর।
তিনি বললেন, "বিশ্বের দরবারে আমাদের দেশ পরিচিত সিনেমা, সংগীত ও সংস্কৃতির জন্য। কিন্তু দেখুন, আমাদের আইকনদের সঙ্গে এখানে কী ব্যবহার করা হয়? অন্যান্য দেশের মতো আমাদের সরকার কি এই সমস্ত আইকনদের জন্য যথেষ্ট চিন্তা করে?"
বর্ষীয়ান এই অভিনেতা প্রশ্ন তুলেছেন, "সমস্ত নতুন রাস্তা, ফ্লাইওভার, এয়ারপোর্টের নামকরণ হয় রাজনীতিবিদদের নামে। এতদিন অবধি তাই হয়ে এসেছে। কেন শিল্পীদের নামে নামকরণ করা হয় না?"
দীর্ঘদিন অ্যামেরিকায় থেকে চিকিৎসা করিয়ে সদ্য দেশে ফিরেছেন ঋষি কাপুর। সেখানে তো এরকম হয় না। তিনি বললেন, "অ্যামেরিকায় এলভিস প্রিসলি, মাইকেল জ্যাকসনের মতো তারকাদের নামে জায়গার নামকরণ করা হয়েছে। নতুন প্রজন্ম এই সমস্ত মানুষদের অবদান সম্পর্কে জানতে পারে। আমাদের দেশের অন্যতম বড় অনুপ্রেরণা কল্পনা চাওলা। আমাদের পরের প্রজন্ম কতটা জানে ওঁর ব্যাপারে?"
ঋষির এই মন্তব্যে কি কোনও পরিবর্তন আসবে সরকারের? উত্তর দেবে সময়।