ETV Bharat / sitara

ঋষিকে হারানোর যন্ত্রণা, ফেলে আসা বছরের দিকে তাকিয়ে নীতু - নীতু কাপুরের খবর

2020 সালটা নীতু কাপুরের জন্য কঠিন । কারণ এই বছরে এক রাশ অভিজ্ঞতা, যন্ত্রণা, স্ট্রাগলের মধ্যে দিয়ে গেছেন তিনি । স্বামী ঋষি কাপুরকে হারিয়েছেন, কোরোনা আক্রান্ত হয়েছেন । সব মিলিয়ে ঘটনাবহুল বছর 2020-কে ফিরে দেখলেন অভিনেত্রী ।

neetu kapoor miss rishi kapoor
neetu kapoor miss rishi kapoor
author img

By

Published : Dec 29, 2020, 9:18 PM IST

মুম্বই : 2020 সালটা নীতু কাপুরের কাছে একটা নাগরদোলার মতো । এই উঠছে এই নামছে । মানসিক দিক থেকে একের পর এক ধাক্কাও যেমন সহ্য করেছেন, তেমনভাবেই নিজের মানুষগুলোর সঙ্গে ঝালিয়ে নিয়েছেন সম্পর্ক ।

সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নীতু লিখেছেন, "2020 সালটা আমার জন্য একটা রোলার কোস্টার ছিল । যখন তুমি চলে গেলে, নিজেকে মনে হল একটা হেডলাইটের সামনে আটকে পড়া একটা হরিণ, জানি না কোথায় যাব ।"

ঋষির মৃত্যুটা আজও যন্ত্রণা দেয় নীতুকে । সেই ভীত হরিণটা আজও তাঁকে তাড়া করে বেড়ায় । নীতু আরও লিখেছেন, "যুগ যুগ জিও- শুরু হওয়ার পর একটু ভালো ছিলাম । তারপর কোরোনা হয়ে গেল ।"

কোরোনাকে জয় করে ফের শুটিংয়ে ফিরেছেন নীতু । 2020 তাঁকে অনেক শক্ত হতে শিখিয়েছে । দেখে নিন তাঁর পোস্ট..

মুম্বই : 2020 সালটা নীতু কাপুরের কাছে একটা নাগরদোলার মতো । এই উঠছে এই নামছে । মানসিক দিক থেকে একের পর এক ধাক্কাও যেমন সহ্য করেছেন, তেমনভাবেই নিজের মানুষগুলোর সঙ্গে ঝালিয়ে নিয়েছেন সম্পর্ক ।

সোশাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করে নীতু লিখেছেন, "2020 সালটা আমার জন্য একটা রোলার কোস্টার ছিল । যখন তুমি চলে গেলে, নিজেকে মনে হল একটা হেডলাইটের সামনে আটকে পড়া একটা হরিণ, জানি না কোথায় যাব ।"

ঋষির মৃত্যুটা আজও যন্ত্রণা দেয় নীতুকে । সেই ভীত হরিণটা আজও তাঁকে তাড়া করে বেড়ায় । নীতু আরও লিখেছেন, "যুগ যুগ জিও- শুরু হওয়ার পর একটু ভালো ছিলাম । তারপর কোরোনা হয়ে গেল ।"

কোরোনাকে জয় করে ফের শুটিংয়ে ফিরেছেন নীতু । 2020 তাঁকে অনেক শক্ত হতে শিখিয়েছে । দেখে নিন তাঁর পোস্ট..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.