মুম্বই : লকডাউনের পর কাজে ফিরলেন পরিচালক-অভিনেতা-গায়ক ফারহান আখতার । তবে একই সঙ্গে ফারহান এটাও উপলব্ধি করেছেন যে, এখন আমাদের দায়িত্ব অনেকটা বেশি ।
'এক্সেল'-এর প্রযোজক হিসেবে ফারহান টুইট করেছেন, "কাজে ফেরাটা সত্যিই খুব শান্তির আর আনন্দের । তবে এখন সামাজিক ভাবে অনেক বেশি দায়িত্বশীল হতে হবে আমাদের । কাস্ট আর ক্রুয়ের কথা ভেবে এই পরিবেশকে পরিষ্কার রাখতে হবে । ওঁরা সৃষ্টি করার জন্য কাজ করে । আর আমাদের ওঁদের সুরক্ষিত রাখার জন্য কাজ করতে হবে ।"
রীতেশ সিধওয়ানি আর ফারহানের প্রোডাকশন হাউজ় 'এক্সেল প্রোডাকশন' ইতিমধ্যেই একটি তাদের পরবর্তী প্রোজেক্ট 'হ্যালো চার্লি' আর 'ডোংরি টু দুবাই'-এর কাজ শুরু করে দিয়েছে ।
সেই শুটিংয়ের কিছু ঝলক এই পোস্টের নিচে শেয়ার করেছেন ফারহান । দেখা যাচ্ছে কত নিয়ম মেনে চলছে শুটিং । দেখে নিন অভিনেতার পোস্ট...
-
Getting back to work is a relief and a joy but given the times we’re in, it’s important to be socially responsible and keep the environment hygienic for the crew and cast. They work to create. We work to keep them safe. #MasksDistanceAction @excelmovies https://t.co/diUW9uE5xu
— Farhan Akhtar (@FarOutAkhtar) July 24, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Getting back to work is a relief and a joy but given the times we’re in, it’s important to be socially responsible and keep the environment hygienic for the crew and cast. They work to create. We work to keep them safe. #MasksDistanceAction @excelmovies https://t.co/diUW9uE5xu
— Farhan Akhtar (@FarOutAkhtar) July 24, 2020Getting back to work is a relief and a joy but given the times we’re in, it’s important to be socially responsible and keep the environment hygienic for the crew and cast. They work to create. We work to keep them safe. #MasksDistanceAction @excelmovies https://t.co/diUW9uE5xu
— Farhan Akhtar (@FarOutAkhtar) July 24, 2020