ETV Bharat / sitara

ফের মা হতে চলেছেন ? কী বললেন মীরা... - ফের মা হতে চলেছেন মীরা

মীরা তৃতীয় সন্তানের মা হতে চলেছিলেন কি না এই প্রশ্ন করেছিলেন এক নেটিজ়েন । তার উত্তরে মীরা লেখেন, "না"।

sdf
sedf
author img

By

Published : Dec 27, 2020, 9:10 AM IST

মুম্বই : সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মীরা রাজপুত । প্রায় প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করতে দেখা যায় তাঁকে । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি সেশনের মাধ্যমে নেটিজ়েনদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি । প্রিয় খাবার থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জায়গা, সব প্রশ্নের জবাব দিতে দেখা যায় তাঁকে । এমনকী, তৃতীয়বার প্রেগন্যান্ট কি না সেই প্রশ্নও মীরাকে করেছিলেন এক নেটিজ়েন । তারও জবাব দেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং' নামে একটি সেশন শুরু করেছিলেন মীরা । তার মাধ্যমে তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারেন নেটিজ়েনরা । আর সেই প্রশ্নের উত্তর দেন মীরা ।

এই সেশনের মাধ্যমে একজন তাঁকে জিজ্ঞাসা করেন "আপনি কি আবার প্রেগন্যান্ট"। তার উত্তরে মীরা লেখেন, "না"। আর উত্তরের সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেন তিনি ।

sdf
নেটিজ়েনদের করা প্রশ্ন

আরও একজন জিজ্ঞাসা করেন "আপনার কি অভিনয় জগতে আত্মপ্রকাশের ইচ্ছে রয়েছে ?" মীরার জবাব, "না"।

আসলে ইতিমধ্যেই ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেছেন মীরা । একটি অ্যান্টি এজিং ক্রিমের বিজ্ঞাপনের মাধ্যমে 2018 সালে ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেছিলেন তিনি । তাই অনেকেই ভেবেছিলেন যে শীঘ্রই হয়তো তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন । কিন্তু, তা সঠিক নয় বলে জানিয়ে দিয়েছেন মীরা ।

2015-র জুলাইতে শাহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন মীরা । তাঁদের দুই সন্তান জ়ইন ও মিশা ।

sdasd
শাহিদ-মীরা

যাই হোক এখন আপকামিং ছবি 'জার্সি' নিয়ে ব্যস্ত রয়েছেন শাহিদ । সম্প্রতি এই ছবির শুটিং শেষ করেছেন তিনি । এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে পঙ্কজ কাপুর ও ম্রুণাল ঠাকুরকে । ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নাউরি ।

মুম্বই : সোশাল মিডিয়ায় যথেষ্ট সক্রিয় মীরা রাজপুত । প্রায় প্রতিদিনই কোনও না কোনও পোস্ট করতে দেখা যায় তাঁকে । সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি সেশনের মাধ্যমে নেটিজ়েনদের একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি । প্রিয় খাবার থেকে শুরু করে ঘুরতে যাওয়ার জায়গা, সব প্রশ্নের জবাব দিতে দেখা যায় তাঁকে । এমনকী, তৃতীয়বার প্রেগন্যান্ট কি না সেই প্রশ্নও মীরাকে করেছিলেন এক নেটিজ়েন । তারও জবাব দেন তিনি ।

সম্প্রতি ইনস্টাগ্রামে 'আস্ক মি এনিথিং' নামে একটি সেশন শুরু করেছিলেন মীরা । তার মাধ্যমে তাঁকে যে কোনও প্রশ্ন করতে পারেন নেটিজ়েনরা । আর সেই প্রশ্নের উত্তর দেন মীরা ।

এই সেশনের মাধ্যমে একজন তাঁকে জিজ্ঞাসা করেন "আপনি কি আবার প্রেগন্যান্ট"। তার উত্তরে মীরা লেখেন, "না"। আর উত্তরের সঙ্গে হাসির ইমোজি জুড়ে দেন তিনি ।

sdf
নেটিজ়েনদের করা প্রশ্ন

আরও একজন জিজ্ঞাসা করেন "আপনার কি অভিনয় জগতে আত্মপ্রকাশের ইচ্ছে রয়েছে ?" মীরার জবাব, "না"।

আসলে ইতিমধ্যেই ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেছেন মীরা । একটি অ্যান্টি এজিং ক্রিমের বিজ্ঞাপনের মাধ্যমে 2018 সালে ক্যামেরার সামনে আত্মপ্রকাশ করেছিলেন তিনি । তাই অনেকেই ভেবেছিলেন যে শীঘ্রই হয়তো তিনি অভিনয় জগতে আত্মপ্রকাশ করতে চলেছেন । কিন্তু, তা সঠিক নয় বলে জানিয়ে দিয়েছেন মীরা ।

2015-র জুলাইতে শাহিদ কাপুরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন মীরা । তাঁদের দুই সন্তান জ়ইন ও মিশা ।

sdasd
শাহিদ-মীরা

যাই হোক এখন আপকামিং ছবি 'জার্সি' নিয়ে ব্যস্ত রয়েছেন শাহিদ । সম্প্রতি এই ছবির শুটিং শেষ করেছেন তিনি । এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে পঙ্কজ কাপুর ও ম্রুণাল ঠাকুরকে । ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নাউরি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.