ETV Bharat / sitara

'তুফান'-এর পরেই সাত পাকে বাঁধা পড়ছেন ফারহান ? - ফারহান আখতারের খবর

ফারহান আখতার আর শিবানী দান্দেকরের বিয়ের জল্পনা চলছে বহুদিন ধরেই । এবার শোনা যাচ্ছে 'তুফান' মুক্তি পাওয়ার পরই দুই হাত এক হতে চলেছে ।

Farhan Akhtar wedding rumors
Farhan Akhtar wedding rumors
author img

By

Published : Jan 13, 2020, 8:55 AM IST

মুম্বই : নিজেদের সম্পর্ক নিয়ে কখনই খোলাখুলি কথা বলেননি ফারহান-শিবানী । তবে তাঁদের রিলেশনের কথা এখন একটা ওপেন সিক্রেট । সম্প্রতি জাভেদ আখতারের দেওয়া একটি ইন্টারভিউতে ব্যাপারটা সম্বন্ধে আরও একটু হিন্ট পাওয়া গেল ।

জাভেদকে ফারহান-শিবানীর সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই মাত্র আপনার থেকে শুনলাম । আমি এই ক'দিন আগেই ফারহানের জন্মদিনে ছিলাম, ও কিন্তু কিছুই বলেনি এই ব্যাপারে । তবে আপনি আন্দাজ করতে পারবেন না, বাচ্চারা কোনও কোনও বিষয়ে খুব ভালো গোপনীয়তা রক্ষা করতে পারে ।"

এই মন্তব্য করে জাভেদ এটা স্পষ্ট করে দিলেন যে, সবার সব জল্পনা সত্যি হয়ে যেতে পারে ।

Farhan Akhtar wedding rumors
ফারহান-শিবানী

ফারহান এখন তুমুল ব্যস্ত তাঁর আগামী ছবি'তুফান' নিয়ে । রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় এই ছবিতে ফারহান এক ন্যাশনাল লেভেল বক্সারের ভূমিকায় । ছবিটির মুক্তি 2 অক্টোবর । শোনা যাচ্ছে এই ছবির মুক্তির পরই বিয়ে করবেন ফারহান-শিবানী ।

তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই রিউমার্ড দম্পতির তরফ থেকে । 2016 সালে হেয়ার স্টাইলিস্ট আধুনা ভবনানীর সঙ্গে ডিভোর্সের পরই শিবানীর সঙ্গে অভিনেতার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ।

মুম্বই : নিজেদের সম্পর্ক নিয়ে কখনই খোলাখুলি কথা বলেননি ফারহান-শিবানী । তবে তাঁদের রিলেশনের কথা এখন একটা ওপেন সিক্রেট । সম্প্রতি জাভেদ আখতারের দেওয়া একটি ইন্টারভিউতে ব্যাপারটা সম্বন্ধে আরও একটু হিন্ট পাওয়া গেল ।

জাভেদকে ফারহান-শিবানীর সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই মাত্র আপনার থেকে শুনলাম । আমি এই ক'দিন আগেই ফারহানের জন্মদিনে ছিলাম, ও কিন্তু কিছুই বলেনি এই ব্যাপারে । তবে আপনি আন্দাজ করতে পারবেন না, বাচ্চারা কোনও কোনও বিষয়ে খুব ভালো গোপনীয়তা রক্ষা করতে পারে ।"

এই মন্তব্য করে জাভেদ এটা স্পষ্ট করে দিলেন যে, সবার সব জল্পনা সত্যি হয়ে যেতে পারে ।

Farhan Akhtar wedding rumors
ফারহান-শিবানী

ফারহান এখন তুমুল ব্যস্ত তাঁর আগামী ছবি'তুফান' নিয়ে । রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় এই ছবিতে ফারহান এক ন্যাশনাল লেভেল বক্সারের ভূমিকায় । ছবিটির মুক্তি 2 অক্টোবর । শোনা যাচ্ছে এই ছবির মুক্তির পরই বিয়ে করবেন ফারহান-শিবানী ।

তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই রিউমার্ড দম্পতির তরফ থেকে । 2016 সালে হেয়ার স্টাইলিস্ট আধুনা ভবনানীর সঙ্গে ডিভোর্সের পরই শিবানীর সঙ্গে অভিনেতার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে ।

Intro:Body:

'তুফান'-এর পরেই সাত পাকে বাঁধা পড়ছেন ফারহান ?



ফারহান আখতার আর শিবানী দান্দেকরের বিয়ের জল্পনা চলছে বহুদিন ধরেই । এবার শোনা যাচ্ছে 'তুফান' মুক্তি পাওয়ার পরই দুই হাত এক হতে চলেছে ।



মুম্বই : নিজেদের সম্পর্ক নিয়ে কখনই খোলাখুলি কথা বলেননি ফারহান-শিবানী । তবে তাঁদের রিলেশনের কথা এখন একটা ওপেন সিক্রেট । সম্প্রতি জাভেদ আখতারের দেওয়া একটি ইন্টারভিউতে ব্যাপারটা সম্বন্ধে আরও একটু হিন্ট পাওয়া গেল ।



জাভেদকে ফারহান-শিবানীর সম্পর্কের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, "আমি এই মাত্র আপনার থেকে শুনলাম । আমি এই ক'দিন আগেই ফারহানের জন্মদিনে ছিলাম, ও কিন্তু কিছুই বলেনি এই ব্যাপারে । তবে আপনি আন্দাজ করতে পারবেন না, বাচ্চারা কোনও কোনও বিষয়ে খুব ভালো গোপনীয়তা রক্ষা করতে পারে ।"



এই মন্তব্য করে জাভেদ এটা স্পষ্ট করে দিলেন যে, সবার সব জল্পনা সত্যি হয়ে যেতে পারে ।



ফারহান এখন তুমুল ব্যস্ত তাঁর আগামী ছবি'তুফান' নিয়ে । রাকেশ ওমপ্রকাশ মেহরার পরিচালনায় এই ছবিতে ফারহান এক ন্যাশনাল লেভেল বক্সারের ভূমিকায় । ছবিটির মুক্তি 2 অক্টোবর । শোনা যাচ্ছে এই ছবির মুক্তির পরই বিয়ে করবেন ফারহান-শিবানী ।



তবে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি এই রিউমার্ড দম্পতির তরফ থেকে । 2016 সালে হেয়ার স্টাইলিস্ট আধুনা ভবনানীর সঙ্গে ডিভোর্সের পরই শিবানীর সঙ্গে অভিনেতার সম্পর্কের কথা প্রকাশ্যে আসে । 


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.