ETV Bharat / sitara

6 সপ্তাহে 15 কেজি ওজনবৃদ্ধি, 'তুফান'-এর জন্য় প্রস্তুত ফারহান - ফারহান আখতারের খবর

'তুফান'-ফিল্মের জন্য 6 সপ্তাহে 15 কেজি ওজন বাড়ালেন ফারহান আখতার । ফিল্মে এক বক্সারের চরিত্রে অভিনয় করছেন তিনি । চরিত্রের জন্য সবকিছুই করতে রাজি ফারহান...

farhan akhtar puts on wait
farhan akhtar puts on wait
author img

By

Published : Apr 9, 2020, 4:33 PM IST

মুম্বই : 'তুফান'-এর জন্য একেবারে প্রস্তুত ফারহান আখতার । নিজের পেশিবহুল ছবি শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ফারহান । মাত্র 6 সপ্তাহে 15 কেজি ওজন বাড়িয়েছেন তিনি, শুধুমাত্র এই ছবির জন্য । সত্যিই, মুগ্ধ করলেন ফারহান ।

ANI-কে অভিনেতা জানিয়েছেন, "আমার কাছে ফিটনেস বাঁচার একটা পদ্ধতি, শুধুমাত্র রুটিন নয় । আমি এমনিতেই একটা স্বাস্থ্যকর আর ডিসিপ্লিনড জীবনযাপন করি । আমার শরীরের ক্ষতি করে এমন কাজ করি না ।"

farhan akhtar puts on wait
ফারহান...

ফারহান আরও বলেন, "ওজন বাড়ানোটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল । এমন একটা লাইফস্টাইল মেন্টেন করতে হয়েছিল যেটা আমার রেগুলার রুটিনের থেকে একেবারেই আলাদা । ফিজ়িকাল অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছিলাম । ফ্যাট, কার্ব, স্টার্চ বেশি করে খাচ্ছিলাম । খুব কঠিন ছিল আমার জন্য ।"

ফারহানের কথায় বোঝাই যাচ্ছে, শরীরকে 'তুফান'-এর জন্য প্রস্তুত করতে কোনও কসুর করছেন না তিনি । রাকেশ ওমপ্রকাশ মিশ্র পরিচালিত এই ছবিতে ফারহানের সঙ্গে ম্রুণাল ঠাকুর আর পরেশ রাওয়াল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ।

ফারহান আপাতত গার্লফ্রেন্ড শিবানী দান্দেকরের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন । সোশাল মিডিয়ায় পোস্ট করছেন নিজেদের নানা মুহূর্তের ঝলক...

মুম্বই : 'তুফান'-এর জন্য একেবারে প্রস্তুত ফারহান আখতার । নিজের পেশিবহুল ছবি শেয়ার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ফারহান । মাত্র 6 সপ্তাহে 15 কেজি ওজন বাড়িয়েছেন তিনি, শুধুমাত্র এই ছবির জন্য । সত্যিই, মুগ্ধ করলেন ফারহান ।

ANI-কে অভিনেতা জানিয়েছেন, "আমার কাছে ফিটনেস বাঁচার একটা পদ্ধতি, শুধুমাত্র রুটিন নয় । আমি এমনিতেই একটা স্বাস্থ্যকর আর ডিসিপ্লিনড জীবনযাপন করি । আমার শরীরের ক্ষতি করে এমন কাজ করি না ।"

farhan akhtar puts on wait
ফারহান...

ফারহান আরও বলেন, "ওজন বাড়ানোটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল । এমন একটা লাইফস্টাইল মেন্টেন করতে হয়েছিল যেটা আমার রেগুলার রুটিনের থেকে একেবারেই আলাদা । ফিজ়িকাল অ্যাক্টিভিটি কমিয়ে দিয়েছিলাম । ফ্যাট, কার্ব, স্টার্চ বেশি করে খাচ্ছিলাম । খুব কঠিন ছিল আমার জন্য ।"

ফারহানের কথায় বোঝাই যাচ্ছে, শরীরকে 'তুফান'-এর জন্য প্রস্তুত করতে কোনও কসুর করছেন না তিনি । রাকেশ ওমপ্রকাশ মিশ্র পরিচালিত এই ছবিতে ফারহানের সঙ্গে ম্রুণাল ঠাকুর আর পরেশ রাওয়াল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন ।

ফারহান আপাতত গার্লফ্রেন্ড শিবানী দান্দেকরের সঙ্গে কোয়ারেন্টাইনে রয়েছেন । সোশাল মিডিয়ায় পোস্ট করছেন নিজেদের নানা মুহূর্তের ঝলক...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.