ETV Bharat / sitara

'কবীর সিং'-এর সঙ্গে 'থাপ্পড়'-এর তুলনা, কী বললেন তাপসী - কবীর সিং

'থাপ্পড়'-এর ট্রেলার মুক্তির পর তার সঙ্গে 'কবীর সিং'-এর তুলনা করা হয় । সে প্রসঙ্গে এবার মন্তব্য করেছেন তাপসী পান্নু ।

ে্ি
্েি
author img

By

Published : Feb 3, 2020, 5:42 PM IST

মুম্বই : নেতিবাচক বিষয়কে ভিলেনের চরিত্রর মাধ্যমেই ফুটিয়ে তোলা উচিত । সেটাকে হিরোর মাধ্যমে তুলে ধরা একেবারেই ঠিক নয় । আর এই বিষয়টা পরিচালকের মানসিকতার উপর নির্ভর করে বলে মনে করেন তাপসী পান্নু ।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'থাপ্পড়'-এর ট্রেলার । ওই ছবির সঙ্গে 'কবীর সিং'-এর তুলনা করেছেন অনেকেই । 'কবীর সিং'-এ প্রীতিকে (কিয়ারা আডবানি) চড় মেরেছিল রাজধীর (শাহিদ কাপুর)। তা নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয় । এই দৃশ্যর সমালোচনা করেন অনেকেই । অনেকেই বলেছিলেন, ভালোবাসার মানুষকে চড় কখনও মারা যায় না । অনেকে আবার এই দৃশ্যকে সম্মতি জানান । অন্যদিকে, তাপসী পান্নুর 'থাপ্পড়' ছবিতে পারিবারিক নির্যাতনের প্রতিবাদের ঘটনা তুলে ধরা হয়েছে । আর 'থাপ্পড়'-এর মাধ্যমে 'কবীর সিং' নির্মাতাদের মুখে সপাটে একটা চড় মারা হয়েছে বলেও উল্লেখ করেন নেটিজ়েনরা ।

'কবীর সিং' সম্পর্কে তাপসী বলেন, "পরিচালক তাঁর ছবিতে এই ধরনের বিষয় তুলে ধরেছেন কারণ চিন্তাভাবনা সেরকম । আর সেই কারণেই বলা হয় সিনেমা সমাজের প্রতিচ্ছবি । কিন্তু, 'থাপ্পড়' ছবিতে যে ধরনের বিষয় তুলে ধরা হয়েছে আমাদের চিন্তাভাবনাও সেরকম হওয়া উচিত । পরিচালকের নিজের চিন্তাভাবনা ফুটে উঠেছে 'কবীর সিং' ছবিতে ।"

তিনি আরও বলেন, "একটা নেতিবাচক চরিত্রকে তুলে ধরার জন্য কিছুটা দায়িত্ববাণ হওয়া দরকার । ওই চরিত্রকে ভিলেনের মধ্যে দিয়ে তুলে ধরা উচিত । তাকে কখনওই হিরো করে তোলা ঠিক নয় । সমাজের পক্ষে এটা খুবই ভয়ের বিষয় । তাই আমাদের ভারতীয় সমাজের কথা মাথায় রেখে পরিচালককে দায়িত্ব নিতে হবে ।"

'থাপ্পড়' ছবিতে তাপসীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রত্না পাঠক শাহ, মানভ কৌল, দিয়া মির্জা, তানভী আজ়মি ও রাম কাপুরকে ।

28 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

মুম্বই : নেতিবাচক বিষয়কে ভিলেনের চরিত্রর মাধ্যমেই ফুটিয়ে তোলা উচিত । সেটাকে হিরোর মাধ্যমে তুলে ধরা একেবারেই ঠিক নয় । আর এই বিষয়টা পরিচালকের মানসিকতার উপর নির্ভর করে বলে মনে করেন তাপসী পান্নু ।

সম্প্রতি মুক্তি পেয়েছে 'থাপ্পড়'-এর ট্রেলার । ওই ছবির সঙ্গে 'কবীর সিং'-এর তুলনা করেছেন অনেকেই । 'কবীর সিং'-এ প্রীতিকে (কিয়ারা আডবানি) চড় মেরেছিল রাজধীর (শাহিদ কাপুর)। তা নিয়ে যথেষ্ট চর্চা শুরু হয় । এই দৃশ্যর সমালোচনা করেন অনেকেই । অনেকেই বলেছিলেন, ভালোবাসার মানুষকে চড় কখনও মারা যায় না । অনেকে আবার এই দৃশ্যকে সম্মতি জানান । অন্যদিকে, তাপসী পান্নুর 'থাপ্পড়' ছবিতে পারিবারিক নির্যাতনের প্রতিবাদের ঘটনা তুলে ধরা হয়েছে । আর 'থাপ্পড়'-এর মাধ্যমে 'কবীর সিং' নির্মাতাদের মুখে সপাটে একটা চড় মারা হয়েছে বলেও উল্লেখ করেন নেটিজ়েনরা ।

'কবীর সিং' সম্পর্কে তাপসী বলেন, "পরিচালক তাঁর ছবিতে এই ধরনের বিষয় তুলে ধরেছেন কারণ চিন্তাভাবনা সেরকম । আর সেই কারণেই বলা হয় সিনেমা সমাজের প্রতিচ্ছবি । কিন্তু, 'থাপ্পড়' ছবিতে যে ধরনের বিষয় তুলে ধরা হয়েছে আমাদের চিন্তাভাবনাও সেরকম হওয়া উচিত । পরিচালকের নিজের চিন্তাভাবনা ফুটে উঠেছে 'কবীর সিং' ছবিতে ।"

তিনি আরও বলেন, "একটা নেতিবাচক চরিত্রকে তুলে ধরার জন্য কিছুটা দায়িত্ববাণ হওয়া দরকার । ওই চরিত্রকে ভিলেনের মধ্যে দিয়ে তুলে ধরা উচিত । তাকে কখনওই হিরো করে তোলা ঠিক নয় । সমাজের পক্ষে এটা খুবই ভয়ের বিষয় । তাই আমাদের ভারতীয় সমাজের কথা মাথায় রেখে পরিচালককে দায়িত্ব নিতে হবে ।"

'থাপ্পড়' ছবিতে তাপসীর সঙ্গে অভিনয় করতে দেখা যাবে রত্না পাঠক শাহ, মানভ কৌল, দিয়া মির্জা, তানভী আজ়মি ও রাম কাপুরকে ।

28 ফেব্রুয়ারি মুক্তি পাবে ছবিটি ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.