মুম্বই : পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড 'জল'-র প্রাক্তন সদস্য ফারহান সইদ 'রোইয়া' গানটি কপি করার অভিযোগে সেলিম মারচেন্টকে তিরস্কার করেন । তবে ভারতীয় গায়ক-সুরকার এটিকে "নিছক কাকতালীয়" বলে অভিহিত করেছেন ।
ফারহান গতকাল টুইট করেন, "একজন আমাকে সেলিমের গান হরিয়া পাঠিয়েছিলেন । এটি পুরোটাই আমার গান রোইয়ার কপি করা । আমি আশ্চর্য হয়েছি যে, কারও কাজ চুরি করার পরও তাঁরা নিজেকে শিল্পী বলেন । যদি করারই ছিল তো জিঞ্জাসা করে করতেন । আর জিজ্ঞাসা না করতে চাইলে ভালো কিছু করুন । #stopstealing"
-
Someone just sent me @salim_merchant song HAREYA, which is a total copy of my song ROIYAAN. I wonder they have the audacity to call themselves artists when they steal someone's work. Karna hi hai to pooch ke kuro aur ager poochna nahin hai to at least acha to kuro!#stopstealing
— Farhan Saeed (@farhan_saeed) September 14, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Someone just sent me @salim_merchant song HAREYA, which is a total copy of my song ROIYAAN. I wonder they have the audacity to call themselves artists when they steal someone's work. Karna hi hai to pooch ke kuro aur ager poochna nahin hai to at least acha to kuro!#stopstealing
— Farhan Saeed (@farhan_saeed) September 14, 2019Someone just sent me @salim_merchant song HAREYA, which is a total copy of my song ROIYAAN. I wonder they have the audacity to call themselves artists when they steal someone's work. Karna hi hai to pooch ke kuro aur ager poochna nahin hai to at least acha to kuro!#stopstealing
— Farhan Saeed (@farhan_saeed) September 14, 2019
সেলিম ফারহানের 2014-র গানটি শুনে টুইট করেন, "এটা নিছক কাকতালীয় যে, হরিয়ার কোরাসটা তোমার গানের মতো । সত্যি বলতে আমি গানটা এর আগে শুনিনি । এটা অনেক সময়ই হয় যখন নোটগুলোর মধ্যে ন্যাচারাল প্রোগ্রেশন হয় । আমার ট্র্যাক রেকর্ড রয়েছে, আমি কখনও চুরি করি না ।"
সেলিমের এই টুইটের উত্তরে লেখেন, "সেলিম আপনি যদি তাই বলেন, তাহলে আর একটি কাকতালীয় ঘটনা হল আমাদের গীতিকারও একই । যাই হোক শুভ কামনা ।"
সেলিম প্রতুত্তরে বলেন, "যদি আমার কপি করতেই হত আমি আমার কর্মজীবনে অনেক আগেই এটা করে ফেলতাম । আমার সত্যিই মনে হচ্ছে, আমার গানটা তৈরি করার আগে আপনার গানটা শোনা উচিত ছিল । আমি আমাদের কম্পোজ়িশনে নিশ্চয়ই পরিবর্তন করব আপনার গানের থেকে আলাদা শোনানোর জন্য । যাই হোক, আশা করি আপনি বুঝেছেন ।"
এই ঘটনার শুরু হয় গতকাল, যখন সেলিম টুইটারে তাঁর ইউটিউব চ্যানেলে শেয়ার করা 'হরিয়া' গানটির লিঙ্ক শেয়ার করেন ।