ETV Bharat / sitara

স্বাস্থ্য়ই সম্পদ.. - Ritesh deshmukh and genelia dsouza health

লকডাউনে একটা জিনিস উপলব্ধি করেছেন জেনেলিয়া ডিসুজ়া ও রীতেশ দেশমুখ । বুঝেছেন যে, স্বাস্থ্যই সম্পদ ।

Ritesh deshmukh and genelia dsouza health
Ritesh deshmukh and genelia dsouza health
author img

By

Published : May 22, 2020, 8:56 PM IST

মুম্বই : লকডাউন আমাদের অনেক কিছুই শিখিয়েছে । পৃথিবী জুড়ে চলা এই মৃত্যুমিছিলে আমরা জীবনের অর্থ আরও বেশি করে বুঝতে পেরেছি । সুস্থ থাকাটাও যে কত গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করলেন জেনেলিয়া ডিসুজ়া ও রীতেশ দেশমুখ ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । সেই ছবিতে স্বামী রীতেশের সঙ্গে জিমে জেনেলিয়া । মোবাইলে বিনোদ চন্নার ওয়ার্কআউট ক্লাস চালিয়ে মন দিয়ে এই দু'মাস ধরে শরীরচর্চা করেছেন তারকা দম্পতি ।

জেনেলিয়া লিখেছেন, "আমি কোনওদিনও ওয়ার্কআউট নিয়ে এত সচেতন ছিলাম না, এই দু'মাস ধরে যতটা আছি । দম্পতি হিসেবেও একটা দারুণ অনুভূতি হচ্ছে, কারণ একে অপরকে সময় দিয়েও আমরা নিজেদের শরীরের যত্ন নিতে পারছি ।" একসঙ্গে জিমও হচ্ছে, সময় কাটানোও হচ্ছে তাঁদের ।

বিনোদ চন্নাকেই ধন্যবাদ জানাতে ভোলেননি জেনেলিয়া । অনলাইনে এত সুন্দর করে ওয়ার্কআউট ক্লাস করানোর জন্য আজ অনেকটা সুস্থ আর সুন্দর হয়ে উঠেছেন তিনি ।

দেখে নিন পোস্ট...

মুম্বই : লকডাউন আমাদের অনেক কিছুই শিখিয়েছে । পৃথিবী জুড়ে চলা এই মৃত্যুমিছিলে আমরা জীবনের অর্থ আরও বেশি করে বুঝতে পেরেছি । সুস্থ থাকাটাও যে কত গুরুত্বপূর্ণ সেটা উপলব্ধি করলেন জেনেলিয়া ডিসুজ়া ও রীতেশ দেশমুখ ।

ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী । সেই ছবিতে স্বামী রীতেশের সঙ্গে জিমে জেনেলিয়া । মোবাইলে বিনোদ চন্নার ওয়ার্কআউট ক্লাস চালিয়ে মন দিয়ে এই দু'মাস ধরে শরীরচর্চা করেছেন তারকা দম্পতি ।

জেনেলিয়া লিখেছেন, "আমি কোনওদিনও ওয়ার্কআউট নিয়ে এত সচেতন ছিলাম না, এই দু'মাস ধরে যতটা আছি । দম্পতি হিসেবেও একটা দারুণ অনুভূতি হচ্ছে, কারণ একে অপরকে সময় দিয়েও আমরা নিজেদের শরীরের যত্ন নিতে পারছি ।" একসঙ্গে জিমও হচ্ছে, সময় কাটানোও হচ্ছে তাঁদের ।

বিনোদ চন্নাকেই ধন্যবাদ জানাতে ভোলেননি জেনেলিয়া । অনলাইনে এত সুন্দর করে ওয়ার্কআউট ক্লাস করানোর জন্য আজ অনেকটা সুস্থ আর সুন্দর হয়ে উঠেছেন তিনি ।

দেখে নিন পোস্ট...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.