ETV Bharat / sitara

"অসহিষ্ণু নম্বর 1", CAA হিংসা নিয়ে নেটিজ়েনের বক্তব্যের জবাবে লিখলেন ফারহান - অসহিষ্ণু

ফারহান আখতারকে একজন টুইটারে লেখেন, "ফারহান আখতার, জাভেদ আখতার ও শাবানা আজ়মি নিজের গন্ডি থেকে বেরিয়ে সবাইকে বলুন এভাবে দেশের সম্পত্তি নষ্ট না করতে । যারা এই অশান্তি ছড়াচ্ছে এরপর তাদের গ্রেপ্তার করে যখন বেধড়ক মারধর করা হয় তখন কাঁদবেন না ।"

gf
gf
author img

By

Published : Dec 15, 2019, 7:31 PM IST

মুম্বই : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন অংশে । কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ট্রেনে কোথাও পুলিশের গাড়িতে । আবার কোথায় ট্রেন লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট । এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই । এভাবে দেশের সম্পত্তি যাতে নষ্ট করা না হয় তার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অনুরোধ জানিয়েছেন অনেকেই । এমনকী, এ বিষয়ে ফারহান আখতারকে টুইট করেছেন এক নেটিজ়েন । লেখেন, বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট না করতে সংখ্যালঘুদের আহ্বান জানান । তারপর ওই নেটিজ়েনকে 'অসহিষ্ণু' বলে সম্বোধন করেছেন ফারহান ।

দেশে চলতে থাকা এই অবস্থার প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজ়েনরা । তাঁদের মধ্যে একজন টুইটারে লেখেন, "ফারহান আখতার, জাভেদ আখতার ও শাবানা আজ়মি নিজের গন্ডি থেকে বেরিয়ে সবাইকে বলুন এভাবে দেশের সম্পত্তি নষ্ট না করতে । যারা এই অশান্তি ছড়াচ্ছে এরপর তাদের গ্রেপ্তার করে যখন বেধড়ক মারধর করা হয় তখন কাঁদবেন না ।"

এই কমেন্ট দেখে পালটা টুইট করেন ফারহান আখতার । লেখেন, "ডেভিড ধাওয়ানকে অনুরোধ করব যখন তিনি 'অসহিষ্ণু নম্বর ১' ছবি তৈরি করবেন তখন যেন আপনাকে ছবিতে অভিনয় করানো হয় । ওই ছবির জন্য আপনি আদর্শ ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে । গত সপ্তাহেই লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল । এরপর রাজ্যসভাতেও সেটি পাশ হয়ে যায় । তারপরই আইনে পরিণত হয় এই বিল । পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে ।

মুম্বই : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এর প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশের বিভিন্ন অংশে । কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ট্রেনে কোথাও পুলিশের গাড়িতে । আবার কোথায় ট্রেন লক্ষ্য করে ছোড়া হচ্ছে ইট । এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই । এভাবে দেশের সম্পত্তি যাতে নষ্ট করা না হয় তার জন্য সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের অনুরোধ জানিয়েছেন অনেকেই । এমনকী, এ বিষয়ে ফারহান আখতারকে টুইট করেছেন এক নেটিজ়েন । লেখেন, বিক্ষোভের নামে সরকারি সম্পত্তি নষ্ট না করতে সংখ্যালঘুদের আহ্বান জানান । তারপর ওই নেটিজ়েনকে 'অসহিষ্ণু' বলে সম্বোধন করেছেন ফারহান ।

দেশে চলতে থাকা এই অবস্থার প্রতিবাদে সোশাল মিডিয়ায় সরব হয়েছেন নেটিজ়েনরা । তাঁদের মধ্যে একজন টুইটারে লেখেন, "ফারহান আখতার, জাভেদ আখতার ও শাবানা আজ়মি নিজের গন্ডি থেকে বেরিয়ে সবাইকে বলুন এভাবে দেশের সম্পত্তি নষ্ট না করতে । যারা এই অশান্তি ছড়াচ্ছে এরপর তাদের গ্রেপ্তার করে যখন বেধড়ক মারধর করা হয় তখন কাঁদবেন না ।"

এই কমেন্ট দেখে পালটা টুইট করেন ফারহান আখতার । লেখেন, "ডেভিড ধাওয়ানকে অনুরোধ করব যখন তিনি 'অসহিষ্ণু নম্বর ১' ছবি তৈরি করবেন তখন যেন আপনাকে ছবিতে অভিনয় করানো হয় । ওই ছবির জন্য আপনি আদর্শ ।"

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 নিয়ে উত্তাল দেশ ৷ দেশের বিভিন্ন জায়গায় এই আইনের প্রতিবাদে বিক্ষোভ দেখানো হচ্ছে । গত সপ্তাহেই লোকসভায় পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল । এরপর রাজ্যসভাতেও সেটি পাশ হয়ে যায় । তারপরই আইনে পরিণত হয় এই বিল । পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে এই আইনে ।

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.