মুম্বই : ছোটো করে কাটা চুল, মুখে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন আর হাতে ঝাঁটা । আপকামিং ছবি 'ম্যাডাম চিফ মিনিস্টার'-এ এই লুকেই দেখা যাবে রিচা চাড্ডাকে । এই লুকে অবশ্য আগে কখনও বড় পরদায় দেখা যায়নি তাঁকে । সম্প্রতি এই ছবিতে নিজের ফার্স্টলুক পোস্টার শেয়ার করেন অভিনেত্রী নিজেই ।
রাজনীতির উপর ভিত্তি করে এই ছবি তৈরি করা হয়েছে । রিচা ছাড়াও এখানে দেখা যাবে মানব কল ও সৌরভ শুক্লকে । আর পোস্টারের মাধ্যমে রিচার পাশপাশি তাঁদের লুকও প্রকাশ্যে এসেছে ।
সোশাল মিডিয়ায় এই পোস্টার শেয়ার করে রিচা লেখেন, "অত্যন্ত আনন্দের সঙ্গে আমার নতুন ছবি #ম্যাডামচিফমিনিস্টার-এর পোস্টার শেয়ার করছি ।" 22 জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি । ছবিটি পরিচালনা করেছেন সুভাষ কাপুর ।
-
Glad to present to you all, my new movie #MadamChiefMinister, a political drama about an 'untouchable' who hustles and makes it big in life! Out in cinemas on 22nd January! Stay tuned! pic.twitter.com/7dXDY1KRIX
— TheRichaChadha (@RichaChadha) January 4, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Glad to present to you all, my new movie #MadamChiefMinister, a political drama about an 'untouchable' who hustles and makes it big in life! Out in cinemas on 22nd January! Stay tuned! pic.twitter.com/7dXDY1KRIX
— TheRichaChadha (@RichaChadha) January 4, 2021Glad to present to you all, my new movie #MadamChiefMinister, a political drama about an 'untouchable' who hustles and makes it big in life! Out in cinemas on 22nd January! Stay tuned! pic.twitter.com/7dXDY1KRIX
— TheRichaChadha (@RichaChadha) January 4, 2021
ছবির শুটিং করা হয়েছে উত্তরপ্রদেশে । রিচা, মানব কল ও সৌরভ শুক্লর পাশাপাশি এর গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অক্ষয় ওবেরয় ও সুব্রজ্যোতিকে ।
রিচার দ্বিতীয় ছবি 'ম্যাডাম চিফ মিনিস্টার', যা কোরোনা পরিস্থিতির মধ্যে মুক্তি পাচ্ছে থিয়েটারে । এর আগে 25 ডিসেম্বর মুক্তি পেয়েছিল 'শাকিলা'। সেখানে একজন অ্যাডাল্ট দক্ষিণী অভিনেত্রীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি । সেখানে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন পঙ্কজ ত্রিপাঠী । তবে বক্স অফিসে তেমন এখটা দাগ কাটতে পারেনি এই ছবি ।