ETV Bharat / sitara

Gehraiyaan title track Releases: মুক্তি পেল দীপিকার নতুন ছবি 'গেহরাইয়াঁ'-র টাইটেল ট্র্যাক - Title track of the upcoming film Gehraiyaan releases on Tuesday

মঙ্গলবার মুক্তি পেল 'গেহরাইয়াঁ' ছবির টাইটেল ট্র্যাক 'লে ডুবি যা রহি হ্যায় গেহরাইয়াঁ হামে' (Title track of the upcoming film Gehraiyaan releases on Tuesday ) ৷ 11 ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিয়ো-তে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ তার আগে মূল বক্তব্য়টি সুন্দর ভাবে ধরা পড়ল এই টাইটেল ট্র্যাকে ৷

Gehraiyaan title track Releases
মুক্তি পেল দীপিকার নতুন ছবি গেহরাইয়াঁ র টাইটেল ট্রাক
author img

By

Published : Feb 1, 2022, 3:05 PM IST

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি: ট্রেলার সামনে আসার পর থেকেই যথেষ্ট আগ্রহ বাড়িয়েছে নতুন ছবি 'গেহরাইয়াঁ' (Title track of the upcoming film Gehraiyaan releases on Tuesday) ৷ মঙ্গলবার সামনে এল ছবিটির টাইটেল ট্র্যাক ৷ গানটির সুর এবং কথায় সুন্দরভাবে ধরা পড়ে গোটা ছবির মূল ভাষ্য ৷ ছবির দ্বিতীয় সঙ্গীত হিসাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের আলো দেখল এই গানটি ৷ কারণ এর আগে গত মাসেই ছবির প্রথম গান 'ডুবে' রিলিজ করা হয়েছে এবং সেই গানটিকে যথেষ্ট জনপ্রিয়ও হয়ে উঠেছে দর্শক মহলে ৷

ট্রেলার এবং প্রথম গান 'ডুবে'-এর পর 'লে ডুবি যা রহি হ্যায় গেহরাইয়াঁ হামে' গানটি ছবি সম্পর্কে আরও বেশ কিছুটা ধারণা দেয় দর্শকদের ৷ এই গানের কথাকার অঙ্কুর তিওয়ারি, কম্পোজার ওএএফএফ এবং সভেরা, আর তার সঙ্গে লতিকা ঝাঁয়ের গলা মিলে বিষয়টি একেবারে জমজমাট হয়ে উঠেছে ৷ এর আগে 'ডুবে' গানটিতেও সকলের মন জয় করে নিয়েছিল লতিকার কণ্ঠের গভীরতায় ৷ এই গানেও একইরকম আবেগি ছোঁয়ায় মন ভরিয়ে দিলেন তিনি ৷

আরও পড়ুন : গেহরাইয়াঁয় দীপিকা-সিদ্ধান্ত-অনন্যার ত্রিকোণ প্রেমের রসায়ন, মুক্তি পেল ট্রেলার

গানটি তুলে ধরে জীবনের নানা জটিল সম্পর্কের কথা এবং ভিডিয়োটি দেখায়, জীবনে প্রেমের একের পর আবেগপ্রবণ তরঙ্গ এসে যখন ঝাঁপিয়ে পড়ে, তখন নিজেকে শান্ত রাখা কতখানি কঠিন ৷ এই গানের রূপায়ণেও দেখা যায় অনন্যা পান্ডে, দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে ৷ মূলত ছবির অনেকখানি আভাস রয়েছে এই ভিডিয়োটিতেও ৷ 11 ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিয়ো-তে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে দীপিকা, সিদ্ধান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ এবং রজত কাপুরের মত অভিনেতারাও ৷

হায়দরাবাদ, 1 ফেব্রুয়ারি: ট্রেলার সামনে আসার পর থেকেই যথেষ্ট আগ্রহ বাড়িয়েছে নতুন ছবি 'গেহরাইয়াঁ' (Title track of the upcoming film Gehraiyaan releases on Tuesday) ৷ মঙ্গলবার সামনে এল ছবিটির টাইটেল ট্র্যাক ৷ গানটির সুর এবং কথায় সুন্দরভাবে ধরা পড়ে গোটা ছবির মূল ভাষ্য ৷ ছবির দ্বিতীয় সঙ্গীত হিসাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশের আলো দেখল এই গানটি ৷ কারণ এর আগে গত মাসেই ছবির প্রথম গান 'ডুবে' রিলিজ করা হয়েছে এবং সেই গানটিকে যথেষ্ট জনপ্রিয়ও হয়ে উঠেছে দর্শক মহলে ৷

ট্রেলার এবং প্রথম গান 'ডুবে'-এর পর 'লে ডুবি যা রহি হ্যায় গেহরাইয়াঁ হামে' গানটি ছবি সম্পর্কে আরও বেশ কিছুটা ধারণা দেয় দর্শকদের ৷ এই গানের কথাকার অঙ্কুর তিওয়ারি, কম্পোজার ওএএফএফ এবং সভেরা, আর তার সঙ্গে লতিকা ঝাঁয়ের গলা মিলে বিষয়টি একেবারে জমজমাট হয়ে উঠেছে ৷ এর আগে 'ডুবে' গানটিতেও সকলের মন জয় করে নিয়েছিল লতিকার কণ্ঠের গভীরতায় ৷ এই গানেও একইরকম আবেগি ছোঁয়ায় মন ভরিয়ে দিলেন তিনি ৷

আরও পড়ুন : গেহরাইয়াঁয় দীপিকা-সিদ্ধান্ত-অনন্যার ত্রিকোণ প্রেমের রসায়ন, মুক্তি পেল ট্রেলার

গানটি তুলে ধরে জীবনের নানা জটিল সম্পর্কের কথা এবং ভিডিয়োটি দেখায়, জীবনে প্রেমের একের পর আবেগপ্রবণ তরঙ্গ এসে যখন ঝাঁপিয়ে পড়ে, তখন নিজেকে শান্ত রাখা কতখানি কঠিন ৷ এই গানের রূপায়ণেও দেখা যায় অনন্যা পান্ডে, দীপিকা পাড়ুকোন এবং সিদ্ধান্ত চতুর্বেদীকে ৷ মূলত ছবির অনেকখানি আভাস রয়েছে এই ভিডিয়োটিতেও ৷ 11 ফেব্রুয়ারি আমাজন প্রাইম ভিডিয়ো-তে মুক্তি পেতে চলেছে এই ছবি ৷ ছবিতে দীপিকা, সিদ্ধান্তের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসিরউদ্দিন শাহ এবং রজত কাপুরের মত অভিনেতারাও ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.