ইন্দোর : তেলাঙ্গানা, উত্তরপ্রদেশের সহ দেশের বিভিন্ন শহরে মেয়েদের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। সেলেব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই এই বিষয়ে নিজেদের ভয় ও নিরাপত্তাহীনতার কথা জানিয়েছেন। রবিনাও জানালেন তাঁর প্রতিক্রিয়ার কথা।
তিনি বললেন, "আমি অনেক দিন থেকেই এই বিষয়ে কথা বলে আসছি। আমার টুইটার ও ইনস্টাগ্রামেও তার প্রমাণ পাওয়া যাবে। আমার মনে হয় রাজনীতিবিদদের সদিচ্ছা ও ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে এই পরিস্থিতি সামাল দেওয়া সহজ হবে।"
রবিনা আরও বলেন, "2012 সালে নির্ভয়া কাণ্ডের পর থেকে এই নিয়ে কথা বলছি আমি। আমি একটি ছবিও বানিয়েছি 'মাতর' নামে, যার বিষয়বস্ত এমনই।"
শুনে নিন রবিনার বক্তব্য...
2017 সালে 'মাতর'-এর পর রবিনাকে আর কোনও ছবিতে অভিনয় করতে দেখা যায়নি। তাঁকে এখন বেশিরভাগ সময় টেলিভিশনের রিয়েলিটি শোয়ে বিচারক হিসেবে দেখা যায়।